ডব্লিউ থ্রী সি ভ্যালিডেটর (W3C validator): ওয়েব ডিজাইনারদের বন্ধু

এই মূহূর্তে ওয়েব ডেভেলপিং হচ্ছে তথ্যপ্রযুক্তির সবচেয়ে দ্রুত পরিবর্তনশীল ক্ষেত্রগুলোর একটি। নানানরকম স্ক্রিপটিং ল্যাংগুয়েজ আর বিভিন্ন ব্রাউজার এর নানান ভার্শন ভিড়ে এর রূপের কোন শেষ নেই। আপনি অনেক কস্ট করে একটি ওয়েবসাইট বানালেন, বিভিন্ন রকম ইন্টারেকটিভ গ্রাফিক্স যোগ করলেন এবং পরীক্ষা করেও দেখলেন বেশ চমৎকার দেখাচ্ছে। কিন্তু সমস্যা হলো আপনার এই ওয়েবসাইট হয়তো অন্য কোন ব্রাউজারে অন্যরকম দেখাবে, যেটা অনেক ক্ষেত্রেই আপনি চান না। কারন এতে করে হয়ত আপনার ওয়েবসাইটের পুরো চেহারায় বদলে যেতে পারে, হারাতে পারে তার আবেদনের অনেকটুকুই। এর একটি সমাধান হচ্ছে আপনার ওয়েবসাইট টি মার্ক-আপ ল্যাংগুয়েজ ভ্যালিড কিনা সেটা পরীক্ষা করে নেয়া।
আপনার ওয়েবসাইট টি কেমন দেখাবে সেটা কিন্তু পুরোটাই নির্ভর করে আপনার মার্ক-আপ ল্যাংগুয়েজ এ কি লিখেছেন তার উপর। পৃথিবীর বেশীরভাগ ওয়েবসাইট গুলো হাইপারটেক্সট মার্কআপ বা সংক্ষেপে এইচটি এম এল(HTML বা XHTML ) এ লেখা। পৃথিবীর আর সব ভাষার মতই এর কিছু নিয়ম কানুন সিনট্যাক্স রয়েছে। আপনার ওয়েবসাইটটি এইসব সিনট্যাক্স ও নিয়ম কানুন মেনে লেখা হয়েছে কিনা সেটা এই নিয়মগুলোর বিপরীতে পরীক্ষা করাটাই হচ্ছে ভ্যালিডেশন। আপনার ওয়েবসাইটি যদি এই সব নিয়ম কানুন মেনে লেখা হয়ে থাকে তাহলে আপনার সাইট টি সব প্লাটফর্ম এবং সফটওয়্যার এ একই ভাবে দেখানোর সম্ভাবনা প্রবল। এতে আপনার সাইটির এপিয়ারেন্স ক্রস প্লাটফর্মে কনসিসটেন্ট থাকার সম্ভাবনা অকেনখানি বেড়ে যায়।
আর এই ভ্যালিডেশন পরীক্ষা করার সবচেয়ে ভাল উপায় হলো w3c এর ভ্যালিডেশন সাইট টি ব্যাবহার করা। এর ঠিকানা হলো http://WWW.validator.w3.org
এই সার্ভিসটি এখানে বিনামূল্যে পাওয়া যায়। এখানে আপনি সরাসরি আপনার সাইটের ঠিকানা দিয়ে চেক করতে পারেন অথবা আপনার নিজস্ব HTML ফাইল আপলোড করে সেটির ভ্যালিডিটি চেক করতে পারেন। এর একটি উল্লেখযোগ্য সুবিধা হলো এররগুলোর বিস্তারিত দেয়া থাকে এবং সমাধানের উপায় ও সুপারিশ করে দেয়া হয়।
ধন্যবাদ সবাইকে

Level 0

আমি বাংলাটেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুন্দর, নতুন জিনিস জেনে ভালো লাগলো।

Level 0

https://www.techtunes.io/ নাম দিয়ে চেক করে ছেচল্লিশটা এরর আর নয়টা ওয়ার্নিং পাইলাম।

    হায় হায় বলেন কি? ডেভু ভাইদের খবর দেন

হায় কপাল, আমি http://www.google.com দিয়ে 35 error, 2 warning পেলাম আর facebook দিয়ে পেলাম 23 errors।

তাহলে আমার সাইটে কয়টা ইরর পাওয়া যাবে থাক সেই চেক করবোই না!

Level 0

আমার সাইটটা ok আছে (http://www.a1netsolutions.com/) অবশ্য এর জন্য কিছুটা খাটতে হয়েছে ।

হুদাই। এরর অফ করা সম্ভব না। তারা যেসব ওয়ার্নিং দেখায় দেখলে মাথা ঘুরে