কিভাবে ২০২১ সালে ওয়েব ডেভেলপার হওয়া যায়?

টিউন বিভাগ ওয়েব ডেভেলপমেন্ট
প্রকাশিত
জোসস করেছেন

ওয়েব ডেভেলপার. কিভাবে ২০২১ সালে ওয়েব ডেভেলপার হওয়া যায়?

আজকে আমরা জানবো ২০২১ সালে কিভাবে আপনি একজন ভালো মানের ওয়েব ডেভেলপার হতে পারেন।

তার অাগে জেনে নিন ওয়েভ ডেভেলপমেন্ট কী? ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে কোনো একটা ওয়েব সাইট বানানো বা কোনো একটা ওয়েব সাইট ডেভেলপ করা। কিন্তু এইটা কেম্নে করে? ধরুন প্রথম আলো। এটা একটা ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন খবর পড়েন। কখনো কি চিন্তা করেছেন এই ওয়েবসাইট কেম্নে কাজ করে। এই ওয়েবসাইটএ এমন একটা সিস্টেম আছে যার মাধ্যমে এই ওয়েবসাইটএ বিভিন্ন খবর লিখে পাব্লিশ করার পর সুন্দর করে এই ওয়েবসাইট-এ দেখা যায়। এই কাজ গুলা করে ওয়েব ডেভেলপার-রা।

কেনো ওয়েব ডেভেলপার হবেন?

indeed.com এর তথ্য মতে USA তে একজন ওয়েব ডেভেলপার বছরে ৭৬, ৯৪৩ ডলার আয় করে যা আমাদের দেশের হিসেবে প্রায় ৬২ লাখ টাকা। মানে একজন ওয়েব ডেভেলপার USA-তে মাসে ৫ লাখ টাকার উপরে আয় করে।

চলুন জেনে নিই ওয়েব ডেভেলপার হওয়ার উপায়।

ওয়েব ডেভেলপার হওয়ার জন্য যা জানতে হবে:-
১. HTML
২. CSS
৩. Bootstrap
৪. Typing
৫. Github
৬. Javascript
৭. Javascript ES6
৮. React JS

১. HTML
HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ লাংগুয়েজ। আমারা একটা ওয়েবসাইট এ যে লিখা গুলা দেখি যেই লিংক গুলা দেখি, যা দেখি সব এইচটিএমএল দিয়ে করা। একটা ওয়েবসাইট এর মূল ভিত্তি হচ্ছে এইচটিএমএল।

২. CSS
সিএসএস হচ্ছে কাস ক্যাডিং স্টাইশিট। আমরা বিভিন্ন ওয়েবসাইট এ যত ধরনের ডিজাইন দেখি, সব ডিজাইন ই করা সিএসএস দিয়ে। সিএসএস ছাডা একটা ওয়েবসাইট জিবনেও সুন্দর হতে পারবেনা।

৩. Bootstrap
Bootstrap হচ্ছে সিএসএস এর 'Framework'. এর মাধ্যমে সিএসএস শর্টকাট করা যায়। Bootstrap এ আগে তৈরি করা ডিজাইন থাকে। আপনি শুধু ক্লাস গুলা অ্যাড করে দিলেই হয়। তবে Bootstrap কে লিংক দিয়ে কানেক্ট করতে হয়।

৪. Typing
আপনি যদি একজন ডেভেলপার হতে চান তবে আপনাকে টাইপিং ভালো জানতেই হবে। কারন টাইপিং না শিখলে আপনার কোনো কিছু লিখতে অনেক কষ্ট হবে এবং অনেক সময় লাগবে। সেহেতু, ভালোভাবে ভালোভাবে টাইপিং শিখতেই হবে।

৫. Github
Github হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে আপনি আপনার একটা প্রোফাইল বানাতে পারেন এবং সেখানে আপনার বিভিন্ন পোর্টফোলিও এর লিংক দিতে পারেন।

৬. Javascript
এরপর আপনাকে শিখতে হবে Javascript। কারন এইচটিএমএল, সিএসএস দিয়ে শুধু একটা ওয়েবসাইট ডিজাইন করা যায়। তবে আসল বিষয় শুরু হয় Javascript থেকে। এই পর্যায়ে আসার পর সবার আগে আপনাকে শিখতে হবে Vanilla Javascript এবং Vanilla Javascript দিয়ে আপনাকে বিভিন্ন প্রজেক্ট বানাতে হবে। যেমন:-

১. Money amout converter.
২. Count down app.
৩. Digital Clock.
৪. Stopwatch.
৫. Random color generator.

ইত্যাদি প্রজেক্ট বানাতে হবে যার মাধ্যমে আপনার Vanilla Javascript ভালো করে জানা হয়ে যাবে।

৭. Javascript ES6
Javascript ES6 হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর আপডেট বার্সন। এর পুরো নাম ECMA Script 6. ES6 এ এমন সব ফিচার আছে যা জাভাস্ক্রিপ্ট কে পপুলার করেছে। Vanilla Javascript থেকে ES6 এ অনেক বেশি সুবিধা ফিচার রয়েছে।

৮. React Js
React Js হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর পপুলার একটা ফ্রেমওয়ার্ক। জাভাস্ক্রিপ্ট এর বিভিন্ন ফ্রেমওয়ার্ক রিয়েছে। যেমন : Vue Js, Angular Js, React Js. তবে আমি বলবো আপনারা React Js শিখেন। কারণ, React Js এর মার্কেটের চাহিদা ভালো এবং ফেসবুক React Js ব্যবহার করেছে। তবে Vue Js, Angular Js, React Js সবগুলা ফ্রেমওয়ার্ক-ই ভালো। আপনার কাছে যেটা ভালো মনেহয় সেটাই শিখুন।

আমি আপনাকে কিভাবে ২০২১ সালে ওয়েব ডেভেলপার হওয়া যায় সে ব্যাপারে বললাম। তবে আপনার আরো রিসার্স করা উচিত। আমি আপনাকে উপায় বলে দিয়েছি, তবে আপনার দরকার কঠোর পরিশ্রম করা। কারণ, একদিনে ওয়েব ডেভেলপার হওয়া যায়না। এর জন্য দরকার আগ্রহ, চেষ্টা, বেশি বেশি প্রজেক্ট বানানো।

Level 0

আমি সাব্বির আহাম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস