ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফুল কোর্স: পর্ব – ০২ : ওয়েব সাইট, ওয়েব এড্রেস এবং ওয়েব সাইট খোঁজা

এই কোর্সের অন্যান্য ক্লাস সমূহঃ

ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফুল কোর্স: পর্ব – ০১ : প্রাথমিক নির্দেশনা

আজকের ক্লাস টপিকসঃ ওয়েব সাইট কি? ওয়েব অ্যাড্রেস কি? কিভাবে একটি ওয়েব সাইট খুঁজে পেতে হয়?

সকল টিউজার এবং টিউডার কে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমাদের দ্বিতীয় পর্ব।

 

ওয়েব সাইট কি?

ওয়েব সাইট হচ্ছে একটি তথ্যের ভান্ডার। সেখান থেকে আমরা ইন্টারনেটের মাধ্যমে যখন যে তথ্য প্রয়োজন সেটা তখনই আমরা পেয়ে যাই।

যেমন ধরুন, কাগজের পত্রিকা প্রতিদিনে একবার প্রিন্ট হয়। তাই নতুন খবর পেতে ১ দিন অপেক্ষা করতে হয়। কিন্তু ইন্টারনেটে সাথে সাথে পাওয়া যায়। নিউজপেপারের ওয়েবসাইটে নিয়মিত খবর গুলো হালনাগাদ করে দেওয়া হয়।

▶ টিউনটি ভিডিওতে দেখতে এখানে ক্লিক করুন

 

ওয়েব অ্যাড্রেস কী?

মনে করুন আপনি কোনো একটা স্থানে কোনো তথ্যের জন্য যাইবেন। সেক্ষেত্রে আপনার কি কি প্রয়োজন?

প্রথমত আপনার সেখানের ঠিকানা জানতে হবে। আর জানতে হবে সেই স্থানে যাওয়ার জন্য আপনার একটা পদ্ধতিও প্রয়োজন। যেমন বাস, কার ইত্যাদি।

 

একইভাবে ওয়েব সাইটের জন্য যে ঠিকানা ব্যবহার করা হয় তাকে ওয়েব অ্যাড্রেস বলে। আর মাধ্যম হচ্ছে ব্রাউজার। যেমন মোজিলা, গুগল ক্রোম, অপেরা, সাফারি ইত্যাদি।

আপনার অবশ্যই জানা আছে বাস বা কারে আপনি কোনো স্থানে যাওয়ার জন্য যেমন তার ফুয়েল প্রয়োজন। তেমনি ব্রাউজারে কাজ করার জন্য ইন্টারনেট কানেকশন প্রয়োজন।

▶ টিউনটি ভিডিওতে দেখতে এখানে ক্লিক করুন

কয়েকটি ওয়েব সাইট যেমন http://www.amazon.in, http://www.flipkart.com এই যায়গায় আমাদের আমাজনের ওয়েব অ্যাড্রেসই হচ্ছে http://www.amazon.in

 

এখানে অ্যামাজন একটি তথ্যের ভান্ডার বলা যায়। কেননা এখানে বিভিন্ন প্রোডাক্ট ও তার ইনফরমেশন আছে।

একটি ওয়েব সাইটের কন্টেন্ট কি? স্বাভাবিক ভাবে এখন ধরে নিচ্ছি কিছু লেখা, ছবি, ভিডিও এসব তথ্যই থাকে। এসব বিষয়ে আমরা পরে একে একে জানব।

 

কিভাবে ইন্টারনেট থেকে কোনো ওয়েব সাইট খুঁজে পাব?

ইন্টারনেটে প্রচুর ওয়েব সাইট রয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের কাছে এত বিপুল সংখ্যক ওয়েব অ্যাড্রেস মনে রাখা সম্ভব না। সেই কারণে আমাদের এমন কোনো একটা ওয়েব অ্যাড্রেস জানা প্রয়োজন যে কিনা সকল অ্যাড্রেস জানে। এমন সকল সাইট বা ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিন বলে। যেমন, http://www.google.com এটি এমন একটি ওয়েব সাইট যেখানে আমরা যে কোনো তথ্য সার্চ করলে গুগল আমাদের সেই তথ্য খুঁজে বের করতে সাহায্য করবে। আর আমরা যে নাম লিখে সার্চ দিব। সেটার অ্যাড্রেস গুগল বের করে দিবে।

 

যেমন ধরেন, আপনি ঢাকায় নতুন গিয়েছেন। তাহলে আপনাকে অবশ্যই গাবতলী মেইন টার্মিনাল বা গুলিস্তান মেইন টার্মিনালে বা ট্রেনে গেলে কমলাপুর রেল স্টেশনে নামতে হবে। সেখানে নেমে আপনি রাস্তায় গেলেই বিভিন্ন গাড়ি কি করে? তারা তাদের যাওয়ার পথ গুলো ডেকে ডেকে বলে।

 

▶ টিউনটি ভিডিওতে দেখতে এখানে ক্লিক করুন

গুগল অনেকটা কাছাকাছি কাজ করে। তবে ওখানে গাড়ি থেকে ডেকে ডেকে বলে, এখানে আমরা গুগল কে জিগাই যে কোন জিনিস আমরা চাই। এক্ষেত্রে আপনার শুধু সার্চ ইঞ্জিনের অ্যাড্রেস মনে রাখা লাগবে। যেটা আপনাকে আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখতে হবে।

 

অথবা আপনি সার্চ বারেও লিখতে পারেন। কিন্তু বর্তমানে সকল ব্রাউজারেই ডিফল্টভাবে সার্চবক্স আর অ্যাড্রেস বক্স একই। যেই যায়গায় অ্যাড্রেস লিখবেন (উপরের ছবিতে দেখুন), সেখানেই সার্চ করা যাইবে।

ছবিতে দেখুন, ১ নং মার্ক করা সম্পূর্ণ বক্স টাকে অ্যাড্রেস বক্স বলে। লক্ষ্য করুন ২ এবং ৩ নং মার্ক করা অংশের লেখা। একই সাথে সার্চ এবং অ্যাড্রেস লেখা যাবে। লিখে এন্টার প্রেস করলেই হবে।

▶ টিউনটি ভিডিওতে দেখতে এখানে ক্লিক করুন

আমরা এই কোর্স থেকে এমন বিভিন্ন ওয়েব সাইট বানানো শিখব। সাথেই থাকুন। বুঝতে সমস্যা হলে টিউনমেন্ট করুন।

 

এই টিউটোরিয়ালটি পূর্বে প্রকাশিতঃ

সম্পূর্ণ কোর্সঃ https://www.youtube.com/WebGround

ফেসবুকের গ্রুপঃ https://www.facebook.com/groups/WebGround

আমাদের ওয়েব সাইটঃ https://www.webground.in

Level 2

আমি নয়ন চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ছোট্ট ওয়েব ডেভেলপার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস