আপনারা যারা আমার মত ব্লগের নেশায় পরেছেন তাদের জন্য এই টিউন

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই,
যারা আমার মত ব্লগের লগ অন সমস্যায় পড়েছেন তাদের জন্য
অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম সবাই proxy দেখিয়ে দিয়েছন অনেক খুজে সমস্যার প্রতিকার পেয়েছি দেখুন আপনাদের কাজে লাগে কিনা
আমার কাজ হয়েছে প্রথেম http://www.google.com যান
তারপর more click করুন

তারপর Even more>> click করুন

এখন blog search click করুন

এখন এখানে একটা ব্লগ এড্রেস দিয়ে সার্চ করুন

দেখুন কাজ হয়ে গেছে

এরপর আমার আর কোন সমস্যা হয়নি

আমি একটা নতুন একটা ব্লগ খুলেছি আপনাদের কারও কাছে যদি html/java script থাকে যা দিয়ে আমার ব্লগটাকে সুন্দর করে সাজাতে পারি
তাহলে জানাবেন প্লিজ
আর একটা কথা আমি ব্লগস্পট এ যোগ করুন অটোমেটিক Read more ফাংশন এর জন্যে সাহায্য চেয়ছিলাম
নিশাচর নাইম ভাই সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ
কিন্তু কথা হচ্ছে Read more ফাংশন আসে তবে
Read more নিচে আবার প্রথম থেকে টিউন সম্পূর্ণ দেখা যায়
এর জন্য কেউ যদি পারেন তাহলে আমাকে সাহয্য করুন প্লিজ

আমার ব্লগ এড্রেস

Level 0

আমি সাহিন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tnx

আপনি আমার সাথে যোগাযোগ করুন । [email protected] মনে হয় হেল্প করতে পারবো !

Level 0

আপনি তো দেখি আপনার ব্লগ এর প্রচারনা চালালেন।তাহলে আমিও দেই?http://softmukut.blogspot.com/ ফ্রী সফটয়্যার ডাউনলোড
আমার বাংলালায়ন থেকে লোড ই তো হয়না।লগ ইন করে কি করবো?

    আমি তো ভাই আমার ব্লগ বানিজ্যিক ভাবে প্রচার করি নি আমার সমস্যার কারনে ব্লগ এড্রেস দিয়েছি
    আমার ব্লগ দেখে কেউ কোন সাহায্য করতে পারেন কি না
    আর আমি ব্লগ আমার সখের বিষয়ে করেছি
    আমি আমার ব্লগকে আয়ের উৎস অথবা ব্লগ দিয়ে ব্যাবসা করার ইচ্ছা নেই
    এ ধরনের মন্তব্য থেকে দুরে থাকবেন ধন্যবাদ

কিন্তু কথা হচ্ছে Read more ফাংশন আসে তবে
Read more নিচে আবার প্রথম থেকে টিউন সম্পূর্ণ দেখা যায়
———————————————————————

ব্যাপারটা একটু খুলে বলুন।আমি বুঝতে পারিনি।আমি নিজের ব্লগে ছাড়াও অন্যান্য ব্লগে একই নিয়মে রিডমোর অপশান যোগ করে দিয়েছি।কোডগুলো কপি- পেষ্ট করতে সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে।টেম্পলেট পরিবর্তন করে আবার চেষ্টা করুন।এখান থেকে কোড কপি না করে নিচে যে সোর্স লিঙ্ক দেয়া আছে ওখান থেকে কপি করুন। তার পরেও না হলে আমাকে জানান। দরকার হলে আমাকে পাসওয়ার্ড ও আইডি দিলে আমি করে দিবো।আর html/java script সবগুলো ব্লগারে কাজ করে না।আমি পরবর্তী সিরিজ টিউনগুলোতে যেগুলো যেগুলো কাজ করে সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে টিউন করব।এছাড়া আপনি নিজে পরীক্ষা করতে চাইলে গুগলে Java Script লিখে সার্চ দিলে অনেক সাইটের সন্ধান পাবেন। ধন্যবাদ।

আমি মনে করি, প্রোফেশনাল না হলেও ব্লগ তৈরির ব্যপারে প্রোফেশনালদের মতো চলা উচিৎ। সুন্দর টেমপ্লেট এবং উপকারি ও প্রয়োজনিয় Widget ই ব্যবহার করা উচিৎ। না হলে, পেজ লোড হতে অনেক বেশি সময় নিবে। আপনাকে বুঝতে হবে, কেও আপনার ব্লগ এ গান শোনতে আসবে না। আপনাকে এ ও বুঝতে হবে, prothom-alo তে আমি যে খবর পাব, তা আপনার ব্লগে পরতে আসবোনা। এমন কিছু লিখুন, যা মানুষকে টানবে। চেষ্টা করুন, অবশ্যই পারবেন। আমি জানি না আমি আমার ব্লগটিতে ঠিক পথে আছে কিনা। তবে আমি চেষ্টা করছি। আমি মনে করি আপনারও চেষ্টা করা উচিৎ। আমার ব্লগ দেখতে চাইলে আমার নামের উপর ক্লিক করুন।

আমার ব্লগ টা অনেক মানুষ ওপেন করতে পারে না। কিন্তু আমার কম্পিউটার এ কোন সমস্যা হয় না। কি ভাবে এই সমস্যা সমাধান করা যায় জানা থাকলে জানাবেন।

Level New

read more জিনিশটা ব্লগারে দেয়া আছে, খুজে নেন, নাইলে মেঈল দিয়েন।