কেন আপনি একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন না?

কেন আপনি একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন না? টাইটেল টি দেখে আপনি হয়তো থমকে গেছেন যে কেন আপনি একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন না। আসলে আমি এই পোষ্টটির মাধ্যমে যেটা বোঝাবো সেটা হল একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আপনাকে যে অভ্যাসগুলো পরিত্যক্ত করতে হবে সেগুলি সম্পর্কে।

আপনি যদি আমার উপদেশ কৃত অভ্যাস গুলি পরিত্যক্ত করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনি অল্প দিনের মধ্যে একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন।

তো চলুন শুরু করা যাক

প্রথম উপদেশ হল  আপনাকে প্রতিদিন সকালে শুধু সকালেই নয় বরং খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। খুব সকালে ঘুম থেকে উঠলে শুধুমাত্র একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন না বরং পারফেক্ট টাইম ম্যানেজ করতে পারবেন। যেমন আপনি যদি খুব সকালে ঘুম থেকে ওঠেন তাহলে ওয়েব ডেভেলপার হওয়ার জন্য প্রোগ্রামিং করার জন্য একটি সুন্দর পরিবেশ বা সময় পাবেন।

আবার আপনি খুব সকালে ঘুম থেকে উঠলে ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারবেন এবং এতে করে আপনার শরীর মন দুটোই ভাল থাকবে। এবং আপনার web-development কাজ শেখার প্রতি আগ্রহ বাড়বে তাই আমার প্রথম উপদেশ হল আপনি খুব সকালে ঘুম থেকে উঠবেন। যদিও আমি এই অভ্যাসটা এখনো কন্টিনিউ করতে পারিনি তবুও চেষ্টা করে যাচ্ছি!

দ্বিতীয় অভ্যাসটি হল আপনাকে অবশ্যই সময়ের ব্যাপারে সিরিয়াস হতে হবে। যেমন ধরুন আপনি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর ওয়েব ডেভলপমেন্ট শেখার পেছনে 2 থেকে 3 ঘন্টা সময় অপচয় করেন তাহলে সেটা পারফেক্ট বলে ধরা যায় কিন্তু আপনি যদি প্রতিদিন ঘুম থেকে সকালে উঠে মাত্র 30 থেকে এক ঘন্টা সময় দেন তাহলে একজন প্রোগ্রামার হওয়ার ক্ষেত্রে এই সময়টুকু একদম কম।

তাই অবশ্যই আমার পরামর্শ থাকবে আপনি প্রতিদিন সকালে 2 থেকে 3 ঘন্টা এবং প্রতিদিন রাত্রে 2 থেকে 3 ঘন্টা প্রোগ্রামিং শেখার পেছনে সময় অপচয়' করবেন এতে করে আপনার প্রোগ্রামিং শেখা খুব দ্রুত আগাতে থাকবে এবং আপনি খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে একজন ওয়েব ডেভেলপার হয়ে যেতে পারবেন।

আমার তৃতীয় পরামর্শটি হল আপনার যদি অনেক বন্ধু বান্ধব থাকে তাহলে তাদের সাথে বাজে সময় নষ্ট করা বাদ দিয়ে দিন তা না হলে আপনার জন্য সামনে খুব খারাপ দিন অপেক্ষা করছে। কারণ আপনি যদি আপনার মূল্যবান সময়টুকু আপনার বন্ধু বান্ধবের সাথে নষ্ট করে ফেলেন তাহলে এক সময় আপনাকে অনেক পস্তাতে হবে। তাই অবশ্যই আপনার বন্ধুবান্ধবের সাথে অযথা সময় নষ্ট করা বাদ দিতে হবে বিশেষ করে একজন প্রোগ্রামার হওয়ার জন্য।

আজকে আমি যে অভ্যাস গুলোর কথা বললাম আপনি যদি নিয়মিত এই অভ্যাসগুলো ফলো করতে পারেন আশা করা যায় আপনি খুব তাড়াতাড়ি একজন ওয়েব ডেভেলপার হয়ে যায় যেতে পারবেন 

এই ছিল মূলত আমার আজকের টিউন পরবর্তী টিউন পড়ার জন্য আপনাকে স্বাগতম ধন্যবাদ 

Level 2

আমি সাজিদুর রহমান। CEO & Co-Founder, DakPakhi LTD., Meherpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।

টেকনোলজি রিলেটেড যত কিছু এ পর্যন্ত শিখেছি চেষ্টা করে যাচ্ছি মানুষের মধ্যে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার। নিজের সম্পর্কে বলার মতো কিছু নেই তবুও একটা কিছু আছে বলে মনে হয় ! বর্তমানে লেখাপড়া করছি কম্পিউটার ডিপ্লোমায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস