সি-প্যানেল সেকশন Advanced and Preferences পর্ব-৭

গত পর্বে আমরা  সি -প্যানেল এর সফটওয়্যার সম্পর্কে আলোচনা করেছি আজ  আমরা সি-প্যানেলের Advanced, Preferences, টুলস সেকশন নিয়ে আলোচনা করব।  Advanced টুলস বেশ কিছু ফিচারের সমন্বয়ে গঠিত।

যেমনঃ

  • Cron Jobs
  • Track DNS
  • Indexes
  • Error Pages
  • Apache Handlers
  • MIME Types
  • Virus Scanner

Advanced  টুলস সম্পর্কে  নিচে আলোচনা করা হল-

 

Track DNS এর মুল কাজ হল আপনার ডোমেইনের নেম সার্ভার সম্পর্কিত সকল তথ্য খুঁজে দেওয়া।  আপনার ডোমেইন এ নতুন সেটআপ করার পর এটির প্রোয়োজন হয়। DNS কোন সার্ভার হতে নিয়ন্ত্রিত হচ্ছে কোন অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হচ্ছে এসকল তথ্য এখানে পাওয়া যাবে।

 

Cron Jobs এর সাহায্য একটা স্ক্রিপ্ট বা কোড নির্দিষ্ট সময় পর পর সার্ভারে রান করানো হয়। এছাড়া আপনি চাইলে সেই স্ক্রিপ্ট দিয়ে ডেটাবেসের কোন টেবিলের ডেটা যাচাই করে অতিরিক্ত ডেটা রিমুভ করেও  দিতে পারেন।

 

Apache Handlers এই অপশনের মাধ্যমে আপনি ওয়েব সাইটের বিভিন্ন setting ঠিক করতে পারবেন।

প্রতিটি পেজের একটি করে নাম থাকে। ইউজার যখন নাম searching ভুল করে তখন এই অপশনের মাধ্যমে বলে দিবে যে Error Pages যেমনঃ 404, 505।

Virus Scanner- এই অপশনের কাজ হল  ওয়েব সাইট যে সার্ভারে আপলোড করা সেখানে কোন Virus effected ফাইল অথবা spam  আছে কি না তা খুঁজে বার করা।

ওয়েব ব্রাউজারে কিভাবে বিভিন্ন ধরনের ফাইল process করবে যেমনঃ  pdf ফাইল কিভাবে open হবে সেটা ঠিক করে এই MIME Types অপশন।

Preferences ফিচার কিছু টুলসের সমন্বয়ে গঠিত। যেমন-

  • Password & Security
  • Change Language
  • Change cpanel Style
  • Contact Information
  • User Manager

 

Password & Security অপশন  থেকে আপনি সি-প্যানেলে, Password পরিবর্তন করতে পারবেন।

Change Language এই অপশনটি সি-প্যানেলের  ভাষা পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়।

এছাড়া Change Style, Contact information এবং User Manager এর সাহায্য সিপ্যানেলের মাধ্যমে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করা, পাসওয়ার্ড এবং সি-প্যানেলের স্টাইল (থিমস) পরিবর্তন এবং নতুন ইউজার add করতে পারবেন।

ওয়ার্ডপ্রেস একটি ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা (সিএমএস-CMS), যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেনসোর্স ব্লগিং সফটওয়্যার। সহজ ভাষায় ওয়েবসাইট তৈরী বা ব্যবস্থাপনার একটি টুল হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়েবসাইটের বিভিন্ন কনটেন্ট পাবলিশ, এডিটিং এর ক্ষেত্রের জন্যই ওয়ার্ডপ্রেস বেশ জনপ্রিয়তা অর্জন করছে।

 

উপরিউক্ত প্রয়োজনীয় ফিচারগুলোর মাধ্যমে বিবেচনা করা যায় যে  একটি ওয়েব সাইট নিয়ন্ত্রণ করতে সি প্যানেল এর অনেক বড় ভূমিকা আছে। কারন control panel ছাড়া আপনি আপনার  ওয়েব সাইট নিয়ন্ত্রণ করতে পারবেন না।

 

সি-প্যানেলের সবগুলো পর্ব জানার জন্য https://blog.mylighthost.com/bn/category/

 

Level 2

আমি ছায়া ইয়াসমীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ছায়া ইয়াসমিন । একজন Brand Promoter -MyLightHost( web hosting service provider)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –

চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …

চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….

চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু

এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ( [ ] ) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ( [ ] ) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু। এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।

এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।

টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করে আপডেট করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।

চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।