অনলাইন ইনকামের ২০১৮ সালের সব থেকে সহজ ২টি উপায়

বর্তমানে অনলাইন বেস যেকোনো কাজ করা অনেক কঠিন হয়ে গিয়েছে। অনেকের কাছ থেকে শুনছি যে তারা বিভিন্ন টাইপের ওয়েবসাইট নিয়ে কাজ করতেছে কিন্তু ইউনিক কনটেন্ট বানানো, এস ই ও করে ভিজিটর আনা, গুগল এডসেন্স পাওয়া এই সব মিলিয়ে অনেক কঠিন ও জটিল হয়ে গিয়েছে। আর ২/৩ বছর আগেও ইউটিউবে কাজ করাটা অনেক সহজ ছিল, যেকোনো ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যেতো। কিন্তু এখন ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও বানিয়েও ভিউ পাওয়া টা অনেক বেশি টাফ হয়ে গিয়েছে। আর ইউটিউব তো এখন অনেক নিয়ম কানুন করছে।

এসবের মাঝেও অনেকে অনলাইনে ইনকামের অনেক সহজ পথ খুজতেছে, কিন্তু পাচ্ছে না। আজ আমি আপনাদের অনেক সহজ একটি ইনকামের পথ দেখিয়ে দেবো, যেখান থেকে আপনি অনেক ভালো অংকের টাকা ইনকাম করতে পারবেন।

হ্যা আমি আজ আপনাদের সাথে কথা বলবো Quiz & Puzzle ওয়েবসাইট নিয়ে। মানুষ অনলাইনে বিভিন্ন টাইপের Quiz & Puzzle খেলতে অনেক পছন্দ করে। এমনকি আমরাও অনেক পছন্দ করি। এবং ফেসবুকে তো এটা অনেক বেশি জনপ্রিয়, যার কারনে আপনার ভিউ পেতে অনেক সহজ হয়ে যাবে। এখন চলুন দেখে নেই এই Quiz & Puzzle ওয়েবসাইট নিয়ে কাজ করার সুবিধা কি কিঃ

১। আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকেন তাহলে অবশ্যই জানেন যে সাইটে ইউনিক কনটেন্ট না থাকলে গুগলের এডসেন্স পাবেন না, আবার গুগল সার্চ এ র‍্যাংক এও আসবেন। কিন্তু Quiz & Puzzle ওয়েবসাইটের জন্য এই ধরনের কোনো ঝামেলা নেই। বিভিন্ন সাইট থেকে Quiz & Puzzle কালেক্ট করে আপনার সাইটে রাখলেও সাইটের উপরে কোনো ইফেক্ট পড়বে না।

২। মানুষ Quiz & Puzzle খেলতে পছন্দ করে, সো আপনি আপনার সাইটে অনায়াসে অনেক ভিজিটর পাবেন। বিশেষ করে ফেসবুক থেকে।

আপনি চাইলে Quiz & Puzzle সাইট আমাদের কাছ থেকে ডেভেলপ করে নিতে পারেন। আমরা কি টাইপের Quiz & Puzzle সাইট ডেভেলপ করে থাকি তার একটা ডেমো আপনি এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। Quiz & Puzzle সাইট ডেভেলপ করতে আমরা ৩০ হাজার টাকা নিয়ে থাকি। আপনার সাইট ডেভেলপ করে দেয়ার পর আপনি সাইটটিতে কিভাবে কাজ করবেন তার একটা গাইডলাইন আপনাকে দিয়ে দেবো, সম্পূর্ণ ফ্রিতে। গাইডলাইনে আপনাকে দেখিয়ে দেয়া হবেঃ

১। কিভাবে আপনি Quiz & Puzzle কালেক্ট করবেন।

২। কিভাবে আপনার সাইটে Quiz & Puzzle টিউন করবেন।

৩। কিভাবে সাইটের এস ই ও করে প্রচুর ভিজিটর আনবেন।

৪। গুগল এডসেন্স ও অন্যান্য এড প্লাটফর্ম থেকে কিভাবে ইনকাম করবেন।

Quiz & Puzzle সাইট নিয়ে কাজ করলে আপনাকে সাকসেস পেতে খুব বেশি টাইম লাগবে না, যদি আপনি রেগুলার টিউন দিয়ে থাকেন। আর আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করে দেবো যার মাধ্যমে আপনি খুব সহজে Quiz & Puzzle সেট বানাতে পারবেন।

এছাড়া আমরা মুভি অটোমেশন সাইট ডেভেলপ করে থাকি। অর্থাৎ আপনি যদি কোনো মুভি সাইট নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে ম্যানুয়ালি মুভির ডেটা কালেক্ট করতে হবে, যেটা অনেক সময় সাপেক্ষ। আর এই প্রব্লেম দূর করার জন্য আমরা এই মুভি অটোমেশন সিস্টেমটি বানিয়েছি, যার মাধ্যমে আপনি কোনো মুভির IMDB র সমস্ত ইনফরমেশন এক ক্লিকে আপনার সাইটে আনতে পারবেন। আপনি যদি চান, ২০১৮ সালে সারা ওয়ার্ল্ড এ যত মুভি আর টিভি সিরিজ রিলিজ হয়েছে সে সব গুলার ইনফরমেশন ৫ মিনিটের ভিতরে আপনার সাইটে নিয়ে আসতে পারবেন।

এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে শুধু মুভির ইনফরমেশন নিয়ে এসে কি করবো আমার তো দরকার লেটেস্ট মুভি লিঙ্ক। হ্যা অবশ্যই আপনার সাইটে লেটেস্ট মুভি লিঙ্ক রাখার জন্য আমরা কিছু সাইট দেখিয়ে দেবো, যেখান থেকে আপনি লেটেস্ট মুভির লিঙ্ক আনতে পারবেন। আপনি ইচ্ছা করলে সাইটে মুভি স্ট্রিমিং ও করাতে পারেন তবে সেটা একটু রিস্কি হয়ে যায়, আপনার সাইট ডাউন হয়ে যেতে পারেন। এজন্য শুধু মুভি লিঙ্ক রাখাটাই ভালো। যে মুভি দেখতে চাই সে ডাউনলোড করেই দেখবে। আমরা মুভি সাইটের জন্য ও ৩০ হাজার টাকা করে নিচ্ছি।

শেষ কথা, আমি একজন পেশাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এজন্য সব টাইপের কাজ ই করতে হয়। তবে লাস্ট বছরে আমার কাছে এই মুভি সাইট আর Quiz & Puzzle সাইট ডেভেলপ করে নেয়ার ক্লাইন্ট অনেক বেশি। কারন ম্যাক্সিমাম ক্লাইন্ট বলছে এই ২ টা সাইট নিয়ে কাজ করলে দ্রুত সাকসেস পাওয়া টা সম্ভব। আর আমার এই এক্সপেরিয়েন্স টাই আপনাদের কাছে তুলে ধরলাম।

আমার সাথে যোগাযোগ করতে চাইলেঃ

মোবাইলঃ ০১৭৮৯২২০৩২১

ইমেইলঃ [email protected]

অথবা এই ফর্ম টি পুরন করুন 

Quiz & Puzzle ডেমো দেখতেঃ এখানে ক্লিক করুন

মুভি সাইট ডেমো দেখতেঃ এখানে ক্লিক করুন

এই লেখাটি প্রকাশ করা হয়েছে iGeneration এ। iGeneration হলো নতুন প্রতিষ্ঠিত একটি এডুকেশন ওয়েবসাইট, যেখানে আপনি একাডেমিক বা টেকনোলজি রিলেটেড যেকোনো কোর্স ফ্রিতে করতে পারবেন। iGeneration হতে যাচ্ছে বাংলাদেশের সবথেকে বড় অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান। সবার জন্য শুভ কামনা।

Level 0

আমি ফিন্টেক্স সফট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস