ই-কমার্স ওয়েবসাইট -এর খুঁটিনাটি তথ্য

চারদিকে ই-কমার্স ওয়েবসাইট (eCommerce Website) -এর ছড়াছড়ি কোথায় কি ভাবে ই-কমার্স ব্যবসা শুরু করবেন তাই ভেবে পাচ্ছেন না,আবার একেক জনের কাছে একেক রকম তথ্য পাচ্ছেন এই টিউনটি পড়ে আপনি নিজেই সিদ্ধান্ত নিন আপনি কি করবেন। লেখার ভুল ত্রুটি হলে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি

ই-কমার্স  কি?

ই-কমার্স ওয়েবসাইট (eCommerce Website) -এ ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়/ বিক্রয় হয়ে থাকে। আধুনিক ইলেকট্রনিক কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বাণিজ্য কাজ পরিচালনা করে। এছাড়াও মোবাইল কমার্স, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ও অন্যান্য আরো কিছু মাধ্যম ব্যবহৃত হয়।

eCommerce website

কীভাবে নিজের ই-কমার্স ব্যবসা শুরু করবেন?

ই-কমার্স ব্যবসা শুরু করার জন্য সর্বপ্রথম আপনার একটি ই-কমার্স ওয়েবসাইট থাকা প্রয়োজনীয়। আর আপনার ওয়েবসাইটের ডিজাইনই আপনার ভার্চুয়াল স্টোর কতটা সফল কিংবা বিফলে যাবে সেটা নির্ধারণ করে। ডিজাইন বলতে আপনার সাইট দেখতে অত্যন্ত আকর্ষণীয় হতে হবে এমনটা বুঝায়নি; আপনার সাইট ইউজার বন্ধুত্বপূর্ণ হতে হবে যাতে সহজেই কেউ তার পছন্দের পণ্যটি খুঁজে পেতে পারে, আপনার সাইটটি বিশ্বাসযোগ্য হতে হবে, সাইটটি দিনে ২৪ ঘণ্টা এবং সপ্তাহে ৭ দিন অ্যাক্সেসেবল হতে হবে এবং দ্রুত পেজ লোড হতে হবে।

ই-কমার্স ওয়েবসাইট -এর সুবিধা সমূহ

১. ঘরে বসে অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় পন্য অর্ডার করা যায়।

২. অনলাইনের মাধ্যমেই মূল্য পরিশোধের সুযোগ পাওয়া যায়।

৩. মূল্য পরিশোধের জন্য ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ডসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং ব্যবহার করা যায়।

৪. পন্যের দ্রুত ডেলিভারি পাওয়া যায়।

৫. পন্য হাতে পেয়েও মূল্য পরিশোধেরও সুযোগ রয়েছে।

৬. পন্য ক্রয়ের ক্ষেত্রে পরিশ্রম কম হয় এবং প্রচুর সময় বাঁচানো যায়।

ব্যবসায়িক ক্ষেত্রে ই-কমার্স ওয়েবসাইট

১. অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা যায়।

২. অনলাইনের মাধ্যমেই মার্কেটিং করার ব্যবস্থা রয়েছে।

৩. সহজেই গ্রাহকদের কাছে পন্য সেবা পৌঁছানো যায়।

৪. বড় ধরনের কোন অফিসের প্রয়োজন হয় না।

৫. অনেক কর্মকর্তা রাখার প্রয়োজন হয় না।

৬. ব্যবস্যা পরিচালনা করা সহজ এবং লভ্যাংশের পরিমান বেশি।

(Collected from sunshine.com.bd)

Level 0

আমি সানশাইন আইটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Sunshine IT is a professional web design, web development, software development company in Dhaka, Bangladesh. We’re providing web development, software development, Digital Marketing, domain registration, hosting services in our country and abroad. We deliver creative and high-quality designs at a comparatively low cost. We are very serious about deadline as...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস