
আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন,প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ব্যাস্ততার কারনে অনেক দিন হলো আপনাদের মাঝে নিয়মিত উপস্থিত থাকতে পারিনি বলে। Offline এবং Online এ অনেক ছোট ভাই বড় ভাই এবং বন্ধুরা আমাকে request করেছিলেন Codeigniter শিখানোর জন্য তাদের জন্যই মূলত আমার আজকের টিউনটি।
কোন রকম ফ্রি ছাড়া সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাদের Codeigniter Course টি করাব। আপনারা যদি সাথে থাকেন আমি আপনাদের codeigniter দিয়ে fully একটি live project করা শেখাব।এবং codeigniter এর A to Z শেখানোর চেষ্টা করব।
এটি একটি advanced level এর course তাই অবশ্যই আপনার যা জানা থাকতে হবেঃ
1. PHP
2. HTML
3. Css
কোর্স বিবরণ(Course Details):course টি করতে চাইলে অবশ্যই আপনার board brands or neet connection থাকতে হবে। কারন এটি একটি online ভিত্তিক course. আমি আপনাদের Skype and Teamviewer দিয়ে course টি করাব।সপ্তাহে ৩টি Class নেব এবং Course টি করার জন্য আবশ্যই আপনাকে অধিক আগ্রহী হতে হবে ও নিয়মিত উপস্থিত থাকতে হবে।
ফেসবুকে আমিঃ
https://www.facebook.com/mamunhossain.mamun.98
email: [email protected]
আমি মামুন হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় মামুন হোসাইন,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।