ডোমেইন কি, তার খুঁটিনাটি বিষয় ও বিস্তারিত আলোচনা – পর্ব ২

আপনি কি আপনার পছন্দের সাইট করাতে চান? সাইট করার আগে ডোমেইন, হোস্টিং, ওয়েবসাইট কি এ ব্যাপারে জানতে আগ্রহী? বর্তমান ইন্টারনেটের যুগ, আপনার এই বিষয় গুলো জানা উচিত, যদি আগ্রহী হন, তবে এই ইনফরমেশন আপনার জন্য। আগের পর্বে ই -কমার্স নিয়ে বিস্তারিত লিখেছিলাম এবং যথেষ্ট রেস্পন্স পেয়েছি এখানে ক্লিক করে ই-কমার্স বিজনেস বিষয়ে জানার আগ্রহ থাকলে পড়ে নিতে পারেন।  তাহলে শুরু করি চলুন

ডোমেইন কি?
আপনার একটা নাম আছে, যে নামে সবাই আপনাকে চিনতে পারে, আপনাকে ডাক দিলে সাড়া দেন। যেমন কেউ আপনাকে রহিম বলে ডাক দিলে আপনি সাড়া দিলেন মানে আপনার নামটা যে রহিম তাই আপনি সাড়া দিয়েছেন।

ঠিক তেমনি ওয়েবসাইট এর ও একটা নাম থাকে, যে নামে সারা দুনিয়ার মানুষ আপনার সাইট কে চিনবে। মজার ব্যাপার হলো, আপনার নিজের নামের সাথে অনেকের নাম হুবহু মিল পাবেন কিন্তু ইন্টারনেট এর জগতে ডোমেইন নাম একটাই পাবেন, ওটা আর কেউ নিতে পারবে না, যদি না আপনি বিক্রি করেন। মানে একবার কেউ ওই নামটা কিনে নেন তাহলে আর কেউ ওই নামটা কিনতে গেলে তা বিক্রি দেখায়।

ধরুন, আপনার একটি প্রতিষ্ঠান আছে যার নাম WebdesignerBD তাহলে ডোমেইন নাম হবে webdesignerbd.com আরো অনেক কিছু আবার webdesignerbd.net ও হতে পারে। তবে ম্যাক্সিমাম মানুষ এই .com লাগাতে বেশি পছন্দ করে।

অর্থাৎ আপনি যে নাম পছন্দ করবেন সেটা ডিরেক্ট বা নামের আগে/পরে কিছু লাগিয়ে ডট (.) ইউজ করতে হবে তারপর com, net, info, tv এই গুলার যে কোন একটি ইউজ করতে পারবেন। এ রকম শত শত আছে।

কারা সরবরাহ / নিয়ন্ত্রন করে Domain

যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে ইন্টারনেটের মেরুদণ্ড হিসেবে খ্যাত ডোমেইন নাম পদ্ধতিটির দায়িত্ব পুরোপুরি বুঝে নিচ্ছে ডোমেইন নাম সরবরাহকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন /ICAAN) বা আইক্যান। আগামী ১ অক্টোবর, ২০১৬ থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক অলাভজনক সংস্থাটি দায়িত্ব বুঝে নেবে। বৈশ্বিক মতামত নিয়ে ইন্টারনেট-সম্পর্কিত নিয়ম ও নীতিমালা প্রণয়নে কাজ করে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের সরকারের কাছ থেকে পুরো দায়িত্ব বুঝে নেওয়ায় এই সংস্থাটি এখন স্বাধীনভাবে কাজ করতে পারবে। এর আগে ডোমেইন নামের অনুমোদনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সরকার চাইলে হস্তক্ষেপ করার সুযোগ ছিল। তাদের হাতে ডোমেইন নাম পদ্ধতির নিয়ন্ত্রণ ছিল। অবশ্য ডোমেইন নাম নিয়ে যুক্তরাষ্ট্র খুব কম হস্তক্ষেপ করেছে।

কোন নামের সাথে
(.com) টা সাধারনত মানুষ commercial purpose এ ইউজ করে
(.net) টা নেটওয়ার্ক এর কোন বিজনেস থাকলে তার জন্য ইউজ করে
(.info) টা ইনফরমেশন টাইপ এর ওয়েবসাইট বানাতে চাইলে ইউজ করে

কিন্তু আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোন টা নিয়ে আপনার সাইট এর নাম দিতে পারেন যেমন webdesignerbd.com/webdesignerbd.info/webdesignerbd.host ইত্যাদি।

যারা টিভি চ্যানেলের মালিক তারা তাদের সাইট এর নাম দেন এই রকম
ntv.tv/ channeli.tv/ masranga.tv/ btv.tv/ boishakhi.tv এই নাম দেখে যে কেউ বুঝতে পারবে যে এটা টিভি চ্যানেলের ওয়েব সাইট।

ধরুন, এখন আপনার পেশা শিক্ষকতা যদি কোন কলেজের শিক্ষক হোন, যদি ডেজিগনেশন প্রফেসর হয় তাহলে abdurahman.professor / rahman.professor এই নাম ও দিতে পারবেন।

তবে গুগল কোন নামের সাথে (.com) কে বেশি পছন্দ করে কারণ এই (.com) ই প্রথম দিকে বানানো হয়েছিল আর ৭৫% লোকজন ই তার সাইট এর নামের সাথে এই (.com) ইউজ করেছেন।

এখন জানার বিষয় যে, আপনি যে নাম দিতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটের, সেই নাম খালি আছে কিনা তা কিভাবে জানবেন, আসুন জেনে নেই

আপনি প্রথমে এই সাইটে যান
Whois তারপর একটা সার্চ বক্স দেখতে পাবেন ওখানে আপনার পছন্দ অনুযায়ী নাম দিয়ে ডান পাশে ক্লিক করুন পেয়ে যাবেন আপনার কাংখিত নামটি দাম সহ।

কোথা থেকে কিনবেন

আমাদের দেশে কিছু কোম্পানি আছে যারা এই সার্ভিস দিয়ে থাকে তাদের থেকে কিনতে পারবেন। যেমন eicra.com, hostmight.com ইত্যাদি।

আর যদি আপনার পেপল, ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড থাকে সেটা দিয়ে সরাসরি আমেরিকার কম্পানির ওয়েবসাইট থেকে কিনতে পারবেন, সব কিছুই অটো সিস্টেম করা থাকে। যেমন ipage.com, hostgator.com, bluehost.com, namecheap.com, godaddy.com ইত্যাদি।

বি:দ্র: ডোমেইন নেম যখন কেনা হয় তখন মিনিমাম ১ বছরের মেয়াদ থাকে আর নামের সাথে (.com/.net/.info) এই গুলা নিতে চাইলে বছরে ৯ থেকে ১২ ডলার পর্যন্ত হয়ে থাকে। তবে বিশেষ কিছু নাম আছে দাম বেশি যেমন. (.me/.tv/.professor/.actor etc) 20 থেকে ২৫ ডলারের মধ্যে হয়ে থাকে। আপনি চাইলে একবার ই ৫ বছরের টাকা এক সাথে দিয়ে ও কিনতে পারবেন ডোমেইন নেম।

সাবধান (ডোমেইন নেম কেনা প্রসঙ্গে)

ডোমেইন নেম একটা বিজনেস বা ওয়েব সাইটের জন্য খুবি গুরুত্বপূর্ণ। তাই যখন কারো কাছ থেকে বা কোম্পানি থেকে কিনবেন অবশ্যয় ডোমেইনের কন্ট্রোল নিয়ে নিবেন মানে ইউজার আইডি ও পাসওয়ার্ড তাহলে আপনি নিজেই তা পরবর্তীতে রিনিউ করতে পারবেন অন্যের সাহায্য ছাড়া যদি আপনার কাছে মাস্টার কার্ড থাকে আর যদি না থাকে অন্যের সাহায্য নিয়ে রিনিউ করে নিবেন। যখন কিনবেন কারো মাধ্যমে তাকে জিজ্ঞেস করবেন যে ডোমেইন কন্ট্রোল প্যানেল দিবে কিনা যদি না দিতে চায় তাহলে ভুল করে ও তার থেকে নিবেন না। কারণ আপনার সাইট পপুলার হয়ে গেলো তখন ইচ্ছা করলে সে আপনার থেকে বেশি টাকা চাইতে পারে রিনিউ এর জন্য।

ডোমেইন নেম কেনার সময় নিজের ইমেইল দিবেন

যদি অন্য কারো থেকে ডোমেইন নেম কেনেন সেটা দেশি কোম্পানি হোক বা বিদেশি কোম্পানি তাহলে নিজের মেইল ইউজ করবেন তাহলে যত ধরণের ইনফো সব আপনার ওই মেইলে দিবে কোম্পানি। মানে আপনার যদি মাস্টার কার্ড বা পেপল না থাকে তাহলে নিশ্চয় অন্য কারো সাহায্যে কিনবেন সেক্ষেত্রে তাকে আপনার ইমেইল ও অ্যাড্রেস দিয়ে বলবেন এই সব ইনফো দিয়ে যেন কিনে দেয় এবং কন্ট্রোল প্যানেলের ইউজার আইডি ও পাসওয়ার্ড যেন দেয়।

ধরুন, আপনাকে কেউ Namecheap থেকে কিনে দিলো তাহলে Namecheap এর ওয়েব সাইটে গেলে উপরে বাম কোনায় লগিন দেখতে পাবেন ওটাই আপনার কন্ট্রোল প্যানেল ডোমেইনের ক্ষেত্রে।

আমার উদ্দেশ্য সোজাসাপ্টা, ইন্টারনেট সম্পর্কে জানুন, নিজেকে আপডেট রাখুন আর আপনার ছেলেমেয়ে কে ও এই বিষয় গুলো জানতে সাহায্য করুন।  আর যদি আমাকে কখনো কোন কাজে প্রয়োজন মনে করেন তাহলে এখানে ক্লিক করলেই পাবেন ফেসবুক

আশা করি ডোমেইন কি ও কেন ইউজ করা হয় সেটা আজকের পর থেকে অজানা থাকবে না যদি ও থাকে টিউমেন্টে জানাবেন।

পরবর্তী টিউনের জন্য অপেক্ষা করুন।  আমাদের পরবর্তী টিউন হবে হোস্টিং এবং ওয়েবসাইট সংক্রান্ত

 

 

Level 0

আমি শেখ আব্দুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a student of BBA department at Northern University Bangladesh.I like my subject but i also have more interest about pc and i want to know about this.I want to share my experience,knowledge in this site bcz this site is very popular,demandable,easier and neat and clean and i am...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস