ডোমেইন নেইম পছন্দকরনে সহায়ক কয়েকটি টুল

এর আগে ওয়েবসাইট তৈরীতে সহায়ক মজিলার এ্যাডঅন থেকে শুরু করে আরো কয়েকটি ভিন্নধর্মী টুল নিয়ে রাউন্ডআপ লিখেছিলাম। এইবার টিউনার বন্ধুদের সামনে তুলে ধরব ডোমেইন নেম পছন্দ করনে সহায়ক হতে পারে এমন কয়েকটি টুল। আসুন টিউনার বন্ধুরা তাহলে দেখা নেয়া যাক কয়েকটি টুল -

ডোমেইনার

10-01_domainer.png

আজকাল জনপ্রিয় .com, .net, এবং org এর অন্তর্ভূক্ত কোন ডোমেইন নেম খুজে পাওয়াটা আসলেই দুস্কর। ডোমেইনরা এমনি একটি ইনোভেটিভ টুল যার সাহায্যে আপনি অন্যান্ন এলটিডি এক্সপ্লোর করে আপনার ওয়েসাইটের যুৎসই নাম খুজে বের করতে পারবেন। সার্চে আরো অন্তুর্ভূক্ত করা হবে বিভিন্ন পপুলার টপ লেভেল ডোমেইনগুলো (যেগুলো মূলত এ্যাভেইলেবল)।

ডট - ও - ম্যাটর

10-02_dot-to-mator1.png

একটি ওয়েব বেজড্ টুল, সার্চ ইজ্ঞিনে আপনার প্রবেশ করানো ওয়ার্ডের প্রিফিক্স এবং সাফিক্সের উপর বেজ করে আপনাকে বিভিন্ন ওয়েবসাইটের নাম সাজেষ্ট করবে। এদের ওয়েব ২ ডোমেইন নেম জেনেরেটর নামে আরো একটি সার্ভিস আছে যার সাহায্যে আপনি Yakidoo এবং Zoompulse এর মত ওয়েবসাইটের নামও খুজে পেতে পারেন।

বাষ্ট এ নেইম

10-03_bustaname.png

একটি রোবাস্ট এবং ফিচার প্যাকড্ ডোমেইন নেইম সার্চিং টুল। এতে আপনি আপনার সার্চ করা ডোমেইন নেইমের রেজাল্টগুলো সেভ, ম্যানেজ এবং অর্গানাইজ করতে পারেবন। এর লিষ্ট অফ ওয়ার্ডস ফিচারটি আপনাকে আপনার সাইটের জন্যে মানানসই নাম খুজতে সহয়তা করবে। এর সাহায্যে আপনি আপনার রেজাল্টগুলো ফোল্ডার আকারেও অর্গানাইজ করতে পারবেন। এছাড়া রেজাল্টগুলো আপনাকে বিভিন্ন ক্যাটেগরিতে আলাদা আলাদা সর্ট করে দেখানো হবে। যাতে করে আপনার কাজ আরো সহজ হয়ে যায়। তাছাড়া এই সাইটের ক্রিয়েটররা এই টুলকে কিভাবে কাজে লাগাবেন তা বোঝানোর জন্যে একটি ভিডিও টিউটোরিয়ালেরও ব্যবস্থা করে রেখেছেন।

ডোমেইন টুলস

10-04_domaintools.png

এটি মূলত কয়েকটি ডোমেইন নেইম সার্চ ইজ্ঞিনের একটি সেট। এর মাধ্যমে ডোমেইন নেইম সার্চ করা ছাড়াও সেই নেইম সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় তথ্য আপনার সামনে তুলে ধরবে। তাদের "Whois" সার্চ আপনার কাছে তুলে ধরবে কোন পার্টি ডোমেইন নেইমটি অফার করছে অর্থাৎ কার সাথে ডিলটি করতে হবে এবং Domain Search আপনাকে তাদের ডোমেইন নেইমের এলটিডি প্রদর্শন করবে। এছাড়াও আছে  FOR SALE এবং FOR AUCTION নামক জট্টিল ফিচার।

ডমাইজ

10-05_domize.png

খুবই ফাষ্ট এবং এ্যাজাক্স বেজড্ সার্চ ইজ্ঞিন যা এ্যাভেইবল ডোমেইন নেইমগুলোকে রান্ডমলি সার্চ করবে। এর একটি উইগেট ফিচার আছে যার সাহায্যে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে একটি ডোমেইন নেইম সার্চ ইজ্ঞিন সংযুক্ত করতে পারবেন। এ্যাডভান্স ইউজারদের জন্যে আছে আইফোন এ্যাপ্লিকেশান।

SQUURL

10-06_squurl.png

আরেকটি ফাষ্ট এবং এ্যাজাক্স বেজড্ সার্চ ইজ্ঞিন। এটির ফিচার অনেকটাই ডমাইজ এর মত এবং সমৃদ্ধ এবং সাবলীল।

ডোমেইনস বট

10-07_domainsbot.png

আরেকটু কাষ্টমাইজড্ এবং রিফাইন্ড সার্চ করার জন্যে এই সার্চ ইজ্ঞিনে কিছু আলাদা ফিচার সংযুক্ত। যেমন আপনি চাইলে ম্যাক্সিমাম ক্যারেকটার সমৃদ্ধ ডোমেইন নেইম সার্চ করতে পারবেন। এর মূল উদ্দেশ্য হল আশেপাশের আগাছা সংক্রান্ত আরো কিছু এক্সট্রা নেইমকে এলিমিনেট করা।

ডিএন স্কুপ

10-08_dnscoop.png

এটি ডোমইন নেইম সার্চিং এর পাশাপাশি সাইটের আরো কিছু ক্যারেকটারিস্টিক যেমন  - ট্র্যাফিক, লিংক পয়েন্ট টু ডোমেইন এবং আরো কিছু ফ্যাক্টরের উপরেও কিছু এস্টিমেশান করে থাকে।

স্টাক ডোমেইনস

10-09_stuckdomains.png

এটি মূলত সব এক্সপায়ার ডোমেইন নেম এর একটি ডাটা বেজ। যে সমস্ত সাইটের মালিকরা তা আর রিনিউ করেনি। সেখান থেকেও আপনি হয়ত তেমন কোন যুৎসই ডোমেইন পেয়ে ও যেতে পারেন।

নেইমবয়

10-10_nameboy.png

এটি খুবই পপুলার একটি ডোমেইন নেইম জেনেরেটর। এটির সার্চ ইজ্ঞিনটি আমার মতে আরো এ্যাডভ্যান্স কারণ সার্চের সময় ইনিশিয়ালি এই টুল আপনাকে একটি প্রাইমারি নেইম এবং সেকেন্ডারি নেইম এন্টার করতে বলবে এর উপর ডিপেন্ড করে আপনার সাইটের টপিকের ব্যাপারে আন্দাজ নিয়ে আপনাকে ডোমেইন নেইম সাজেষ্ট করবে।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 33 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হুম!!! ধন্যবাদ.

Level 0

সালাম টিনটিন ভাই.

ওয়ালাইকুম

মাঝে মাঝে হৃদয়ে প্রানের স্পর্শ দিও
এ সব জটিল টিউন করে।

Level 0

Visit bangladeshi web portal http://manyaddress.blogspot.com

muna  
Level 0

ভাই আমি আমার pc তে yahoo মেইল চেক করতে পারতাছি না আর টেকটিউনসে বাংলা লিখতে পারতাছি না গতকাল রাত থেকে ..
মাসখানিক পরপর সেটআপ দিলে কি ক্ষতি হয়? উত্তরের অপেক্ষায় ….
(এই বাংলা avro দিয়ে লিখছি )

টিনটিন ভাই পুরান খবর

জটিল টিউন করার জন্য ধন্যবাদ

আমাদের নতুন খবর দেয়ার আর মুরদ কই বলেন?? পিচ্চি পিচ্চি করে সব নতুন খবর তো আপনি দিয়ে ফেলেছেন ভাই …………..

হা! হা! হা! আখো মে তেরি আজাবসি আজাবছি

Level New

হুম্ …………………………. আমার মনের কথা বল্লেন।

জ্ঞানের বস্তাদের জন্য পুরান খবরই আমার মত মুর্খের জন্য নতুন খবর… অনেক ধন্যবাদ মিস্টার টিনটিন।
পুনশ্চঃ কাউকে উদ্দেশ্য করে নয় এমনিতেই বললাম… তবে কারো কাজে আসতে পারে… মানুষকে উৎসাহ না দিতে পারলে চুপ থাকা উচিত। কেননা আমি যা জানি তা আর দুইজন জানতে পারে কিন্তু দশে দশজন কখনই জানবে না। তাই যারা জানেনা তাদের জানার সুযোগ দেয়া বাঞ্চনীয়।

আর..যে এগিয়ে যাবার সে এগিয়ে যাবেই। এভাবে কাউকে পিছন থেকে টেনে ধরে থামানো যায় না। অধিকাংশ সময়ই ফলাফল উল্টো হয়….