প্রোগ্রামিং শিখতে চাইলে কিভাবে কাজ করতে হবে?

আজ আপনাদের সামনে যে টিউন টি নিয়ে হাজির হলাম সেটা হল প্রোগ্রামার হতে হলে আপনার কোন গুন গুলা থাকতে হবে।

১. থিংক ট্যাংক হতে হবে: প্রফেশনাল জীবনে প্রতিদিন আপনাকে নতুন নতুন প্রবলেম সলভ করতে হবে। কাজেই পরনির্ভরশীলতা শূন্যতে আনতে হবে, মস্তিস্কের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। novice টাইপের প্রশ্ন করা যাবেনা যেমন "wrox পাবলিকেশনের অমুক বইটা নীলক্ষেতে কোথায় পাওয়া যাবে?" নীলক্ষেত ধানক্ষেতে কি? কোডক্ষেতে পড়ে থাকতে হবে। তাহলেই কাজ শিখবেন। চিন্তা করুন এই গুগল এবং stackoverflow থেকে সার্চ করে মানুষ কোটি কোটি ডলারের প্রজেক্ট করতেছে আর আমি কেন সার্চ দিয়ে একটা সামান্য বই বের করতে পারতেছিনা। হালুয়া খেতেই যদি দাত ভাঙ্গে, রুটি খাবেন কিভাবে??

 

২. প্রজেক্ট করে করে শিখতে হয় টিউটোরিয়াল কিংবা বই পড়ে নয়: যেকোন একটা প্রজেক্ট শুরু করুন এরপর সেটা করতে গিয়ে যেসব সমস্যায় পড়বেন সেটা সার্চ দিয়ে বের করতে হবে, এখন সমস্যাটির জন্য বই দেখতে পারেন। নতুন শিখতে গিয়ে এমন কোন সমস্যায় পড়বেন না যেটা পৃথিবীতে এখনও কেউ পড়েনি। কাজেই সার্চ করে সেটা বের করতে হবে। সার্চ করে সমস্যা সমাধান করা এতটুকু যোগ্যতা যতক্ষন না আসবে ততক্ষন প্রোগ্রামিং শেখার মহাসড়কেই উঠতে পারবেন না।

 

৩. কিভাবে ফোরামে প্রশ্ন করবেন: নিয়ম হচ্ছে যেকোন সমস্যায় পড়লে সেটা সলভ করার জন্য সম্ভ্যাব্য সকল চেষ্টা করতে হবে। কয়েক ঘন্টা সার্চ করলে, R & D করলে অবশ্যই সমাধান হবে। এরপরেও যদি না হয় তখন গিয়ে ফোরাম, stackoverflow ইত্যাদিতে গিয়ে প্রশ্ন করতে হয়। আমাদের সমস্যা হল কোন R & D না করে সরাসরি গিয়ে stackoverflow তে প্রশ্ন করি এবং এক্সপার্টরা দেখেই বোঝে সে কোন চেষ্টাই করেনি। ব্যাস তখনি মাইনাস দিয়ে দেয় ফলে হতাশ হয়ে আর প্রশ্ন করেনা। R & D করে এরপর সমাধান না হলে stackoverflow তে গিয়ে প্রশ্ন করে দেখুন, আপনার প্রশ্নে এক্সপার্টরাই আপভোটের হিরিক লাগাবে।

 

৪. প্রজেক্ট আইডিয়া: ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম করতে পারেন। ইউজার লগিন রেজিস্ট্রেশন করবে। নিজের ছবি আপলোড করবে। ব্যাকইন্ডে সব ইউজার এডমিন ম্যানেজ করতে পারবে। একজন ইউজার আরেকজনকে ফ্রেন্ড হিসেবে add করতে পারবে ইত্যাদি ফাংশনালিটি সহ একটা প্রজেক্ট করতে পারেন।

মোটা মুটি এই গুন গুলা আপনাকে অর্জন করতে হবে।

ভাল লাগলে ঘুরে আসুন বাংলাদেশের ভিন্ন ধর্মী অনলাইন মার্কেট প্লেস

Level 0

আমি শান্ত খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বাংলাদেশ এ এখনো ভালো প্রোগ্রামার তৈরি হওয়ার মতো পরিবেশ হয়নি। যদি হতো তাহলে আপনার লেখায় অনেক কমেন্ট থাকতো। হাতে গোনা যারা ভালো প্রোগ্রামার আছে তারা সুধু তাদের পরিস্রম এবং উঁচু মানের মানুসিকতার কারনে হতে পেরেছে।

ঠিক বলেছেন ভাই

ভাই দারুণ উৎসাহ পাইছি, চালিয়ে যান, ভাই আমাকে একটা ভাল ইকমারস সাইটের থিমের সন্ধান দেন, আজকের ডিল বা বিক্রয় ডট কম…