হতে চাই ওয়েব ডিজাইনার/ডেভেলপার। কিন্তু কিভাবে?

আব্দুল মান্নান

Web Developer

Spa Green Creative Studio

 

অনলাইনে নাকি টাকা উরে! হাঁ আপনি ঠিকিই শুনেছেন। শুধু ধরতে জানতে হবে। তবে এর জন্য কাজ জানতে হবে। নির্দিষ্ট কোন কাজ না শিখে কখনোই আপনি ওই উরন্ত টাকা গুলো ধরতে পারবেন না। ধরুন, আপনার একটা কম্পিউটার আছে আর সাথে আছে একটি বিশ্বস্ত ইন্টারনেট সংযোগ। এখন আপনার উচিত হবে কাজ শেখার জন্য এখানে সময় দেয়া। একটা কথা সব সময়ই মনে রাখবেন ইচ্চা শক্তি টাই সবচেয়ে বড় মূলধন ফ্রিলান্সিং জগতে।
আপনি ভাবছেন সব তো বুঝলাম। কিন্তু কি কাজ শিখবো? হ্যাঁ এই প্রশ্ন টা আপনি Google কে করুন। উনি আপনাকে বলে দিবে অনলাইনে কি কি কাজ করে ফ্রিলান্সিং করা যায়। হয়তো আপনি একটু অ্যাডভান্সড তাই ইতোমধ্যে জেনে গেছেন অনলাইনে কি কি কাজ করা যায়। আর এও জেনেছে যে Web Design/ Development তাদের মধ্যে অন্যতম। বর্তমানে আন্তর্জাতিক বাজারে এই কাজের চাহিদা অনেক। তাই আপনি যদি মনে করেন আপনিও ফ্রিলান্সিং করতে চান এটা দিয়েই। তাহলে আর দেরি না করে এগিয়ে যান। বোঝার চেষ্টা করুন কিভাবে কি করবেন। আচ্ছা এখন আমিই একটু বুঝিয়ে বলি। পরে না হয় আপনার চিন্তা-ধারায় সাথে মিলেয়ে দেখবেন।
কিভাবে শুরু করবেন? যদি আপনার কাজ শেখার জন্য টাকা ব্যয় করার ক্ষমতা থাকে আর যদি মনে করেন অল্প কয়দিনের মধ্যেই কাজ শিখে টাকা আয়ের দিকে মন দিবেন। তবে আপনি ভাল কোন আইটি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কাজ শিখতে পারেন। ওখানে কয়েকমাস মাস কোর্স করলেই আপনি ওয়েব ডেভেলপমেন্ট এর পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন। এবং কাজ করার মত যোগ্যতা অর্জন করতে পারবেন। কিন্তু আমি বোধ করি আমরা যারা আজ ফ্রিলান্সিং পেশায় আসতে চাই অধিকাংশই ছাত্র। তাই টাকা খরচ করে কোর্স করাটা একটু কঠিনই হয়ে যায়। তাই নামি দামি আইটি প্রতিষ্ঠান থেকে কাজ শেখা হয়ে ওঠে না। তাছাড়া অনেকে আছে যাদের টাকা দিয়ে কাজ শেখার সামর্থ্য আছে কিন্তু আশে-পাশে ১০০ মাইলের মধ্যে কোন আইটি প্রতিষ্ঠান নাই। ভাবছেন তাহলে কি করবেন? আমি আগেই বলেছি যে ইচ্ছা শক্তি টাই সব চেয়ে বড় মূলধন এই ফ্রিলান্সিং জগতে।
অনলাইনই হচ্ছে আপনার পথপ্রদর্শক। ধৈর্য ধরে অনলাইনের মাধ্যমে কাজ শিখা অনেক সহজ। অনলাইনে অনেক বাংলাএবং ইংরেজি তে Web Development সম্পর্কিত সাইট আছে যেখান থেকে আপনি পুরনাঙ্গ সহযোগিতা পাবেন। (আরও অনেক সাইট আছে যা দিয়ে শেষ করা যাবে না।)
এর জন্য আপনাকে ইংরেজি লিখতে পড়তে ও বুঝতে পারার ক্ষমতা থাকতে হবে। Web Development এর কাজ শিখতে আপনাকে নিচের পথগুলো অনুসরণ করতে হবে।
১। প্রথমে HTML, CSS জানতে হবে। (CSS ভাল না জানলে ভাল ডিজাইনার হতে পারবেন না।)
২। Photoshop দিয়ে লেআউট (PSD) ডিজাইনিং শিখবেন। কিভাবে PSD to HTML করতে হয় জানবেন।
Static ওয়েব ডিজাইনিং ভাল ভাবে শিখবেন।
এরপর Javacript, PHP, MySQL অবসশই। তারপর WordPress, Joomla, Durpal, Opencart, Prestashop etc জানবেন।
CMS জানবেন।
Web Development শিখতে প্রথমে আপনাকে জানতে হবে কিভাবে ডিজাইন করতে হয়। ওয়েব ডিজাইনিং শিখতে আপনাকে অন্তত ৫/৬ মাস সময় দিতে হবে। যেখানে আপনি প্রতিদিন গড়ে ৩ ঘন্টা করে অনুশীলন করবেন। এরপর যদি ডিজাইনিং এ ভাল করেন পরে অবসশই ডেভেলপিং এ নজর দিবেন।
বাংলাদেশের বেশিরভাগ ফ্রিলান্সার অল্প কিছু জেনেই কাজে নেমে যাচ্ছে টাকার ধান্দায়। টেম্পলেট করে ২ পয়সা কামাচ্ছে। কিন্তু একটা কথা অবসশই মনে রাখতে হবে যে “অল্প বিদ্যা খুব ভয়ংকর”। তাই পরিপূর্ণ দক্ষ না হয়ে কাজে নামবেন না। মনে রাখবেন এইটা ফ্রিলান্সিং করতে হয় আন্তর্জাতিক বাজারে। এখানে বিভিন্ন দেশের সব পাকা পাকা পাবলিক কাজ করে। এদের সাথে টক্কর দিয়ে কাজ করাটা কতটা কঠিন হবে টা একবার চিন্তা করেন। তাই নিজের সৃজনশীলতার মাধ্যমে দক্ষ হয়ে ওঠাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। ভাবছেন তাহলে কি আমি পারবো ওইসব প্রতিযোগিতামুলক প্লেসে নিজেকে তুলে ধরতে? কেন না! অবসশই পারবেন। আর এর জন্য কঠোর অনুশিলনের কোন বিকল্প নাই। একেকটা দিনকে কাজে লাগান নিজের গতিশীল ইচ্ছা-শক্তি দিয়ে। তবেই আপনি এক সময় দাড়াতে পারবেন ওইসব পাকা পাকা পাবলিক দের কাতারে।

(Edited/collected)

Level 0

আমি mannanbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উৎসাহ এবং পথ বাতলে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই……. ভালো থাকবেন!! :ডি