
WHM সম্পর্কে বিস্তর ধারনা, প্রথম পর্ব
WHM এর সব কাজ শিখুন পর্বে পর্বে, ২য় পর্ব
[অনেকেই বলতে পারেন এইসব তো জানা কথা, ভাই আপনাকে বলছি সবাই সব কিছু জানে না। আর হ্যা জানলে আপনি আগে সবার জন্য শেয়ার করেন নি কেন?]
কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। WHM সম্পর্কে পূর্বে প্রকাশিত দু'টি পর্বের পর আজকে আমি ৩য় পর্ব প্রকাশ করতে যাচ্ছি। আজকের এক পর্বে আমি আলোচনা করবঃ
* কিভাবে ডোমেইন থেকে WHM Access করবেন ?
WHM অপারেটরের দুইটি ভিন্ন ভিন্ন পোর্ট আছেঃ
আপনি দুটি ভিন্ন পদ্ধতিতেই আপনার WHM এ প্রবেশ করতে পারেন।একটি SSL encrypted connection, অপরটি SSL না। সিকিউরিটির কারণে আমরা আপনাকে সর্বদা ssl পোর্ট থেকেই লগিন করতে বলব। আপনি নিম্নলিখিত এড্রেস এর মত করে আপনার ডোমেইন থেকে আপনার WHM এ লগিন করতে পারবেন।
আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন টিঊনে। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রযুক্তির সাথেই থাকবেন।
আমিঃ
সাইদুর রহমান
যেকোন প্রয়োজনে-
মোবাইল- ০১৬৮৭ ৬৫২৫৫২ (প্রয়োজনে আমাকে ২৪ ঘন্টা পাবে, কিন্তু বিনা প্রয়োজনে বিরক্ত না করাটাই ভালো)
আমি সাইদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই কিছু মনে করবেন না, আপনার টিউনটি যে পড়বে সে কতটুকু জানে আর একটা টিউন থেকে কতটুকু পাবার আশা রাখে এটুকু জেনে টিউন করা উচিত ছিল। আপনি যে ছোট সাইজের টিউন করেছেন তার থেকে WHM সম্পর্কে জানতে বছর লেগে যাবে। ভালএকটা বিশয় জানানোর চেষ্টা করছেন এজন্য ধন্যবাদ। আশা করি বিস্তারিত এবং একটা স্বয়ংসম্পুর্ন টিউন করতে যা লাগে মিনিমাম ততটুকু তথ্য দিয়ে টিউন করবেন।