
আমারা অনেকেই ওয়েব ডিজাইনের কাজ করি। সেই সাথে আমারা চাই আমরা আমাদের ক্লায়েন্টকে হোস্টিং ও দেব। কিন্তু, কিভাবে রিসেলার একাউন্ট/ভিপিএস WHM এর মাধ্যমে ব্যবহার করব তা নিয়ে অনেক প্রশ্ন থাকার কারণে অনেকে আবার পিছনে তাকাচ্ছেন। যারা নিজের ব্যবসা করতে আগ্রহী বা যারা করছেন কিন্তু WHM সম্পর্কে আরো বিস্তর জানতে পারলে ভালো হত তাদের সবার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস।
একটা কথা বলে রাখি, আমি আসলে ধারাবাহিকতা জানি না। তাই আপনাকে আমার সাথেই থাকতে হবে বিস্তর ধারনার জন্য।
>> কিভাবে সফটাকুলাসের থিম পরিবর্তন করবেন?
১। আপনি এডমিন একাউন্টের মাধ্যমে আপনার WHM এ লগিন করুণ
২। সার্চ অপশনে "softaculous" লিখে সার্চ করুন। এরপর Softaculous - Instant Installs অপশনে ক্লিক করুন

৩। এবার আপনি settings নামে একটা অপশন দেখতে পাবেন, এতে ক্লিক করুন

৪। জেনারেল সেকশনে Choose theme একটা অপশন পাবেন, এবার ড্রপ-ডাউন বক্স থেকে আপনার Theme নির্বাচন করুন।

৫। এবার Edit Settings ক্লিক করে সেইভ করুন এবং বের হয়া আসুন।

এবার আপনি আপনার সফটাকুলাসের থিম পরিবর্তন করতে পারবেন আপনার এবং আপনার ইউজারের জন্য।
আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন টিঊনে। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রযুক্তির সাথেই থাকবেন।
আমিঃ
সাইদুর রহমান
যেকোন প্রয়োজনে-
মোবাইল- ০১৬৮৭ ৬৫২৫৫২ (প্রয়োজনে আমাকে ২৪ ঘন্টা পাবে, কিন্তু বিনা প্রয়োজনে বিরক্ত না করাটাই ভালো)
আমি সাইদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tnx bro