আপনার ওয়েবসাইট বা ব্লগে নিচের ভুলগুলো করছেন না তো!! (আসুন ভুলগুলো জেনে নিই এবং সমাধান খুজে বের করি) – ৩য় এবং শেষ সিকুয়াল (সবগুলো সিকুয়ালের কলাবরেশন)

হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই?

আমি আবার চলে আসলাম ওয়েব গুরুদের স্পেশাল টপিকস নিয়ে, "ওয়েব সাইটের কমন ভুলগুলো যা আমাদের এড়িয়ে চলা উচিত, না হলে আপনার ওয়েব জীবন পিছিয়ে যাবে।"  আমি আগের ২ সিকুয়ালে আলোচনা করেছিলাম তার মধ্যে যে ভুলগুলো করবো না বলে উঠে এসেছিলো,

১) আমাদের পরিকল্পনা করে আগাতে হবে

২) লং পেজের টিউন আমরা কম করবো

৩) নিজেকে বা প্রডাক্টকে বেশি ফোকাস করা যাবে না

৪) হোম পেজকে যথাসম্ভব ক্লিয়ার রাখতে হবে

৫) স্লাইড শো নির্ভর ওয়েব পেজ যথাসম্ভব এড়িয়ে চলতে হবে

৬) সব টিউন ১০০% পাঠকদের জন্য করা যাবে না

৭) আপনার ওয়েব পরিচয় সব সময় আপডেট রাখতে হবে।

৮) ইন্টারনাল পেজের সাথে অন্য পেজের লিঙ্কিং করুন

৯) ইম্পরট্যান্ট এই বিষয় গুলো (এসইও, ভালো কন্টেন্ট বিল্ডার) এড়িয়ে যাবেন না

১০) মোবাইল ট্রাফিককে গুরুত্ব দিন

১১) আপনার ব্লগ ভালো ভাবে অপ্টিমাইজ করুন

১২) খারাপ কোয়ালিটির ফটো ব্যবহার করবেন না

১৩) লং ভিডিও ব্যবহার করা যাবে না।

ওয়েব মার্কেটিং

দারুণ সব বর্ণনা সহ আপনাদের অনেক উপকারে  এসেছে সেটা আপনাদের অভিব্যক্তি দেখেই বুঝেছি। অনেকে আমাকে পার্সোনালী আরও কিছু বিষয় নিয়ে বর্ণনা করতে বলেছিলেন। এই লেখায় আমি চেষ্টা করবো সেগুলো সহ আরও বেশ কিছু  টিপস নিয়ে আলোচনা করার। এড়িয়ে গেলে লস কার? আসুন শুরু করি,

ব্লগ বা ওয়েব সাইটের জন্য কিলার সব টিপস যা এড়িয়ে যাওয়া যাবে নাঃ

গত টিউনের ১৩ টি টিপসের পর থেকে আমরা আজকের টিউনে নতুন আরও কিছু টিপস দেখবো। যারা আগের ২ পর্ব মিস করছিলেন তারা আজকে এই শেষ সিকুয়ালের টিউন পড়ার আগে দেখে নিতে ভুলবেন না-

১৪) এসইও ছাড়া আপনার ওয়েব সাইট শুরু করার কল্পনা করবেন নাঃ

আপনার যদি একটা সুন্দর ওয়েব সাইট থাকে, কিন্তু তাতে যদি কেউ কোন তথ্যের জন্য না আসে তাহলে কোন লাভ আছে?

কেউ জানবেও না যে আপনার একটা এই নামে ওয়েব সাইট আছে। সেহেতু ওয়েব সাইটে এসইও নিয়ে একদম শুরু থেকে ভাবতে হবে। যাতে আপনার সাইট অনলাইনে  ধীরে ধীরে পরিচিতি পেতে পারে, গুগল যেন আপনার সাইট মাঝে মাঝে দেখাতে শুরু করে প্রথম থেকেই। এই বিষয়ে আপনি না বুঝলে আপনি এক্সপার্ট কাউকে হায়ার করতে পারেন। এসইও নিয়ে আপনার ওয়েব সাইটে কোন ভাবেই অবহেলা করলে চলবে না।

এসইও ছাড়া আপনার ওয়েব সাইট শুরু করার কল্পনা করবেন না

১৫) আপনার ওয়েব সাইটের স্পিড বাড়ানঃ

আপনার ওয়েব সাইটে যদি একজন ভিজিটর আসে, কিন্তু আপনার ওয়েব সাইট এতো স্লো যে আপনার সাইট লোড হয় না বা অনেক সময় লাগে লোড হতে। তাহলে আপনি অনেক ভালো পাঠক হারাবেন।

কারণ আপনার ওয়েব সাইট লোড হতে সময় নিলে ভিজিটর আপনার প্রতিযোগী অন্য সাইটে চলে যাবে। যা আপনার জন্য কখনই শুভ নয়। সেহেতু ওয়েব পেজ তৈরির এই বিষয় মাথায় রেখে, আপনার সাইটকে যথাসম্ভব সিম্পল এবং ফাস্ট রাখুন।

আপনার ওয়েব সাইটের স্পিড বাড়ান

১৬) আপনার ওয়েব পেজের কী-ওয়ার্ড অভার অপ্টিমাইজ করবেন নাঃ

আমরা অনেক সময় নতুন সাইট হিসেবে আমাদের সাইটে অতিরিক্ত ভিজিটর এবং পেজ র‍্যাঙ্কের জন্য একটি কী-ওয়ার্ড বেশি অপ্টিমাইজ করি, যা আপনার সাইটের জন্য কখনও ভালো নয়।

গুগল এটাকে স্প্যাম ধরতে পারে। সেহেতু যথাসম্ভব চেষ্টা করুন গুগলের সর্বশেষ আপডেট অনুসারে নিজের সাইট অপ্টিমাইজ করার।

আপনার ওয়েব পেজের কী-ওয়ার্ড অভার অপ্টিমাইজ করবেন না

১৭) লিঙ্ক মার্কেটিং বন্ধ করুনঃ

আমি জানি আপনি লিঙ্ক মার্কেটিং করেন না। তবে অনেকে নতুন সাইটে অনেক বেশি ভিজিটরের আশায় লিঙ্ক মার্কেটিং করে থাকে। তারা অস্বাভাবিকভাবে লিঙ্ক এক্সচেঞ্জ বা অন্যান্য অবৈধ লিঙ্ক মার্কেটিং করে, যা কখনও আপনার সাইটের জন্য সুফল নয়।

গুগল এই সব বিষয়ে এখন খুব সিরিয়াস। সেহেতু আপনি এগুলো এড়িয়ে না চললে গুগলের রোষানলে পড়তে পারেন। যা আপনার টোটাল সাইটের জন্য কখনও ভালো না।

লিঙ্ক মার্কেটিং বন্ধ করুন

১৮) গুগল এনালিটিক্স ভুলে গেলে চলবে নাঃ

আপনার ওয়েব সাইটের টোটাল তথ্য বা ডাটা হিসাব জানার জন্য গুগল এনালিটিক্স খুব ভালো পদ্ধতি। সব থেকে মজার বিষয় এটি সম্পূর্ণ ফ্রি। আপনি আপনার সাইটের সকল ব্যাক-ইন্ড হিসাব এক পলকে এখান থেকে পাবেন। সেহেতু এটি আপনার সাইটকে অপ্টিমাইজ করতে সহযোগিতা করবে।

গুগল এনালিটিক্স ভুলে গেলে চলবে না

১৯) সোশ্যাল মিডিয়া নির্ভর করুন আপনার সাইটকেঃ

আমাদের মতো দেশে মানুষ বেশি সোশ্যাল মিডিয়া প্রিয়। তারা ট্র্যাডিশনাল সার্চের পরিবর্তে সোশ্যাল মিডিয়া থেকে বেশি বিভিন্ন ওয়েব পোর্টালে প্রবেশ করে।

সেহতু আপনার ওয়েব সাইটকে সোশ্যাল মিডিয়া নির্ভর করুন। যতো বেশি সোশ্যাল মিডিয়া নির্ভর হবে আপনার সাইট, যতো বেশি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাবে ততো বেশি আপনি আপনার সাইটে মূল্যবান ট্রাফিক পাবেন। আর আপনি যদি সোশ্যাল মিডিয়ায় ব্যর্থ হন তাহলে সামগ্রিকভাবে ব্যর্থ হবেন।

সেহেতু সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, টুইটার, গুগল প্লাস ইত্যাদি সম্পর্কে ভুলে গেলে চলবে না।

সোশ্যাল মিডিয়া নির্ভর করুন আপনার সাইটকে

২০) ডিরেক্টলি আপনার সার্ভিস সম্পর্কে বলবেন না আপনার সাইটেঃ

আপনার সাইটে সাধারণত একজন ভিজিটর তাঁর মূল্যবান তথ্যের জন্য আসে, কিন্তু আপনি যদি ডিরেক্ট আপনার বিভিন্ন পণ্য বা সেবা নিয়ে আলোচনা করেন তাহলে এটি আপনার সাইটের জন্য কখনও ভালো না।

ভিজিটর বোরিং হয়ে আপনার সাইট ত্যাগ করবে এবং পরবর্তীতে আপনার সাইটে আসার সম্ভাবনা খুবই কম। সেহেতু বেশি হেল্প করুন মার্কেটিং যতো সম্ভব কম করুন নিজের সাইটে।

ডিরেক্টলি আপনার সার্ভিস সম্পর্কে বলবেন না আপনার সাইটে

বিঃদ্রঃ লেখাটি বিশেষ করে আপনার পার্সোনাল ব্লগ বা বিজনেস ব্লগের জন্য বেশি প্রযোজ্য।

আশা করি আপনার সাইটের জন্য টিপসগুলো খুব কার্যকরী হবে। আপনার সাইট পরিচিতি পাক বিশ্ব দরবারে এই কামনা করে আজকে এই সিকুয়ালের এখানেই শেষ করছি।

যেকোনো প্রশ্ন থাকলে আমাকে  টিউমেন্টে জানাতে ভুলবেন না।  😆

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হায়রে ভাইরে, ডুবাবেন আপনি পাঠক গুলারে। এখন আমার মেজাজ হচ্ছে খারাপ। আপনে ওয়েব ডেভেলপার, আপনে প্রফেশনাল এ লাইনে ? আপনারে এইগুলান ভুলভাল লিখতে বলছে কে মিয়া আজব ! যেটা জানেন সেটা নিয়া লেখেন না কেন ! নিজেকে ফোকাস করা যাবে না, নিজের প্রডাক্ট আর সার্ভিস রে ফোকাস করা যাবে না, কে শিখাইছে আপনারে এগুলা ? মার্কেটিং ব্র্যান্ডিং এর জানেন কি আপনি

নিজে শিখতেছেন কই থেকে ভুলভাল আল্লাহ মালুম, শিখাচ্ছেন ভুলভাল , এটা আপনার অন্যায় হচ্ছে, অল্প বিদ্যা সবসময় ই ভয়ংকর।

    @শিমুল শাহরিয়ার: আমি জানি আপনি প্রফেশনাল? কিন্তু আপনি জাস্ট “Common mistakes for your website” লিখে গুগলে সার্চ করবেন, তারপর এসইও নিয়ে বিখ্যাত সাইট যেমন searchengineland বা অন্য এসইও ব্লগ ২০১৫ সালে এসইও বা ওয়েব মার্কেটিং এ কোন জিনিস গুলা এড়িয়ে চলতে বলেছেন একটু দেখবেন। আপনার কথা ভুল না, তবে সম্পূর্ণ আপডেটও না!!
    আর আমি সবসময় PR 7/8 ওয়েব সাইট যাদের পেজ ভিউ ৫০ লাখের কাছাকাছি তাদের ওয়েব পোর্টালের গুগল আপডেট নিয়ে এবং টোটাল মার্কেট বিশ্লেষণমুলক আর্টিকেল থেকে তথ্য নিয়ে এই আর্টিকেল লিখছি।
    সেহেতু একটু আপডেট দেখে আমাকে জানাবেন? কোনটা ভুল!!
    ধন্যবাদ। 🙂

      @আই,টি সরদার: জ্ঞ্যান ,অভিজ্ঞতা থেকে লেখা আর “আর্টিকেল থেকে তথ্য নিয়ে এই আর্টিকেল লিখছি” লেখার মাঝের পার্থক্য টুকু ধরতে পারলেন না ব্রাদার। মৌলিক হন ভাই, মৌলিক হন। অনুবাদ পড়তে আসি না আমরা কতবার বলবো।

        @শিমুল শাহরিয়ার: আমার এই সিকুয়ালের মুল উদ্দেশ্য ২০১৫ এবং তারও পরের ওয়েব মার্কেটিং কৌশল নিয়ে আলোচনা করা। সেহেতু আপনি আপনার অভিজ্ঞতা থেকে যে চেঞ্জগুলো পাচ্ছেন সেগুলো জানালেও আমরা উপকৃত হবো।
        আর আমি বিশ্বের বড় বড় ওয়েব সাইট ব্লগ থেকে শিখে, নিজের অভিজ্ঞতার আলোকে তারপর শেখানোর চেষ্টা করি। আরও কয়েক জনকে (২/৩ জন বাদে) দেখানতো এতো পরিশ্রম থেকে শেখানোর চেষ্টা করছে!!
        নিজের অভিজ্ঞতা সব সময় সঠিক হয় না। তবে আপডেট ওয়েব সাইট থেকে তথ্য নিয়ে নিজের অভিজ্ঞতার আলোকে তুলে ধরলে সেটা কার্যকরী হয় বৈকি।
        আর ওয়েব মার্কেটিং এ মৌলিক শব্দ কম, এটা ডিজাইন না? ডিজিটাল মার্কেটিং গুগল বা সার্চ ইঞ্জিন এবং পাঠক যেটা পছন্দ করবে সেটা তুলে ধরা। মূলত গুগলকে বেশি প্রাধান্য দেওয়া!!!
        তারপরও ভিন্ন মত থাকলে তুলে ধরুন, আমি আছি সাথে। সত্যিকার ব্লগিং আমার এইগুলা মনে হয়। যেখানে কমেন্টের মাধ্যমেও পাঠক শিখবে।
        বড় বড় ইংরেজি ব্লগ থেকে তাই শিখছি।
        আবারও ধন্যবাদ। 🙂

          আচ্ছা যাক, আসলে ব্র্যান্ডিং খুব বড় একটা ব্যাপার। এটাকেই ফোকাস করতে হয় শুরুতে। বাজারে কাপড় ধোয়া পাউডার এক গাদা পাওয়া যায়। এর মধ্য আপনি হুইল পাওয়ার হোয়াইট কে চেনেন। তাদের থেকে বেটার কেউ হোক, তবু আপনি সেটাকেই চেনেন। কারন টা হচ্ছে ব্র্যান্ডিং, একটা নাম। এন্ড্রয়েড অনেক ভালো, তবু আমি আই ও এস ইউজার, কেনো ? কারন ওটা ব্র্যাণ্ড, নাম টা চিনি আমরা। বুঝছেন কি বলতেছি ? বাজারের সেরা পন্য টাও লোকাল প্যাকেটিং এ চলে না ভাই, চালাতে হলে ব্র্যান্ডিং চাই, পরিচিতি বা মার্কেটিং আসলে একটা ব্র্যান্ডের ই করা হয়, পন্যের না।

            আপনি আপনার ই-কমার্স সাইটে কিন্তু আপনার প্রডাক্ট নিয়ে বাড়াবাড়ি রকমের বর্ণনা দিবেন এটা স্বাভাবিক। কারণ আপনি প্রডাক্ট না চেনালে পাঠক পণ্য কিনবে কেন? এক্ষেত্রে ব্র্যান্ডিং ঠিক আছে। কিন্তু আপনার ই-কমার্স সাইটের বিজনেস ব্লগে কিন্তু আপনার মুল সাইটের পণ্য নিয়ে আহামরি ফোকাস করলে পাঠক বিরক্ত হবে। কারণ আমি বলছি পাঠক যারা আপনার কোম্পানি রিলেটেড পণ্য সম্পর্কে আপনার ঐ ব্লগে জানতে আসছে, তারা কিন্তু আপনার পণ্য সম্পর্কে জানতে আসে নি, তারা এসেছে আপনার ব্লগ থেকে সাহায্য নিতে কোনটা তাঁর জন্য ভালো হবে, কেন এই প্রডাক্ট দরকার ETC ETC
            তারপর সেই তথ্য দিয়ে আপনার ব্লগ ভালোভাবে পাঠক ধরে রাখতে পারলে বা আপনার ব্লগের বিভিন্ন রিভিউ নিয়ে সন্তুষ্ট হলে, সে এমনেই আপনার বিজনেস সাইট থেকে পণ্য কিনবে? কেন জানেন আপনার প্রতি তাঁর বিশ্বস্ততা তৈরি হয়ে গেছে তাই।
            আমি বিজনেস ব্লগের ভুল তুলে ধরার চেষ্টা করেছি নট বিজনেস সাইট বা ই-কমার্স।
            আশা করি এবার জিনিসটা ক্লিয়ার।

        @আই,টি সরদার: searchengineland একটা ব্লগ বলেই জানি।ঐটার কথা কেন কইলেন আমার কোন সার্চ ইঞ্জিন ব্লগের কথা না বইলা ভাবেন কয়েক মিনিট।

          @শিমুল শাহরিয়ার: হ্যাঁ এটা একটি ব্লগ, তবে এসইও বা মার্কেটিং নিয়ে কয়েকটি বিশ্বস্ত ব্লগের মধ্যে এটি একটি।

            @আই,টি সরদার: আসলে ব্র্যান্ডিং প্রতিটা যায়গাতেই লাগে। ব্র্যান্ড একটা মানূষের মাথায় কোন কিছু ঢুকিয়ে দেয়। যাস্ট চোখ বন্ধ করেন, আমি কানের কাছে বললাম “বেচাকেনা হরদম” , পরের লাইন টা আপনি জানেন, তাই না ? আমি আপনার কানের কাছে বললাম বাংলাদেশের সবথেকে বড় টেকনলজি ব্লগ, আপনি নাম টা জানেন নাম আমি না বললেও, তাই না ? ভাবেন ভায়া , ভাবেন। একজন মার্কেটিং এক্সপার্ট নিজের সিক্রেট টা আপনারে মাগনা কোনভাবেই শেখাবে না, যত বড় ব্লগার হোক এ লাইনে। নিজেরে ডুবাতে কে চায় ?

              @শিমুল শাহরিয়ার: প্রথমেই বলি, একজন ভালোমানের মার্কেটার সব কিছু ভালোভাবে পাঠকদের জানান না, এটা মানতে পারলাম না। কারণ ওয়েব মার্কেটিং এমন জিনিস এটা প্রতি মিনিটে কৌশল চেঞ্জ হয়। সেইটা যারা ভালো আয়ত্ত করতে পারে তারাই ভালো মার্কেটার।
              সেহেতু আমি শিখালাম আর সবাই আমার থেকে বস হয়ে গেলো, এটা অন্তত এই ক্রিয়েটিভ মার্কেটিং এ সম্ভব না। প্রতিনিয়ত যে নিজেকে আপডেট রাখতে পারবে সে এই অনলাইনে বস।
              সারা জীবন পরিশ্রম করতে হয় এই অনলাইন মার্কেটিং এর জন্য।
              আর সার্চ ইঞ্জিন ব্র্যান্ডিং জানা ব্যক্তির যেকারনে কাজের অভাবতো দুরের কথা সব সময় বাড়ছে। সেটা আপনি ইন্ডেড ডট কম সার্চ করে দেখতে পারেন।
              সেহেতু একজন ব্র্যান্ড করে আর এই নিয়ে কাজ করবে না। তাহলে সে পিছিয়ে যাবেই এই আধুনিক বাজারে। যার প্রমাণ আপনি নোকিয়া মোবাইল দেখলেই বুঝতে পারবেন। যারা এক সময় বিশ্বের সেরা মোবাইল মার্কেটার, আর এখন বিজনেস স্ট্রাটেজির কারনে নিজেরা না পেরে অন্যের হাতে দিয়ে চলে গেলো। সেহেতু এই অনলাইন মার্কেট সম্পর্কে সেই জ্ঞানী যিনি প্রতিদিন আপডেট নিচ্ছেন বিভিন্ন ব্লগ বা সার্চ ইঞ্জিন ব্লগ থেকে।
              আশা করি বুঝবেন।

আসলে ব্র্যান্ডিং প্রতিটা যায়গাতেই লাগে। ব্র্যান্ড একটা মানূষের মাথায় কোন কিছু ঢুকিয়ে দেয়। যাস্ট চোখ বন্ধ করেন, আমি কানের কাছে বললাম “বেচাকেনা হরদম” , পরের লাইন টা আপনি জানেন, তাই না ? আমি আপনার কানের কাছে বললাম বাংলাদেশের সবথেকে বড় টেকনলজি ব্লগ, আপনি নাম টা জানেন নাম আমি না বললেও, তাই না ? ভাবেন ভায়া , ভাবেন। একজন মার্কেটিং এক্সপার্ট নিজের সিক্রেট টা আপনারে মাগনা কোনভাবেই শেখাবে না, যত বড় ব্লগার হোক এ লাইনে। নিজেরে ডুবাতে কে চায় ?

valo hoiche

@আই,টি সরদার, @ শিমুল শাহরিয়ার – আপনাদের আলোচনা থেকে অনেকেই অনেক কিছু শিখলো। আর এটাও জানলো আই,টি সরদারের নলেজ শিমুল শাহরিয়ার থেকে অনেক বেশি।

    @writerbuddha: আমার টিউন এবং আমাদের টিউমেন্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। 🙂

Nice Tune.. But Ektu Confuse. Apni Bolen Ek Kotha And Shimul Vai Arek Kotha! :p
Kar Ta Manbo. Jehuto Ami Apnader Du Jon Er Tune E Follw Kori!!

    @তাহমিদ বোরহান: যখন একটু কনফিউজড হবেন তখন গুগল করে দেখে নেবার চেষ্টা করবেন। গুগল থেকে পাওয়া লেখা না বুঝলে আমাকে লিঙ্ক টিউমেন্ট করবেন। আমি চেষ্টা করবো সেটা নিয়ে বিশদ আলোচনা করার। আর এই বিষয়টি সম্পূর্ণ আপডেট লেখা থেকে তথ্য নিয়ে আমার নিজের অভিজ্ঞতার আলোকে বর্ণনা করা। সেহেতু অনুসরণ করতে পারেন কোন প্রশ্ন ছাড়া। ধন্যবাদ। 🙂

    @তাহমিদ বোরহান: শিমুল পরে একমত হয়েছেন। টিউমেন্ট পরে ধারণা নিন। বুঝতে সুবিধা হবে।
    আবারও ধন্যবাদ। 🙂