পরিকল্পনা অনুযায়ী একটি ব্লগ-সাইট তৈরি করুন! সাথে জেনে নিন অন্য সাইটকেও নষ্ট করার কৌশল!!

সুপ্রিয় টেকটিউন্স কমিউনিটি ব্লগ সাইটের সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি সবাই কুশলেই আছেন।

আজকের টিউনে কোন বিষয় নিয়ে আলোচনা করব তা টিউনের শিরোনাম দেখে অনুমেয়। হয়ত অনেকে চমকে গেছেন! ওরে বাবা অন্য সাইটকে নষ্ট করা যাবে সেটা আবার কিসের কৌশল? আসলে প্রশ্নের উত্তর টা আমি এখনো দিবনা, নিচের আলোচ্য অংশ পড়লেই বোধ হয় বুঝতে সুবিধা হবে। যাইহোক এবার খোলসাভাবে আলোচনা করছি।

অনেকেই ডোমেইন ও হোস্ট গ্রহন করে ব্লগ সাইট কিংবা ওয়েব সাইট তৈরি করার ইচ্ছা পোষণ করছেন। আসলে আপনি যে সাইটই তৈরি করেন না কেন! ডোমেইন নাম কিন্তু সহজবোধ্য ও ইউনিক ধাচের হতে হবে।

অবশ্য আমরা যারা বাংলা সাইট তৈরি করি সেখানেই বিপত্তিতা বেশী বাধে। আমি নিজেও ডোমেইন নিতে গিয়ে বেশ কয়েকবার বিপত্তির মুখে পড়েছি। হয়ত আমার মত এরুপ ভূক্তভোগী অনেকেই পাওয়া যাবে। উদাহরণ দিয়ে বলি: আমি একটি বাংলা ব্লগ/ওয়েব সাইট ক্রিয়েট করব সেজন্য একটি বাংলা ডোমেইন নাম নির্বাচন করলাম নবীন পথিক ডট কম । কিন্তু বাংলা নামের ক্ষেত্রে এখানে বেশ কয়েকটি সমস্যা বিদ্যমান থাকে (প্রায় ৭০%) যেমন:

১। বাংলা বর্ণের সাথে ইংরাজী বর্ণের মিল খায়না, কেমন যেন গ্যাপ থাকে। এখানে যেমন: নবীন পথিক ইংরাজীতে নাম লিখতে গেলে কেউ লিখবেন pothik কিংবা pathik. ফলে সমস্যা থেকে যাচ্ছে আসলে কোন নামে রেজি: করবেন?

২। আসলে এই সিদ্ধান্তটা আপনাকে নিজেরই নিতে হবে। এই ক্ষেত্রে জরীপের ফলাফল নিতে পারেন। তবে প্রাথমিকভাবে যদি ১ম নামটা নিয়ে শুরু করেন সাইট পপুলারিটি হলে ভিজিটর তা এমনিতেই মনে রাখবে।

৩। সর্বদাই প্রাধ্যন্য থাকে কম. ডোমেইন অন্তভূক্ত করার। তাই কম. নেওয়াটাই শ্রেয়!! অবশ্য পরে খালি থাকলে সুবিধার নিমিত্তে net. org. info নাম দ্বারাও রেজি: করা যেতে পারে।

৪। এখানে যেমন  নিয়েছি http://www.nabinpothik.com, অতপর একজন মনে করলেন তিনি pathik.com নামে রেজি: করবেন, তবে করতে পারেন। তবে তা ভাল ফল পাবে না। কেননা, যে নামটি আপনি সবার প্রথমে নিয়েছেন, এইও, পপুলারিটি খুব ভাল। সুতরাং সার্চ রেজাল্টে আপনারটাই আগে আসবে। অতপর পরবর্তীতে pathik নামে নেওয়া হয় এখানে ভিজিটরদের confuse তৈরি করতে পারে। বাট সমস্যা নাই। অনেক ক্ষেত্রে গুগল বুঝতে crowler করে দিতে পারে।

৫। আসলে বাংলার ক্ষেত্রে এরুপ সমস্যা থাকবেই। আপনাকে ইংরাজীর সাথে তাল না দিয়ে বাংলা শ্রুতিমধূর কোন অক্ষর/বর্ণটি হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেমন প্রথম আলো ইংরাজীতে লেখা হয় prothom-alo. তাহলে কেউ যদি লিখে protham-alo, তাহলে তাও হবে। এখানে “থ” এর উচ্চারন করা হচ্ছে tha

আসলে এখানে প্রথম আলো প্রথমে সাইট তৈরি করতে গিয়ে যে নাম দিয়ে তৈরি করেছিল তা এখন ইউনিক হয়ে গেছে। যদি ১ম টি ব্যবহার না করে ২য়টি করত তবুও একই কথা ছিল।

৬। এখন যদি কেউ মনে করেন prothomalo.com এর prothamalo.com নামে একটি সাইট তৈরি করবেন। তাহলে তা পারবেন না। কেননা, প্রথম আলো হয়ে গেছে ব্রান্ড। এখানে কেউ নকলভাবে করতে গেলে কপি রাইট আইনে কেস খাবেন। আবার করলেও লাভ নাই, কেননা, পূর্বেই বলেছি- এসইওর দিক হতেসহ নানান সমস্যা!!

৭। এখানে শুধু প্রথম আলো নই। টেকটিউন্স, আজকের ডেল, রকমারির ক্ষেত্রেও সমস্যা হতে পারে। So, তাহলে বুঝতেই পারছেন একটি ডোমেইনের মালিকানার গুরুত্ব কতখানি! সুতরাং আমরা যখন নিয়েছি নবীণ পথিক। সেহেতু এটি পুপলারিটি হলে নবীণ পথিক ব্যান্ড হওয়াটাও কোন তাজ্জবের বিষয় নই। আসলে যখন কপিরাইট আইনে বাংলাদেশে কেস করা হবে তখন whois দ্বারা সার্চ করলেই বুঝা যায় কত তারিখে, কে মালিকানা ইত্যাদি বিষয়গুলো দেখা যায়। সুতরাং আমরা নিয়েছি pothik নাম করে অতপর কেউ যদি অন্য নাম pathik নিয়ে প্রতারনার আশ্রয় নেই তাহলে কেস করলে ১ম জনই জিতবেন। কারন দুটোই হুইস দ্বারা চেক করলেই সব কিছুই বেরিয়ে আসবে। তবে এখানে যদি ব্যাবসায়িক পলিসীর প্রতারনার কৌশল না থাকে তাহলে সমস্যা নাই।

৮। আপনি যে নামটিই ডোমেইন হিসাবে গ্রহন করুন না কেন সাথে আশপাশের দিকে নজর রাখতে হবে যেমন: nabinpothik.blogsot.com, nabinpothik.wordpress.com, nabinpothik.weebly.com, twitter.com/nabinpothik ইত্যাদি। কি বুঝলেন? মানে আপনাকে আশপাশের এই নাম গুলো রেজি: করে নিতে হবে। তাহলে আপনি একজন প্রফেশনাল ডেভেলপার!! বর্তমানে সকল নামি-দামী ওয়েব সাইটের দেখবেন যে, এই নাম গুলো তারা তাদের অধীনে রেজি: করে নিয়েছেন।

ব্যাস! উপরোক্ত আলোচনার মাধ্যমে ডোমেইনের গুরুত্ব ও ওয়েব সাইট গঠনের কৌশল সম্পর্কে সম্যক ধারনা পাইলেন। এবার আলোচনা করব কিভাবে অন্য সাইটকে নষ্ট করবেন?

১। উপরে আলোচনা করেছিলাম ডোমেইন রেজি: করেছিলাম pothik নামে। এখন যদি মনে করি কেউ pathik নাম নিয়ে অপব্যবহার করবে। তাহলে আমি বিদেশী ডোমেইন প্রভাইডার হতে উক্ত নামটি রেজি: করে নিব। তাহলে ডোমেইন পরের বছর রিনিউ করব না, তখন সেটি নিলামে বা অন্য কাজে চলে যাবে। কারন বাংলা নাম দিয়ে বিদেশীরা মূলত ঐ ডোমেইনটি নিতে আগ্রহী থাকেন না। তাছাড়া বাঙ্গালীরা কেউ অত দাম দিয়ে ডোমেইন নিবেন না।

২। যদি সন্দেহ থাকে তাহলে আশপাশের থার্ডপার্টি সাইটে একাউন্ট ক্রিয়েট করে রিমুভ করে দিতে পারেন। যেমন- ইমেইল, ওয়ার্ডপ্রেস, ব্লগার, ওয়েবলী, এবং টু্‌ইটারে একাউন্ট ক্রিয়েট করে একাউন্ট ডিলেট করে দিলেই হবে। আর কোনদিনই রিস্টোর হবে না। এই যেমন আমি nabinpathik নামের যত একাউন্ট আছে তা ক্রিয়েট করে ডিলেটকরে দিয়েছি। ফলে রিস্টোর হবে না, অপব্যবহার রোধ থাকবে। আপনারা ট্রাই করে দেখুন:

৩। যেমন: বাংলা মহল নামে একটি ডোমেইন নিবেন। এখানে বাংলা মহল ইংরাজীতে বিভিন্ন বানাণে হতে পারেন তথারুপ: banglamahal, banglamahol, banglamohol ইত্যাদি। আপনি মনে করছেন banglamahal এই নামে ডোমেইন নিবেন তাহলে বাকিগুলো অপব্যবহার রোধে এই টিউটোরিয়ালের পদ্ধতি অনুসরন করতে পারেন।

(বি:দ্র- টিউনের মধ্যে যাবতীয় ডোমেইন নামগুলো কল্পনানুনারে ব্যবহার করেছি)

অনেক আলোচনা হল। এবার বিদায় নিতে যাচ্ছি। টিউটোরিয়ালটি দ্রুতভাবে পাবলিশ করার কারনে ত্রুটি থাকাটাই স্বাভাবিক। তারপরেও মতামত থাকলে টিউমেন্ট করতে পারেন। ধৈর্য্য সহকারে টিউনটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।

আমাদের বন্ধুমহল টীমকে অনুসরণ করুন এখানে

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Khub Valo Tune…

বেশ! আচ্ছা গুনে বলুন তো কতবার আপনি আপনার নিজের সাইটের এড্রেস লিখেছেন আলোচ্য টিউনে?

    @সরদার ফেরদৌস ইবনে মতিউর ইবনে জব্বার: ধন্যবাদ। আসলে টিউনের টিউটোরিয়াল বুঝার সুবিধার্থে ২/৩ বার ব্যবহার করেছি। যাতে পরীক্ষণ বিষয়টি ভিজিটিরগণ বুঝতে পারেন। উল্লেখ্য টিটি কর্তৃপক্ষ যদি মনে করেন ব্লগ বিরোধী কোন অনিয়ম করেছি তাহলে আমাকে ব্যান করলেও মনে কিছু নিব না। অপরদিকে যে লিংকগুলো দিয়েছি তা আমার নিজের সাইট নই। যেখানে আছি তা গেষ্ট রাইটার হিসাবে!!

Level 0

SEO করার কঠিন এক নিদর্শন। হাহাহা…….

    @Godhuli: হুম ঠিকই বলেছেন! তবে চেষ্টা করতে হবে। যেমন আমি নিজেও শিখছি। ধন্যবাদ।

কাজের কথা বলেছেন ।

Level 0

ভাল লাগল, …

তথ্যবহুল টিউনের জন্য ধন্যবাদ।

ভালো লিখসেন

অনেক সুন্দর লিখছেন! দরকারি একটা টিউন! ধন্যবাদ!!!

    @Mohammed Jahangir Hossain: আপনাদের মত ভিজিটরেরা আছেন বলে অনেক অনুপ্রেরণা পাই। পরিশেষে ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।

nyc post