কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি? জেনে নিন ৫ টি প্রতিষ্ঠিত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে

কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমঃ

কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হল ওয়েবসাইটের কন্টেন্ট ম্যানেজ করার একটা পদ্ধতি। সংক্ষেপে এটা CMS (সি, এম, এস) নামে পরিচিত। যতোটুকো জানা যায় এটা চালু হয় ১৯৯০ সাল থেকে।

এক সময় ছিল যখন ওয়েব পেজ বলতে এইচটিএমএল এবং সিএসএস কেই বুঝতো। কিন্তু এটা বোঝা সময় সাপেক্ষ এবং কঠিন ছিল। যার প্রেক্ষিতে তৈরি হল কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যা দিয়ে মানুষ খুব সহজে অনেক সুন্দর এবং রেস্পন্সিভ ওয়েবপেজ তৈরি করতে পারে।

কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম

কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সাধারানত ব্লগ, নিউজ এবং ই-কমার্স সাইট সহ সকল ধরনের ওয়েবসাইট তৈরিতে ব্যবহার হয়।

কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম জনপ্রিয়তাঁর মূল কারণ হল খুব সামান্য কোডিং জানা পার্সনও এটা মেইনটেইন করতে পারে।

CMS মূলত ২টি ইলেমেন্টস দ্বারা পরিচালিত হয়- 

  • কন্টেন্ট ম্যানেজমেন্ট অ্যাপলিকেশন এবং
  • কন্টেন্ট ডেলিভারি অ্যাপলিকেশন।
কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং ওয়েব জগৎ

৫টি প্রতিষ্ঠিত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমঃ

আমি যখন প্রথম ওয়েব ডিজাইন শেখা শুরু করলাম, তখন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলতে শুধু ওয়ার্ডপ্রেসকেই বুঝতাম। অন্য কোন CMS আছে এটা জানতাম না।

অনেকের এই সমস্যা থাকতে পারে। যাইহোক অনেক ধরনের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। তবে এখন পর্যন্ত সবথেকে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হল ওয়ার্ডপ্রেস। সাথে আরও কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে যা, বিভিন্ন কাজের জন্য জনপ্রিয়। আজকে আমরা সেইগুলো জানবো।

ওয়ার্ডপ্রেসঃ

ওয়ার্ডপ্রেস হল বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা ফ্রি এবং ওপেন সোর্স ওয়েব ব্লগিং টুল। ওয়ার্ডপ্রেস মূলত পিএইচপি এবং MySQL ডাটাবেজ দিয়ে চলে।

ওয়ার্ডপ্রেস এর ইতিহাস ও তথ্য

ওয়ার্ডপ্রেস রিলিজ হয় মে ২৭, ২০০৩ ম্যাট মুলেং এবং মাইক লিটল দ্বারা।

ওয়ার্ডপ্রেস জনপ্রিয়তা পায় এটার সহজ ব্যবহার, অগণিত ফ্রি টেম্পলেট, প্রয়োজনীয় প্লাগিন এবং এস, ই, ও বান্ধব বলে।

বিশ্বের প্রায় ১০ মিলিয়ন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দ্বারা চালিত, যা মোট ওয়েবসাইটের ২৩.৩%

জুমলাঃ

জুমলা একটি ফ্রি এবং ওপেন সোর্স ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা মডেল ভিউ কন্ট্রোলার ওয়েব অ্যাপলিকেশন ফ্রেমওয়ার্ক দ্বারা চালিত।

এটি PHP, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, MySQL এবং MsSQL দ্বারা পরিচালিত। জুমলা ২০০৫ সালে রিলিজ পায়।

জুমলার ইতিহাস ও তথ্য
জুমলার ইতিহাস ও তথ্য

ওয়ার্ডপ্রেস এর পরে দ্বিতীয় জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হল এই জুমলা।

ম্যাজেন্টোঃ

ম্যাজেন্টো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম টি ২০০৭ সালে রিলিজ হয়। এটি একটি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ই-কমার্স সাইটের জন্য ম্যাজেন্টো খুব জনপ্রিয়।

ম্যাজেন্টো পিএইচপি এবং MySQL দ্বারা পরিচালিত। তবে জেন্ড পিএইচপি এর ব্যবহার আছে।

ম্যাজেন্টার ইতিহাস ও তথ্য

মূলত ই-কমার্স ম্যানেজমেন্টের জন্য অনেক জনপ্রিয় ম্যাজেন্টো। eBay বর্তমানে ম্যাজেন্টার শেয়ার হোল্ডার।

দ্রুপালঃ

দ্রুপাল একটি ফ্রি এবং ওপেন সোর্স ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। মেইন প্রোগ্রামিং লাঙ্গুয়েজ পিএইচপি।

২০০১ সালে ইনিশিয়াল রিলিজ হয়।

দ্রুপালের ইতিহাস ও তথ্য

WhiteHouse.gov এবং  data.gov.uk সহ আরও অনেক জনপ্রিয় সাইট এই জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা তৈরি।

সাধারণ ওয়েবসাইট, সিঙ্গেল এবং মালটি-ইউজ ব্লগ, ইন্টারনেট ফোরাম এবং কমিউনিটি ব্লগে এই দ্রুপাল কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়।

মড-এক্সঃ

মড-এক্স একটি ফ্রি এবং ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ইনিশিয়াল রিলিজ হয় ২০০৭।

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার হয়েছে পিএইচপি এবং ডাটাবেজ MySQL।

মড-এক্স এর ইতিহাস ও তথ্য

সাধারণ কোডিং দক্ষতা দিয়ে এটি পরিচালনা করা সম্ভব।

এছাড়া টেক্সট-প্যাটার্ন, রিফিনারি CMS, কনক্রিট ৫, ডট নেট নিউক, আমব্রাকো, টিনি CMS সহ আরও বেশ কিছু কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম

আছে।

তবে এটা সত্য ওয়ার্ডপ্রেস এখন সবার প্রধান চাহিদা। ম্যাক্সিমাম ওয়েব-পোর্টাল এখন ওয়ার্ডপ্রেস দ্বারা চালিত।

সেজন্য পিএইচপি শিখে ওয়ার্ডপ্রেস ভালো কাস্টোমাইজ করতে পারলে তাঁর ভালো চাহিদা আছে এই ২০১৫ সালের ওয়েব বাজারে।

পরবর্তীতে চেষ্টা করবো ওয়ার্ডপ্রেস কাস্টোমাইজ নিয়ে  পিএইচপি রিলেটেড বেসিক টু এডভান্স চেইন টিউন করার। 

শেষ কথা

আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। খারাপ হোক/মানুষ হাসাহাসি করুক তারপরও ধীরে ধীরে নিজে লিখতে থাকলে একদিন আপনিও ভালো টিউন রাইটার হবেন। আজ যারা ভালো টিউন করে সবাই সেভাবে হয়েছে। 

আমি এবং আমার ব্লগ 

ভালো লাগলে টিউমেন্ট, শেয়ার এবং প্রিয়  টিউন করতে ভুলবেন না। 🙂 

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সুন্দর একটি বিষয় নিয়ে টিউন করার জন্য,সাথে আছি চালিয়ে যান।

নতুনদের জন্য প্রয়োজনীয় টিউন ।

সব গুলাই কি সিখতে হবে নাকি প্রথম দুই তা শিখলে এ enough

    @লিমন: ভালোভাবে যে কোন একটা শিখলেই এনাফ। আর এখন সবথেকে চাহিদাবহুল ওয়ার্ডপ্রেস।
    সেহেতু আপনাকে বুঝতে হবে কোনটা আপনার শেখা উচিৎ।
    🙂

সংক্ষিপ্ত ঝটপট ঝরঝরে পরিচিতির জন্য ধন্যবাদ 🙂

নতুন কিছু জানলাম ।