আপনার ডোমেইন থাকলে আপনিও হতে পারেন প্রফেশনাল বিজনেস/উদ্যোক্তাদের মধ্যে একজন!!

সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আজকের টিউনে কি বলতে যাচ্ছি তা হয়ত পোস্টের শিরোনাম দেখেই বুঝতে পারছেন! নতুন করে রিপিট করার প্রয়োজন মনে করছিনা। যাইহোক বিগত টিউনে ডোমেইন বিষয় নিয়ে ২/১ টি পোস্ট করেছিলাম।

হ্যা বন্ধুরা আপনি যদি ডোমেইনের মালিক হয়ে থাকেন তথারুপ আপনার যদি কোন ডোমেইন থেকে থাকে তাহলে নিজের সাইটের প্রচার তো করতেই পারছেন। অপরদিকে ওয়েব সাইটের মালিকানার পাশাপাশি ব্যক্তিগতভাবে একজন প্রফেশনাল অর্গানাইজেশন কিংবা ব্যবসা প্রতিষ্ঠানেরও মালিক হতে পারেন। হয়ত আমার এই কথাটার মানে বুঝতে অনেকেরই কষ্ট হচ্ছে!! অনেকেই হয়ত বলবেন ডোমেইন নামের সাথে ব্যবসা/অর্গানাইজেশনের কি সম্পর্ক!  হ্যা বন্ধুরা কথাটা আমি ব্যাখ্যা করছি-

--------------------------------------------------------------------------------------------------------------------

১। যেমন ধরুন: আপনি একটি ডোমেইন নাম নিয়েছেন তথারুপ- http://www.pchelplab.com । এথানে আপনার উদ্দেশ্য হচ্ছে সাইটটি ব্লগ/ফোরাম কিংবা অন্য কোন প্রফেশনাল হিসাবে পরিচিত করবেন। হ্যা ধরে নিলাম আপনার সাইটটি পরিচিত হয়ে গেছে। অসংখ্যক ভিজিটর। পপুলার সাইট হিসাবে বেশ রেটিং ধরেছে। এই মুহুর্তে আপনি চাচ্ছেন অনলাইন মাধ্যম হিসাবে বেশ সাকসেস হয়েছেন। এবার তৃণমূল/সামাজিক হিসাবে কিছু করবেন যেমন: কম্পিউটার সেন্টার, এনজিও বা উদ্যেক্তা হিসাবে কোন মাস্টার প্লান!!

২। মনে করি আপনি একটি কম্পিউটার সেন্টার ওপেন করবেন। সেখানে ট্রেনিং দিবেন। আপনি স্বপ্ন দেখছেন একই নামের শাখা হিসাবে দেশের প্রতিটি জেলাতে ওপেন করবেন, নিজে স্বাবলম্বী হবেন এবং অন্যকে পথ দেখাবেন ………ইত্যাদি …..ইত্যাদি!! সেই হিসাবে মনে করি আপনার প্রতিষ্ঠানের নাম হল- pc help lab.

৩। ধরে নিলাম http://www.pchelplab.com নামে প্রাথমিক ভাবে একটি সাইট চালাচ্ছেন। এবং ২ নং পয়েন্ট অনুযায়ী পরিকল্পনা এটেছেন। কিন্তু এই মুহুর্তে আপনার ইচ্ছা নাই উদ্যেক্তা পরিকল্পনা গ্রহন করার। মানে একটু সময় নিবেন, যাচাই করবেন ইত্যাদি।

৪। বেশ ভাল কথা! এই সময় দেখলেন অন্য একজন ব্যক্তি আপনার সাধের নাম যেমন: pc help lab নাম দিয়ে একটি প্রতিষ্ঠান ওপেন করেছেন। যার অ্যাড বিভিন্ন ব্লগ,ফোরম সাইট সহ টিভিতে দেখছেন। এবং সে ডোমেইনটি নিয়েছে এই নামে http://www.pchelplab.net । আহারে! আপনার ইচ্ছা ছিল এই রকম কিছু করার! কিন্তু এখন! হ্যা এক দিক দিয়ে উপায় আছে তাহলো: আপনি পূর্বে http://www.pchelplab.com নামে একটি ডোমেইন নিয়ে রেখেছিলেন। এটিই আপনার প্রমাণ। এই জন্য আপনি বাংলাদেশের আইন অনুযায়ী তথ্য প্রযুক্তি আইনে সেই প্রতিষ্ঠানকে কেস করার অধিকার রাখেন। এবং অর্গানাইজেশন হিসাবে যে প্রতিষ্ঠান হতে লাইসেন্স নিয়েছে সেখানে অভিযোগ দাখিল করতে পারেন। যেমন- pc help lab সাইটটি কেউ যদি এনজিও সাইট হিসাবে নাম নেয় তাহলে এনজিও ব্যুরো/সমাজ কল্যান অধিদপ্তর বরাবর এবং কেউ যদি ব্যবসা ট্রেড হিসাবে দাড় করায় তাহলে জয়েন্ট স্টক কোম্পানী বরাবর অভিযোগ দাখিল করতে পারেন।

৫। অভিযোগ দাখিলের ব্যাপারে যে বিষয়গুলো আপনার মাথাতে রাখতে হবে-

ক। আপনার লিখিত বক্তব্য/অভিযোগ সম্পূর্ণ পরিষ্কার হতে হবে

খ। যাবতীয় রেফারেল লিংক দিতে হবে।

গ। ভাল একজন আইন পরামর্শকের মক্কেল হিসাবে থাকতে পারেন।

৬। মনে করি আপনার কোম্পানীর নাম করে কেউ একজন ডোমেইন রেজি করেছে http://www.pchelplab.com > http://www.pchelplab.net। এই ক্ষেত্রে আপনি কেস করতে পারবেন। তার কারন হল- whois.com দ্বারা সার্চ করলেই আসল হিসাব বাহির হবে। কে উক্ত নামে আগে ডোমেইন রেজি: করেছে। সুতরাং আপনি যেহেতু পূর্বে করে রেখেছন তাই আপনিই জয়ী হবেন। তাহলে এবার নিশ্চয় বুঝতে পারলেন একটি ডোমেইন থাকলে কি উপকারিতা আছে!!

--------------------------------------------------------------------------------------------------------------------

লক্ষ্যনীয় বিষয়

ক। উপরোক্ত হিসাবটি করা হবে যখন কোন কোম্পানী কিংবা অর্গানাইজেশন হিসাবে আপনি বিজনেস শুরু করতে যাচ্ছেন। অর্থাত সরকারী বিধি মোতাবেক আপনি নিবন্ধিত হয়েছেন।

খ। কিন্তু শুধুমাত্র ব্লগ/সাইট হিসাবে করেন তাহলে উক্ত বিষয়টি প্রযোজ্য হবে না। কেননা, অন্য টিএলটি নাম দিয়ে অন্য কেউ রেজি: করতে পারেন। যেমন: এখন যদি http://www.samsung.com.bd নামে একটি সাইট ওপেন করেন। যদি মূল স্যামস্যাং কোম্পানী যদি জানতে পারেন সাইটটি ভূয়া। তাহলে তা আইক্যানে অভিযোগ করে উক্ত সাইট বাতিল করার ক্ষমতা রাখেন। এমনকি সেই ভূয়া প্রতিষ্ঠান/ব্যক্তিকে জরিমানাও করতে পারেন। তেমনি যদি কেউ মনে করে http://www.microsoft.com.bd নামে সাইটটি নিবেন তবে সেটিও ভূয়া হবে।

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিজের সাইটের বিনা পয়সায় ভালই বিজ্ঞাপন দিলেন। 🙂

    @অতৃপ্ত কোডার: ধন্যবাদ। নিজের সাইটের বিজ্ঞাপণ দেবার জন্য টিউনটি পাবলিশ করি নাই। মূলত আমার ধারনা দিয়ে টিউনটি করেছি। এবং এখানে ডোমেইন উদাহরন হিসাবে লিংকটি দেয়া দিয়েছি সেখানে কিন্তু কোন সাইট নাই, ইরর লিংক দেখাচ্ছে। এবং নিজের সাইটের যদি প্রচারই করতাম তাহলে টিটিতে স্পন্সর টিউনই করতাম!! সো, এখানে যদি টিটি অ্যাডমিনদের মনে হয় সাইটের জন্য অ্যাড করেছি। তাহলে তারা আমার আইডি সহ ব্লক করে দিতে পারেন, কোন অভিযোগ করব না।