কিঞ্চিত স্পামিং – নতুন এক ফোরাম, হোস্টিং নিয়ে

আজ কাল প্রচুর ওয়েবডেভলপার আছেন ছড়িয়ে ছিটিয়ে। বাংলা ফোরামের সংখ্যাও নেহায়েত কম নয়। কিন্তু একটা ওয়েবসাইট করার সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো ভালো এক হোস্টিং।

টেকটিউস সহ অনেক জায়গাতে মাঝে মাঝেই দেখা যায় হোষ্টিং অনেকের হা হুতাশ আর কষ্টের কথা। ডোমেইন নিয়েও ঝামেলার অন্ত নেই। জনপ্রিয় হয়ে গেলেই কোম্পানীগুলো ডোমেইন লক করে রাখে। অন্য কোথাও সরাতে দেয় না। বাংলাদেশী হিসাবে আমাদের ভেতর প্রতারক আর ভুক্তভোগী উভয়ই আছে।

এই অবস্থার পরিবর্তন আনতে আমি একটা ওয়েব হোস্টিং বিষয়ক ফোরাম খুলতে চাচ্ছি। যেখানে বাংলাদেশী সহ সব হোষ্টিং কোম্পানী নিয়ে মুক্ত আলোচনার সুযোগ থাকবে। ফলে নতুন যারা ওয়েব হোস্টিং কিনতে চান তারা কিছুটা হলেও কম প্রতারিত হবেন।

তাছাড়া ওয়েব হোস্টিং বিষয়ক টিউটোরিয়াল, সমস্যা ও সমাধান নিয়ে আলোচনার সুযোগ। আর কোম্পানীগুলো বিজ্ঞাপন দিতে পারবেন এবং তা নিয়ে গ্রাহক তা নিয়ে মতামত দিতে পারবেন।

মাত্র শুরু করলাম। শুধু প্লাটফর্ম দাড় করিয়েছি। আপনাদের সাহায্য পেলে হয়ত কিছু মানুষের উপকার হবে।

ঠিকানাঃ হোষ্টিং কথন।

Level 0

আমি তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পরামর্শ: (যা দিতে টাকা লাগে না) আপনার ফোরামের ফন্টসাইজ বড় করুন

    ধন্যবাদ। আসলে লিনাক্স ব্যবহার করি তো, তাই ফন্টের সমস্যা চোখে পড়ে নি। যাই হোক, অবশ্যই করব।

উদ্যোগটি ভাল,আশা করি এখান থেকে মানুষ উপকার পাবে, ডোমেইন হোস্টিং কেনার বঙ্গিয়, মানুষ্য সৃষ্ট সমস্যা থেকে রেহাই পাবে।

    ভাই আপনাদের প্রতি অনুরোধ, কিছু অভিজ্ঞতা শেয়ার করুন। তাহলেই কেবল কিছু মানুষ উপকৃত হবে।

ধন্যবাদ গুরুত্বপূণ’ তথ্য পেরন করার জন্য ।

Level 0

ভাই,
এই মুহুর্তে একটু ব্যস্ত আছি তবে আপনার ফোরামটা অবশ্যই ভিজিট করব কথা দিলাম
আর সাথে কিছু পোস্ট করার ইচ্ছা রাখি