ফ্রি হোস্টিং রেজিষ্ট্রেশন করুন বাইয়েট থেকে

ওয়েবসাইট বানাতে প্রথমেই আপনার প্রয়োজন হবে একটি ডোমেইন । যারা ডোমেইন রেজিষ্ট্রেশন করেন নি তারা এখনই ডোমেইন রেজিষ্ট্রেশন করে নিন। তারপর ই দরকার হবে একটি মান সম্মত হোস্টিং। আমরা যেহেতু পূর্বে ফ্রি ডোমেইন নিয়েছি সেহেতু আমরা ফ্রি হোস্টিং নিব।

ফ্রিতে অনেক ওয়েবসাইট ই পাওয়া যায়। কিন্তু তাদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে। যেমন বাংলা সাপোর্ট না করা, অটো ইনষ্ট্রলার না থাকা, বিভিন্ন অ্যাড ইত্যাদি ইত্যাদি। আবার অনেক সাইট কম স্পেস, কম মাসিক ব্যান্ডউইডথ দিয়ে থাকে। এতে একদিকে আপনার বিভিন্ন সমস্যা হয় অপর দিকে বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয়।

আমার ওয়েবসাইটগুলোর ট্রাফিক সবসময়ই আমি বেশী পাই। আমার ওয়েবসাইটগুলোতে প্রধানত বাংলা থাকে। এজন্য আমি ভাল একটি ফ্রি হোস্টিং খুজছিলাম। পেয়েও গেছিলাম। বাইয়েট হল সেরকম একটি হোস্টিং সার্ভিস। এখানে রেজিষ্ট্রেশন করলে আপনি যে সুবিধাগুলো পাবেন

Main Features

*  FTP account and File Manager
* Control Panel and Automatic Script Installer
* MySQL databases & PHP Support
* Free tech support
* Addon domain, Parked Domains, Sub-Domains
* Free Community Access (Forums)
* Clustered Servers
* No ads!

এছাড়া এখানে পাবেন 5500 MB disk space, 200 GB monthly transfer এবং অটো স্ক্রীপ্ট ইনষ্টলার সহ বিভিন্ন সুবিধা।

আমার সাইটগুলো এই হোস্টিং এ চলে। আসুন এখানকার রেজিষ্ট্রেশন পক্রিয়া দেখি।

প্রথমে এই লিংকে প্রবেশ করুন। নিচের মত পেজ পাবেন

http://www.rongmohol.com/uploads/1805_free_hosting_in_byet-1.gif

এখানে মনযোগ দিয়ে পূরণ করুন। নিচের মত আসবে। চিত্রে দেখানো স্থানে ক্লিক করুন

http://www.rongmohol.com/uploads/1805_free_hosting_in_byet-2.gif

ক্যাপচা ফর্ম আসবে। এখানে সতর্কতার সাথে পূরণ করুন।

http://www.rongmohol.com/uploads/1805_free_hosting_in_byet-3.gif

পূরণ করলে আপনার দেওয়া মেইলে একটি একটিভেশন লিংক আসবে।

http://www.rongmohol.com/uploads/1805_free_hosting_in_byet-4.gif

আপনার মেইলে পাওয়া অ্যাকটিভেশন লিংকে ক্লিক করুন। নিচের মত ক্যাপচা পেজ আসবে এখানে সতর্কতার সাথে ক্যাপচা পূরণ করবেন।

http://www.rongmohol.com/uploads/1805_free_hosting_in_byet-5.gif

সতর্কতার সাথে ক্যাপচা পূরণ করলে একটি পেজ পাবেন। এখান থেকে আপনার একাউন্টের ইনফরমেশন ডাউনলোড করে নিন। একটি পিডিএফ ফাইল পাবেন। এখানে আপনার হোস্টিং এর সব ইনফরমেশন পাবেন।

এখানে পাবেন

Cpanel URL : আপনার হোস্টিং কন্ট্রোল প্যানেলের ঠিকানা
Cpanel Username (FTP/SQL): হোস্টিং কন্ট্রোল প্যানেলের ব্যবহারকারী নাম
Cpanel Password (FTP/SQL): হোস্টিং কন্ট্রোল প্যানেলের পাসওয়ার্ড
MySQL Hostname: মাইএসকিউএল হোস্ট নেম
MySQL Username (FTP/SQL): মাইএসকিউএল ইউজারনেম
MySQL Password (FTP/SQL): মাইএসকিউএল পাসওয়ার্ড
FTP Server: এফটিপি সার্ভার
FTP Username (FTP/SQL): এফটিপি ইউজারনেম
FTP Password (FTP/SQL): এফটিপি পাসওয়ার্ড

এই তথ্যগুলো সযত্নে রাখুন। এগুলো পরবর্তীতে আপনার কাজে লাগবে।

আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে বাকী কাজগুলো দেখানো হবে।

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের টিউন ধন্যবাদ গুরু।

ভাই দয়া করে যদি আমাদের ওয়েবসাইট তৈরিটা শেখাতেন তাহলে খুব উপকার হত।

    আমি তো পর্যায়ক্রমিকভাবে ওয়েবসাইট তৈরি ই শেখাচ্ছি। ধৈর্য ধরে সবগুলো টিউন পড়তে থাকুন। ডোমেইন আর হোস্টিং রেজিষ্ট্রেশন করে ফেলুন।

ভাই আপনার টিউনে আপনাকে রিপ্লে করতে সমস্যা হচ্ছে

    কই আমার তো হচ্ছে না। পুরো পেজ লোড হওয়ার পর মন্তব্য করুন সমস্যা হবে না।

রাসেল ভাই এইটার স্পীড কেমন ? ড্যাশবোর্ডে যেতে কোন সমস্যা করে না তো ?

লাস্ট ক্যাপচাটা fill up করার পর এই মেসেজ দেয়

You appear to have multiple accounts associated allready. We do not allow mass account creation of free accounts.

এখন কি করব জানাবেন কি ?
২টা মেইল একাউন্ট থেকে ট্রাই করেছি একি অবস্থা ।

    এরকম সমস্যা হতে পারে! ওদের হয়ত কোন সমস্যা। নতুন একাউন্ট তৈরি করে চেষ্টা করুন।

এরকমই খুঁজছিলাম ভালোই ভালোই হলে দারুন কাজে দেবে……………।।

বহুত উপকার করলেন। ধন্যবাদ টিউটো বিডি

আপনাকে শেষ বারের মত সতর্ক করলাম! আমার টিউনে স্প্যামিং করবেন না। এর পরের বার এমন করলে আমার টিউনে মন্তব্য করার ক্ষমতা হারাবেন।

কেন ভাই কি হইছে?

এটা জয় নামের একজনকে লিখেছিলাম। উনি শুধু টিউনে স্প্যমিং করছিলেন।