ডোমেইন ট্রান্সফার ওয়ার্ডপ্রেস / জুমলা / পানবিবি

আমি আমার একটা সাইটকে অন্য ডোমেইনে পরিচালিত করতে চাচ্ছিলাম। কিন্তু আমি জানতাম না যে কিভাবে এক ডোমেইন থেকে অন্য ডোমেইন এ সাইট ট্রান্সফার করব। এ ব্যাপারে অভিজ্ঞ কয়েকজনের কাছে সাহায্য চাইলাম। কিন্তু তারা এমন জ্ঞানী ভাব দেখালেন যেন ওটা আমাকে শিখালে তার মস্তবড় ক্ষতি হয়ে যাবে। শেষ পর্যন্ত আমি সালেহ ভাইকে বললাম আমার সমস্যার কথা। তিনি আমাকে ওয়ার্ডপ্রেস কিভাবে অন্য ডোমেইনে ট্রান্সফার করতে হবে তা ষ্টেপ বাই ষ্টেপ বলে দিলেন। আমি পারলাম ও। তারপর চেষ্ট করলাম কিভাবে জুমলা বা পানবিবি ট্রান্সফার করা যায়। গুগল করে খুজে পেলাম এবং ট্রান্সফার ও করতে পারলাম। আমার মত সমস্যা যাতে অন্যদের না হয় তাই আমি সহজভাবে বিষয়টি বর্ণনা করলাম।

অনেকেই মনে করেন এক ডোমেইন থেকে অন্য ডোমেইনে ওয়ার্ডপ্রেস ট্রান্সফার করা বেশ কঠিন কাজ। কারন আমি নিজেই মনে করতাম। কিন্তু ব্যাপারটি অতি সহজ ব্যাপার। আসুন দেখি কিভাবে আমরা এক ডোমেইন থেকে আরেকটি ডোমেইনে ওয়ার্ডপ্রেস/জুমলা/পানবিবি ট্রান্সফার করতে পারি।

ধাপ-১ (ডোমেইন যোগ করা)
ধরুন আপনার ডোমেইন হল http://www.example.com  । এখন আপনি একে http://www.mydomain.com  এ ট্রান্সফার করবেন। প্রথমেই আপনাকে আপনার http://www.mydomain.com  ডোমেইনটি হোস্টিং নেম সার্ভার দিয়ে অ্যাকটিভ করতে হবে। তারপর আপনার সিপ্যানেল এর Addon Domain এ গিয়ে সেই ডোমেইনটাকে যোগ করতে হবে। তারপর আমাদের দুটি ধাপে কাজ করতে হবে

ধাপঃ ২ (কনফিগারেশন ফাইল এডিট করাঃ)
ওয়ার্ডপ্রেসঃ ওয়ার্ডপ্রেসের কনফিগারেশন ফাইলে সাইটের ডোমেইন নাম থাকে না। তাই আপনাকে ড্যাশবোর্ড থেকে ঠিক করতে হবে। ড্যাশবোর্ডে প্রবেশের পর Settings > General Settings এ যান। নিচের চিত্রের মত দেখতে পারবেন।

http://www.rongmohol.com/uploads/1805_domain_transfer-1.gif

এখানকার WordPress address (URL): এ আপনি নতুন যে ডোমেইন এ ওয়ার্ডপ্রেস ট্রান্সফার করতে চাইছেন তা (www.mydomain.com ) দিন। এবং নিচের Blog address (URL): এ একই ডোমেইন দিন।

তারপর সবশেষে Save Change এ ক্লিক করুন।
সতর্কতা: আপনাকে অবশ্যই প্রথম ধাপটি সম্পন্ন করতে হবে অর্থাৎ সি প্যানেলে অ্যাডঅন ডোমেইনের মাধ্যমে নতুন ডোমেইনটি যোগ করে নিতে হবে।

পানবিবিঃ
পানবিবি এর কনফিগারেশন ফাইলহিসেবে আপনার আপনার সাইটের রুটে config.php নামে একটি ফাইল পাবেন। এটি যে কোন টেক্সট এডিটর দিয়ে ওপেন করুন। (নোটপ্যাড++ হলে ভাল হয়) আপনার সাইটের ডাটাবেজের তথ্য এখানে থাকে। এখানে ১১ নম্বর লাইনে এমন দেখতে পারবেন।

$base_url = 'your domain here';

এখানে your domain here এর স্থলে আপনার নতুন ঠিকানাটি লিখে সেইভ করুন।

জুমলাঃ এর কনফিগারেশন ফাইলহিসেবে আপনার আপনার সাইটের রুটে configuration.php নামে একটি ফাইল পাবেন। এটি যে কোন টেক্সট এডিটর দিয়ে ওপেন করুন। (নোটপ্যাড++ হলে ভাল হয়) আপনার সাইটের ডাটাবেজের তথ্য এখানে থাকে। এখানে ২৩ নম্বর লাইনে এমন দেখতে পারবেন।

var $live_site = 'your domain here';

এখানে your domain here এর স্থলে আপনার নতুন ঠিকানাটি লিখে সেইভ করুন।

পরিশেষেঃ
কোড সম্পাদনার ক্ষেত্রে নোটপ্যাড++ অতি জরুরী বিষয়। এটা এখান থেকে ডাউনলোড করুন।

পরবর্তীতে দেখানো হবে কিভাবে এক হোস্ট থেকে অন্য হোস্টে সাইট ট্রান্সফার করা যায়।

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

+++++ 😀

Level 0

ভাল হয়েছে । আনেক না জানা তথ্য জানতে পারলাম।

খুব সুন্দর টিউন চালাই যান।

জটিল টিউন……..
চালিয়ে যান।

এটা কি ট্রান্সফার হলো না রি ডাইরেক্ট হলো ???? ডাটাবেস আর ফাইল সহ ট্রান্সফার কিভাবে করে সেটা ও দেখাই দেন।ধন্যবাদ।

বস , ওয়ার্ডপ্রেস জানি , জুমলা টা দেকব এখন !