পানবিবিতে এক্সটেনশন ইনষ্টলের পদ্ধতিগুলো দেখে নিন

এক্সটেনশন ইনষ্টল করতে গিয়ে নতুনরা অনেকসময় ঝামেলায় পড়েন তাদের জন্য আজকের লেখা

এক্সটেনশন দুই পদ্ধতিতে ইনষ্টল করা যায়। নিচে তা দেওয়া হল।

১। এক্সটেনশন ডাইরেক্টরীতে আপলোড করে: এ পদ্ধতিতে আপনার ইনষ্টলকৃত পানবিবি ফোরামের yourdomain/htdocs/extension/ ডাইরেক্টরীতে এক্সটেনশনের ফোল্ডার আপলোড করুন। (সতর্কতা: এক্সটেনশনের ফোল্ডারই দিতে হবে। কোন জিপ বা কমপ্রেস আর্কাইভ গ্রহনযোগ্য নয়)  এবার আপনার ফোরামে এডমিন হিসেবে লগইন করুন এবং এডমিন প্যানেলে প্রবেশ করুন। তারপর উপরের ট্যাবগুলো থেকে এক্সটেনশন নির্বাচন করুন। তাহলে দেখবেন নিচের মত এক্সটেনশন এর নাম এবং ইনষ্টল এর নিয়ম দেখাচ্ছে।

এখানকার Install extension এ ক্লিক করলে এক্সটেনশনটি ইনষ্টল হয়ে যাবে।

২। রিপোজিটিরি থেকে: হয়ত অনেকেই লিনাক্স ব্যবহরা করেছেন। লিনাক্সে কোন সফটওয়ার যেমন ডাউনলোড করা লাগেনা তেমনি এই পদ্ধতিতে পানবিবির অফিসিয়াল এক্সটেনশনগুলো ইনষ্টল করা লাগে। কিন্তু এজন্য আপনাকে প্রথমে পানবিবি রিপোজিটরি নামক একটি এক্সটেনশন ইনষ্টল করে নিতে হবে। এটি পানবিবি ইনষ্টলের সময়ই যোগ হয়ে থাকে যদি না থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। তাহলে আপনি এক্সটেনশন ম্যানেজারে গেলে পানবিবির অফিসিয়াল এক্সটেনশনগুলো দেখতে পারবেন। এখান থেকে সহজেই আপনি এক্সটেনশন পূর্বের নিয়মে ইনষ্টল করতে পারবেন।

এক্সটেনশন ইনষ্টলের সময় একটা জিনিস খেয়াল করবেন। প্রতিটি এক্সটেনশনের ফোল্ডারে manifest.xml নামক একটি এক্সএমএল ফাইল থাকে এটি মূলত এক্সটেনশনটির তথ্য বহন করে। যেমন পানবিবির pun_admin_add_user নামক এক্সটেনশনের manifest.xml ফাইলের প্রথম দিকে নিচের মত থাকে

<?xml version="1.0" encoding="utf-8"?>
<!DOCTYPE extension SYSTEM "ext-1.0.dtd">

<!--
/**
* Allows administrators to add users
*
* @copyright Copyright (C) 2008 PunBB
* @license http://www.gnu.org/licenses/gpl.html GPL version 2 or higher
* @package pun_admin_add_user
*/
-->

<extension engine="1.0">
<id>pun_admin_add_user</id>
<title>Admin add user</title>
<version>1.1.1</version>
<description>Admin may add new user using the form in the bottom of User list.</description>
<author>PunBB Development Team</author>

<minversion>1.3</minversion>
<maxtestedon>1.3.2</maxtestedon>

সুতরাং এক্সটেনশনটি ইনষ্টল করার আগে দেখে নেবেন যাতে এই ফাইলটি থাকে।

আশাকরি এক্সটেনশন ইনষ্টলের ব্যাপারটি আপনাদের জন্য সহায়ক হবে এই টিউটোরিয়ালটি পড়ার পর।

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করায় ধন্যবাদ

ধন্যবাদ ভালো একটা সিরিজের জন্য………… এবার মিস্টার সিএমএস হয়ে যান 😉

    হা হা হা………… ।

    আপনারেও ধন্যবাদ। টিউন করার পর আপনাদের মত বস মানুষের মন্তব্য পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকি। তা কি জানেন?

    আসল বস তো আপনি আমার টেকটিউনে সবচেয়ে ভাল লাগে আপনার টিউন