পানবিবি টিউটোরিয়াল [Start মেন্যু পরিচিতি]

এর আগে আপনারা দেখেছেন পানবিবি ইনষ্টল এবং পানবিবি বাংলা করা। আসুন আমরা এর পরের কাজে মনযোগ দেই। পানবিবি ইনষ্টলের পর যারা বাংলা ব্যবহার করেছেন তারা হয়ত ফন্টজনিত একটু সমস্যায় পড়েছেন। সেজন্য তারা এই পোষ্টটি দেখতে পারেন। আমরা এবার পানবিবির অ্যামিন প্যানেল সম্পর্কে পর্যায়ক্রমে জানার চেষ্টা করব। আজ আমরা শিখব পানবিবির Start মেন্যু পরিচিতি।

পানবিবিতে অ্যাডমিন হিসেবে লগইন করলে অতিরিক্ত Administration বা অ্যাডমিনিষ্ট্রেশন নামে একটা মেন্যু দেখতে পারবেন। এখান থেকে পানবিবি কন্ট্রোল করতে পারেন।

পানবিবির প্রথম মেন্যু হল Start। এতে তিনটি মেন্যু পাবেন।

১। Information: এখানে আপনি আপনার ইনষ্টলকৃত পানবিবির সম্পর্কে জানতে পারবেন।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-13.gif

এখানে আপনি আপনার ডাটাবেজ ও ডাটাবেজের উপর লোড সম্পর্কে ও জানতে পারবেন। চিত্রে দেখুন আমার ফোরামের তথ্য দেখাচ্ছে

২। Categories: এখান থেকে আপনি আপনার ফোরামে ক্যাটাগরি অ্যাড করতে পারেন।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-14.gif

এখানে শুধুমাত্র New category name এ নাম দিবেন এবং Position আপনি ক্যাটাগরির স্থান নির্ধারণ করে Add Category এ ক্লিক করলেই ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে

আপনি চাইলে এখানে ক্যাটাগরি ডিলিট বা মুছে ফেলতে পারেন

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-15.gif

এবং ক্যাটাগরি সম্পাদন করতে পারেন

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-16.gif

৩। Forums: এখান থেকে আপনি ক্যাটাগরিতে বিভিন্ন শিরোনামে ফোরাম যোগ করতে পারেন। নিচের মত

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-17.gif

Forum name: এখানে ফোরামের শিরোনাম
Position: ফোরামের স্থান বা পজিশন।
Add to category: কোন ক্যাটাগরিতে হবে তা নির্ধারণ

করে Add Forum এ ক্লিক করুন। তাহলেই ফোরাম যোগ হয়ে যাবে।

আপনি  এখান থেকে ফোরামগুলো সম্পাদন ও করতে পারেন।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-18.gif

সেক্ষেত্রে Edit এ ক্লিক করতে হবে।

আগামীতে Settings মেন্যু নিয়ে আলোচনা হবে।

কপিপেষ্ট ফ্রম হেয়ার

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস