হতে চাই ওয়েব ডিজাইনার/ডেভেলপার। কিন্তু কিভাবে?

অনলাইনে নাকি টাকা উরে! হাঁ আপনি ঠিকিই শুনেছেন। শুধু ধরতে জানতে হবে। তবে এর জন্য কাজ জানতে হবে। নির্দিষ্ট কোন কাজ না শিখে কখনোই আপনি ওই উরন্ত টাকা গুলো ধরতে পারবেন না। ধরুন, আপনার একটা কম্পিউটার আছে আর সাথে আছে একটি বিশ্বস্ত ইন্টারনেট সংযোগ। এখন আপনার উচিত হবে কাজ শেখার জন্য এখানে সময় দেয়া। একটা কথা সব সময়ই মনে রাখবেন ইচ্চা শক্তি টাই সবচেয়ে বড় মূলধন ফ্রিলান্সিং জগতে।
আপনি ভাবছেন সব তো বুঝলাম। কিন্তু কি কাজ শিখবো? হ্যাঁ এই প্রশ্ন টা আপনি Google কে করুন। উনি আপনাকে বলে দিবে অনলাইনে কি কি কাজ করে ফ্রিলান্সিং করা যায়। হয়তো আপনি একটু অ্যাডভান্সড তাই ইতোমধ্যে জেনে গেছেন অনলাইনে কি কি কাজ করা যায়। আর এও জেনেছে যে Web Design/ Development তাদের মধ্যে অন্যতম। বর্তমানে আন্তর্জাতিক বাজারে এই কাজের চাহিদা অনেক। তাই আপনি যদি মনে করেন আপনিও ফ্রিলান্সিং করতে চান এটা দিয়েই। তাহলে আর দেরি না করে এগিয়ে যান। বোঝার চেষ্টা করুন কিভাবে কি করবেন। আচ্ছা এখন আমিই একটু বুঝিয়ে বলি। পরে না হয় আপনার চিন্তা-ধারায় সাথে মিলেয়ে দেখবেন।
কিভাবে শুরু করবেন? যদি আপনার কাজ শেখার জন্য টাকা ব্যয় করার ক্ষমতা থাকে আর যদি মনে করেন অল্প কয়দিনের মধ্যেই কাজ শিখে টাকা আয়ের দিকে মন দিবেন। তবে আপনি ভাল কোন আইটি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কাজ শিখতে পারেন। ওখানে কয়েকমাস মাস কোর্স করলেই আপনি ওয়েব ডেভেলপমেন্ট এর পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন। এবং কাজ করার মত যোগ্যতা অর্জন করতে পারবেন। কিন্তু আমি বোধ করি আমরা যারা আজ ফ্রিলান্সিং পেশায় আসতে চাই অধিকাংশই ছাত্র। তাই টাকা খরচ করে কোর্স করাটা একটু কঠিনই হয়ে যায়। তাই নামি দামি আইটি প্রতিষ্ঠান থেকে কাজ শেখা হয়ে ওঠে না। তাছাড়া অনেকে আছে যাদের টাকা দিয়ে কাজ শেখার সামর্থ্য আছে কিন্তু আশে-পাশে ১০০ মাইলের মধ্যে কোন আইটি প্রতিষ্ঠান নাই। ভাবছেন তাহলে কি করবেন? আমি আগেই বলেছি যে ইচ্ছা শক্তি টাই সব চেয়ে বড় মূলধন এই ফ্রিলান্সিং জগতে।
অনলাইনই হচ্ছে আপনার পথপ্রদর্শক। ধৈর্য ধরে অনলাইনের মাধ্যমে কাজ শিখা অনেক সহজ। অনলাইনে অনেক বাংলাএবং ইংরেজি তে Web Development সম্পর্কিত সাইট আছে যেখান থেকে আপনি পুরনাঙ্গ সহযোগিতা পাবেন। (আরও অনেক সাইট আছে যা দিয়ে শেষ করা যাবে না।)
এর জন্য আপনাকে ইংরেজি লিখতে পড়তে ও বুঝতে পারার ক্ষমতা থাকতে হবে। Web Development এর কাজ শিখতে আপনাকে নিচের পথগুলো অনুসরণ করতে হবে।
১। প্রথমে HTML, CSS জানতে হবে। (CSS ভাল না জানলে ভাল ডিজাইনার হতে পারবেন না।)
২। Photoshop দিয়ে লেআউট (PSD) ডিজাইনিং শিখবেন। কিভাবে PSD to HTML করতে হয় জানবেন।
Static ওয়েব ডিজাইনিং ভাল ভাবে শিখবেন।
এরপর Javacript, PHP, MySQL অবসশই। তারপর WordPress, Joomla, Durpal, Opencart, Prestashop etc জানবেন।
CMS জানবেন।
Web Development শিখতে প্রথমে আপনাকে জানতে হবে কিভাবে ডিজাইন করতে হয়। ওয়েব ডিজাইনিং শিখতে আপনাকে অন্তত ৫/৬ মাস সময় দিতে হবে। যেখানে আপনি প্রতিদিন গড়ে ৩ ঘন্টা করে অনুশীলন করবেন। এরপর যদি ডিজাইনিং এ ভাল করেন পরে অবসশই ডেভেলপিং এ নজর দিবেন।
বাংলাদেশের বেশিরভাগ ফ্রিলান্সার অল্প কিছু জেনেই কাজে নেমে যাচ্ছে টাকার ধান্দায়। টেম্পলেট করে ২ পয়সা কামাচ্ছে। কিন্তু একটা কথা অবসশই মনে রাখতে হবে যে “অল্প বিদ্যা খুব ভয়ংকর”। তাই পরিপূর্ণ দক্ষ না হয়ে কাজে নামবেন না। মনে রাখবেন এইটা ফ্রিলান্সিং করতে হয় আন্তর্জাতিক বাজারে। এখানে বিভিন্ন দেশের সব পাকা পাকা পাবলিক কাজ করে। এদের সাথে টক্কর দিয়ে কাজ করাটা কতটা কঠিন হবে টা একবার চিন্তা করেন। তাই নিজের সৃজনশীলতার মাধ্যমে দক্ষ হয়ে ওঠাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। ভাবছেন তাহলে কি আমি পারবো ওইসব প্রতিযোগিতামুলক প্লেসে নিজেকে তুলে ধরতে? কেন না! অবসশই পারবেন। আর এর জন্য কঠোর অনুশিলনের কোন বিকল্প নাই। একেকটা দিনকে কাজে লাগান নিজের গতিশীল ইচ্ছা-শক্তি দিয়ে। তবেই আপনি এক সময় দাড়াতে পারবেন ওইসব পাকা পাকা পাবলিক দের কাতারে।
আমি মহাম্মদ দেলোয়ার হোসাইন বাপ্পি চুয়াডাঙ্গা তে থাকি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার এই লেখাটি আপনার বিন্দু মাত্র উপকারে আসলে ও ভাল লাগলে কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। আপনারদের ভাল ভাল কমেন্ট আমাকে দিবে পরবর্তী টিউন লেখার প্রেরনা। সবাই অনেক ভাল থাকবেন আশা করি।

Level 2

আমি বাপ্পি চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai tune ta valo laglo ….ami web development shikhte chai amakr aro source die help koren please

Level 2

google er help nin

প্রায়ই এখানে ওয়েব ডিজাইন নিয়ে, ওয়েব ডিজাইন শিখতে চাওয়া নিয়ে পোস্ট দেখি, ভালো লাগে পড়তে। আমি শুরু করেছিলাম ২০০০ সালে, এগুলি পড়তে গিয়ে পুরোনো অনেক কথা মনে পড়ে যায়, কত কষ্ট করে শিখেছি। এখন তো অনে টিউটোরিয়াল সাইট আছে, এমনকি বাংলাতেও, অনেক শেখার অনেক রেফারেন্স পাওয়া যায়, আগে বিষয়গুলি এত সহজ ছিলোনা।

আমাদের সময় ছিলোনা, নিলক্ষেতে গিয়ে indian english বই কিনতাম অনেক দাম দিয়ে কেননা এই বই গুলির তেমন চাহিদা না থাকায় ফটোকপি হতোনা।

মনে আছে একটি ছোট্ট বিষয় শিখতে ১৫, ১৫ , ৩০ টাকা রিক্সা ভাড়া করে চলে যেতাম বড় ভাইএর বাসায়, যাহোক, সে অনেক কথা, আমি অবসর সময়ে যারা শিখতে চায় অথবা শুধু গাইড লাইন চায় তাদের বিনা পয়সায় পরামর্শ দিয়ে আনন্দ পাই, আমার বন্ধু হতে কোন ফি দিতে হবেনা 🙂

যোগাযোগ: [email protected]

Level 0

@সামির কবির:vai apkake email korlam …pls reply korben

Vai….amar bari o cd te (thaki b.baria)…
Post ta darun hoise

গ্রাফিক্স ডিজাইন কে টারগেট করে আগাচ্ছি……।সামনে বেশ লম্বা পথ।দোয়া রাখবেন সবাই,আপনার জন্যও শুভকামনা

Level 0

valo hoyeche. valo guideline.

ভাই আমার বাড়ি মেহেরপুর আমি আপনার কথা গুলো শুনে খুব ভালো লাগল। আমিও আপনার মতন একজন ডিজাইনার হতে চাই কিন্তু আমার আশে পামে কেওই না

গাংনী বাজার পাড়া, গাংনী মেহেরপুর
স্কাইফ-torikul.islam14
gmail-torikulislam03 + g talk

Level 0

ভাই আপনার কথাগুলো আমার অনেক কাজে আসবে , আমি এখন HTML & CSS করতে আছি, এটা শেষ করে আপার কথা মত বাকি কাজগুলো শেষ করব , আমার জন্য দোয়া করবেন আমি জেন আমার লক্ষে পৌঁছাতে পারি।

ধন্যবাদ দারুণ একটি টিউন এর জন্য 🙂 অনেকের উপকারে আসবে । আশা করি অনেকেই এখান থেকে ধারণা পেয়েছেন । আবারো অনেক অনেক ধন্যবাদ টিউন টি করার জন্য । পরবর্তী টিউনের আশার রইলাম । ভালো কিছু উপহার দিবেন আশা করছি 🙂

Level 0

অনেক ভাল লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ।

আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই। অনলাইনে শেখার ব্যবস্থা করে দিতে পারবো। Contact: http://www.facebook.com/kfhan

Level 0

EKHANE ke kushtia er kono web developer vai asen ke jini kushtia city te thaken?
[email protected]

Level 0

vai ami html,css,jquiry ses korechi.akon ki korbo.plz help me

Level 0
Level 0

বাপ্পি ভাই এবং খালিদ ফারহান ভাই কে ফেসবুক রিকুয়েস্ট দিলাম এবং সামির কবির ভাইকে জি টক রিকুয়েস্ট দিলাম।আপনাদের সময় অসময়ে হয়তো জালাবো। প্লিজ রেসপন্স মি।মাই জি টক এন্ড জি মেইল[email protected]।আমি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করি।চাকরি করতে আমার ভালো লাগে না। বাপ দাদারা চাকরী করেছে তাই আমি ও করি।পরের চাকরগিরি করা আমার রক্তের কোষ কনিকায় ঢুকে গেছে।এ থেকে যদি বের হতে পারতাম ভালো লাগতে। জানি আমার দ্বারা পসিবল না।কারন আমি খুব একটা সাহসী না।তাই যারা freelancing করে আমি তাদেরকে খুবই সম্মান করি । চাকরির পাশা পাশি যদি freelancing করা যায় এই চিন্তায় আছি।কোন কাজটা আমার জন্য সুইটএবেল হবে এইটাই এখনো বের করেতে পারিনি।আমার কাছে অনলাইন জগৎটা একটা বিশাল সমুদ্র মনে হয়।আমি এই সমুদ্রে হাবুডুবু খাচ্ছি।কারন আমার আশে পাশে কেউ নেই যারা freelancing করে ।তাই আমার মতো যারা হাবুডুবু খাচ্ছেন বা হাবুডুবু খেয়ে তীরে উঠেছেন তাদের তাদের সাথে বন্ধুত্ব করতে চাই।

    @S Rahman: আপনার রিকোয়েষ্ট পেয়েছি ও গ্রহন করেছি। একটু মন দিয়ে পড়ে দেখুন ও বোঝার চেষ্ট করুন:

    ০১। আমি নিজেও চাকরি করি। এখানে যারা আমার সাথে যোগাযোগ করতে চেয়েছে প্রত্যেককে বলেছি ৭:৩০ এর পর ফোন দিতে কারন বাকী সময়টা অফিসে থাকি। কেন আপনার চাকরী ভালো লাগেনা সেটা বলেননি।

    ০২। ফ্রিলেন্সিং থেকে আমি এমন কিছু ইনকাম করিনা যেটা আমার চারকীর বেতন এর কাছাকাছি। কিন্তু চাকরীর বেতনের সাথে ফ্রেলেন্সিং এর টাকাটা যখন যুক্ত করি মোট অংকটা কিন্তু ভালো দাড়ায়। তাই চাকরী আপনাকে করে যেতে হবে অন্তত যতদিন কাজ করে খুব ভালো অবস্থানে আপনি না যেতে পারছেন।

    ০৩। হাবুডুবু খাওয়ার কিছু নাই, খাচ্ছেন তার মানে আপনার লক্ষ্য স্থির নয় অথবা সঠিক দিক নির্দেশনা পাচ্চেননা।

    ০৪। পুরো ব্যপারটা আবার খুব সহজ মনে করবেননা, সফলতা ততক্ষন পাবেননা যতক্ষণ পর্যন্ত আপনি যা করছেন তার প্রতি প্রেম বোধ না করেন।

    ইমেল এ ফোন নম্বর দিয়েছে, আগামী কাল সন্ধ্যা ৭: ৩০ এর ফোন দিয়েন ।

অথবা এখনও ফোন দিতে পারেন

Level 0

খুব ভালো লাগলো………

সুন্দর দিকনির্দেশনা, ধন্যবাদ ।
বাংলা ই-বুক

ওয়েব ডিজাইন শিখার জন্য কিছু বাংলা ওয়েবসাইট এর লিংক দেন…

Level 2

দুয়া করি আল্লাহ্‌ আপনার ভহাল করুন । এত সুন্দর কথা পরলেই মন ভরে যায় ।

ভাল লিখছেন । http://www.w3schools.com থেকে সবাই ওয়েব ডিজাইন/ডেভেলপ শিখতে পারেন ।

Level 0

ভাল লাগলো

আপনি কি অনলাইন ওয়েব সাইট তৈরি করতে চান !
http://www.digitalmathbaria.com/web-design/

HTTP ও HTTPS দুটির মধ্যে পার্থক্য কি চলুন জানি
http://www.bestearnidea.com/what-is-http-and-https/