ব্লগ সাইট তৈরি করার একটি পূর্ণ টিউটোরিয়াল

বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করে সবাই ভাল আছেন! আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজ কয়েকদিন যাবত আপনাদের থেকে দূরে ছিলাম,

দূরে থাকতে ভাল লাগছিলনা তাই আবার আপনাদের কাছে ফিরে এলাম, এবং সাথে একটি গুরত্তপূর্ণ টিউটোরিয়াল নিয়ে, বলুনতো

কে না চায় যে তার একটি ওয়েব সাইট থাকুক? হাঁ ওই রকমই  আমি আজ আপনাদেরকে দেখাব

কিভাবে ব্লগার ডট কমে একটি পূর্ণাঙ্গ ব্লগ সাইট তৈরি করবেন। জানি এ বিষয়ে এর আগে অনেক পোস্ট হয়েছে, কিন্তু কোন টিউনার পূর্ণাঙ্গ টিউটোরিয়াল

উপস্থাপন করেননি, কারন অনেকেই শুধু ব্লগ সাইটটি কিভাবে তৈরি করা যায় সেই টিউটোরিয়ালটি দেখিয়েছেন। আমরা সবাই জানি একটি ব্লগ তৈরি করে

দেওয়া মানেই একটি পূর্ণাঙ্গ ব্লগ তৈরি করা নয়, কারন একটি ব্লগে অনেক গুলো কাজ করতে হয় যেমন= সাইটের ফন্ট সাইজ/ফিক্সেল কমানো বাড়ান,

টেম্পলেট চেঞ্জ/কাস্টমাইজ করা প্রয়জনের সময়, টাইটেল চেঞ্জ করা, ব্লগে বিভাগ তৈরি করা, পেজ তৈরি করা, কমেন্ট মডারেশন করা, এডালট প্লেট yes. no

করা ইত্যাদি ছাড়াও আরও অনেক অনেক কিছু, যেগুলো একটি ব্লগকে পূর্ণাঙ্গ রুপ দিতে পারে। মাফ করবেন মূল কথা না বলে অনেক বক বক করে ফেলেছি।

আসলে আমি আপনাদেরকে ওই রকমই মানে একটি পূর্ণাঙ্গ ব্লগ সাইট তৈরি করার টিউটোরিয়াল দেখাতেই এত বক বক। চলুন এবার শুরু করা যাক

ব্লগ সাইট তৈরির পর্ব, তার জন্য প্রথমে আপনার একটি “জি মেইল” একাউনট লাগবে, gmail.com

এ ক্লিক করে একাউনটটি করে নিন নিচের ফরমটি পুরন করে…

আপনার জি মেইল একাউনটটি কমপ্লিট হওয়ার পরে blogger.com এ ক্লিক করুন, তারপর id ও password দিয়ে লগ ইন করুন………

এবার আপনি new blog এ ক্লিক করুন নিচের মত…………………………………………………………………………………………

এরপর title এ লিখুন আপনার ব্লগ টাইটেল অর্থাৎ আপনি আপনার ব্লগ কে কি নামে দেখতে চান, এবং address এ লিখুন আপনার ব্লগের URL

মাণে আপনার ব্লগের ঠিকানা, তবে মনে রাখবেন আপনি URL যাই লিখুন না কেন, আপনার URL এর শেষে দিয়ে blogspot.com লিখা থাকবে।

এরপর টেম্পলেট থেকে আপনার পছন্ধ মত যে কোন একটি টেম্পলেট নির্বাচন করে নিচে create blog এ ক্লিক করুন, নিচে দেখুন………………

ব্যাস তৈরি হয়ে গেল আপনার একটি ওয়েব সাইট। এবার আপনি আপনার ব্লগের URL টি ব্রাউজারে লিখে এনটার চাপুন, এবং দেখুন আপনার

তৈরি করা ওয়েব সাইটটি ওপেন হয়ে গেছে। এবার আপনি আপনার ব্লগ সাইটটিকে কিভাবে সাজাবেন, কিভাবে কাস্টমাইজ করবেন

তার বিস্তারিত আমি বলবনা, ওটা দেখাব একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে, যেটা আমার লিখিত টিউটোরিয়াল থেকেও আপনাদের বুঝতে বেশি

সহজ হবে। টিউটোরিয়ালটি ডাউনলোড করে নিন এখান থেক।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

বিঃ দ্রঃ লিখাটি সর্ব প্রথম kamrul IT নামের ওয়েব সাইটে প্রকাশিত হয়েছিল।

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 407 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks ভাই প্রয়োজন হতে পারে, আপনার সাথে যোগাযোগ করবো।

ভাই বল্গ করে কি আয় করা যায়?

    @সবুজ হাসান: হ্যা করা যায় । আপনি যদি প্রফেশনাল ব্লগার হতে পারেন, তাহলে আপনি ব্লগিং করে মাসে ১০০০-২০০০ ডলার এরও বেশি আয় করতে পারবেন । তবে এর জন্য আপনাকে যথেষ্ট সময় দিতে এবং পরিশ্রম করতে হবে । আমার এই টিউনটি দেখুন – https://www.techtunes.io/web-design/tune-id/199657

অবশ্যই আয় করা যায়। সে ক্ষেত্রে আমার মনে হয় আপনার সাইটটি অনেক জনপ্রিয় হতে হবে! ভাই আমি ফ্রিলান্সিং করিনা
এবং ওটা ভাল ভাবে বুঝিওনা।

ধন্যবাদ স্ক্রীনশট সহ টিউনের জন্য । আশা করি ভবিষ্যতে আরো ভালো কিছু টিউন উপহার দিবেন ।

আপনাকেও ধন্যবাদ।

Nice

Level 2

ব্লগস্পট সাইট সত্যিই নতুনদের জন্য খুবই সহজ এবং ব্লগিং শেখার উপযোগী।

আপনারা যারা ফ্রি ডোমেইন ও হোষ্টিং দিয়ে নিজস্ব হোষ্টিংয়ে ওয়ার্ডপ্রেস সাইট বানাতে চান, আপনারা এই টিউটোরিয়ালটি Create a wordpress site with free hosting and domain name পড়তে পারেন। এটি আপনাদের ওয়ার্ডপ্রেস শিখার পাশাপাশি প্রফেশনালী ব্লগিং শিখতে সহায়ক হবে।

@kamrulbhuiyan vai ami blog e kono post er thumbnail kivabe jog korbo???????????

Level 0

download blocked..link a click korle aita dekhai!!

ধন্যবাদ ভাই
অনেক সুন্দর আর্টিকেল লিখেছেন। সম্পূর্ণ পোষ্টটি মনোযোগ সহকারে পড়েছি।

আমার ব্লগে BlogSpot দিয়ে ব্লগ তৈরি সংক্রান্ত বিষয়ে একটি পোস্ট রয়েছে। আশাকরি সকলের কাজে আসবে।

aponi caile amar blog ghure aste paren https://www.cricbz.com

easynoteshare.blogspot.com

easynoteshare.blogspot.com

বন্ধু, ছোট পরিসরে হলেও ব্লগ সাইট তৈরির খুব দারুন সাজেশন দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুর আরো জানতে হলে ক্লিক করুন – Munju