টেকটিউনের সবাই কে অভিনন্দন-ফায়ারবাগ-সিএসএস/এইচটিএমএল ডিবাগার

অনেক দিন থেকেই টেকটিউনে ঘুরাফেরা করি , কিন্তু টেকটিউনার হওয়ার দুঃসাহস করি নি।আজ আর এত ভাবনা চিন্তা করি নি ,ভাবলাম ,যা হয় হোক,হয়েই যাই একজন টেকি।কিন্তু টেকি হওইয়া কি এত সহজ?

যেহেতু ,এটা টেকটিউন,প্রথম দিনই আমাকে একটা টেকি পোষ্ট দিতে হবে ,তাই কি?বোধহয় তাই ! আচ্ছা ,আজকে আমি ফায়ারফক্স এর একটি এড-অন সম্পর্কে বলব ।

আমি জানি না এটা নিয়ে আগে টিউন হয়েছে কিনা ,হয়ে থাকলে জানাবেন দয়া করে ।

FIREBUG-CSS/HTML DEBUGGER

যারা ওয়েব ডেভেলপিং এর কাজ করেন এই এড-অন টি তাদের অনেক কাজে লাগতে পারে ।এটি ইন্সটল করার পর ব্রাউজারের ডান কোনায় একটা পোকার আইকন দেখা যাবে ,যে ওয়েবপেইজ টির css বা html ফাইলটি দেখতে চাই সেটি ওপেন করে এই আইকন টি তে ক্লিক করলে নিচে একটা প্যানেল খুলবে।সেখানে css ,html ,edit বাটনে ক্লিক করে সেই পেইজ টির কোড দেখাযাবে ,এমন কি আপনার সাইটের কোডে কোন error থাকলে সেটি হাইলাইট করবে এবং চাইলে সেটিকে edit করাও যাবে।আরও মজার ব্যাপার হচ্ছে html এর যেকোন attribute এ ক্লিক করে এর ডান পাশের একটি প্যানেলে সেই attribute টির style, layout ইত্যাদি দেখা যায়।নিঃসন্দেহে ,ওয়েব ডেভলপিং এ তরুন এমন একজনের জন্য এটি অনেক উপকারি ,আর যারা এটিতে সিদ্ধহস্ত সেই পরম গুরুজনদের ব্যাপারে কিছু বলার সাহস নেই আমার।

লিঙ্ক টি দিয়ে দিচ্ছি
https://addons.mozilla.org/en-US/firefox/addon/1843

এবং আপনাদের মন্তব্য আশা করছি ।

Level 0

আমি ইরায। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একজন সফল ব্লগার হওয়ার খুব ইচ্ছে ছিল,কিন্তু সেটা হয়ে উঠে নি,সময়ের অভাব ? হলেও হতে পারে ,কিন্তু তবুও আরো ভালো করে চেস্টা করা যেত হয়ত।পড়াশোনার খাতিরে UK আসা আর এসে অবধি প্রচন্ড বাস্তবতার মুখোমুখি ,চেনা অচেনার টানাপোড়ন ,আরও আরও অনেক কিছু,যা ,যেমনটি চেয়েছিলাম ,সেই চাওয়তে যেন বিরাট এক প্রতিবন্ধক হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, এই এডঅনটি নিয়ে এর আগে তিনটি টিউন করা হয়েছিল। যার লিংকগুলো হলো-
https://www.techtunes.io/roundup/tune-id/6031/
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/7047/
https://www.techtunes.io/web-development/tune-id/4553/
কোন বিষয়ের উপর টিউন করার আগে সার্চ করে নিলে ভাল হয়, যাতে করে পুনরাবৃত্তি না হয়।
( আপনাকে অভিনন্দন)