ওয়েব হোস্ট ম্যানেজার (WHM) টিউটোরিয়াল [পর্ব-১] :: ওয়েব হোস্ট ম্যানেজার কি ও এর লগিন প্রক্রিয়া কেমন?

ওয়েব হোস্ট ম্যানেজার WHM টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন যাবত ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল, ওয়েব হোস্ট ম্যানেজার(WHM) এগুলো নিয়ে কাজ করছি (টিউটোহোস্টে কাজ করার সুবাধে)। আমাদের অনেক গ্রাহক যারা রিসেলার নেন তাদের কাছে (WHM) একটি সম্পুর্ণ নতুন প্যানেল হওয়ার কারনে তাদেরকে বিভিন্ন সমস্যা পরতে হয়। WHM প্যানেল থেকে কিভাবে কি করতে হয় তারা বুঝতে পারেন না বিধায় আমাকে অনেক সময় সহায়তা করতে হয়। তো ভাবলাম ব্লগিং তো করি কিছুটা! এবার না হয় রিসেলারদের জন্য কিছু টিউটোরিয়াল লিখি! সে ভাবনা থেকেই শুরু করলাম "WHM টিউটোরিয়াল"। আশা করি সাথেই থাকবেন। আর কেমন হচ্ছে সেটা জানাবেন।

ডব্লিওএইচএম(WHM) বা ওয়েব হোস্ট ম্যানেজার (Web Hosting Manager) কি?

ডব্লিওএইচএম (ওয়েব হোস্ট ম্যানেজার) হল একটি শক্তিশালী প্রোগ্রাম যা ইন্টারনেট ওয়েব হোস্টিং সার্ভারের প্রশাসনিক কন্ট্রোল প্যানেল যেখান থেকে সকল সাইটের প্রশাসনিক কার্যাবলী নিয়ন্ত্রন করা যায়। মূলত সিপ্যানেল এবং ওয়েব হোস্ট ম্যানেজার একই ধরণের সফটওয়্যার। তবে সিপ্যানেল হল শুধু মাত্র নির্দিষ্ট একজন ব্যবহারকারীর ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল একাউন্ট এর পোর্ট ২০৮২ থেকে ২০৮৩। ওয়েব হোস্ট ম্যানেজার কন্ট্রোল প্যানেল একাউন্ট এর পোর্ট ২০৮৬ থেকে ২০৮৭। কয়েক ধরণের WHM ভার্সন থাকে।
রিসেলারদের জন্য ওবং ডেডিকেটেডদের জন্য এক রকম WHM ভার্সন ব্যবহার করা হয় এবং ভিপিএস এর জন্য অন্যরকম WHM ভার্সন ব্যবহার করা হয়।

যেভাবে WHMএ লগিন করতে হয়-

১) টাইপ http://ip adress:2086 অথবা http://yourdomain.com:2086
আর ২০৮৭ পোর্ট হলে
http://ip adress:2087 অথবা http://yourdomain.com:2087
অথবা http://yourIPaddress/whm অথবা http://www.yourdomainname.com/whm অথবা http://whm.yourdomainname.com/
নিচের মত পেজ আসবে-


২) ইউজার নেম দিতে হবে সিপ্যানেল আর WHM ২ প্যানেলের জন্যই একই ইউজার নেম
৩) পাসওয়ার্ড দিতে হবে। সিপ্যানেল আর WHM ২ প্যানেলের জন্যই একই পাসওয়ার্ড
৪) লগ ইন বাটনে ক্লিক করুন।

নিচেরপেজগুলোর মত আসবে।
রিসেলার WHM প্যানেলে এর হোমপেজ-

ডেডিকেটেড সার্ভারের WHM প্যানেল এর হোমপেজ-

আজ এই পর্যন্ত।সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেয।

পোস্ট লিখেছেন-নিলুফার ইয়াসমিন।

একসাথে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টিউন টির জন্য আপনাকে অনেক ধন্যবাদ মাহবুব ভাই।
আমি আপনার Hosting Service এ অনেক Satisfied.

    @hmmm: আপনাকেও ধন্যবাদ। আশা করি নিয়মিত ভাল সার্ভিস দিয়ে যেতে পারবো।
    টিউনটির ক্রেডিট নিলুফার ইয়াসমিনের।

    -ইতি মাহবুব।

Level 3

Vi amar cpanne user andl password not work for whm login. what can I do? bro pls tell me.

    @dcmphi: আপনি রিসেলার না হলে whm panel এ লগিন করতে পারবেন না। আর যদি রিসেলার নিতে থাকেন তাহলে আপনি আপনার হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।

প্রিয় টিউনার,

আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –

চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …

চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….

চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু

এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর স্কয়ার ব্রাকেটের ( [ ] ) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ( [ ] ) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর ডাবল কোলন (::) এর পরে চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু এভাবে লিখুন।

টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে। চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।

Level 0

আত সুন্দর টিউটরিয়াল জন্য ধন্যবাদ । কিন্তু আপনাদের টিউটরিয়াল এর ত কোন ছবি show করতেছে না । আমি এ জন্য Tunerpage এ ও গিলাম সেই খানেও একি অবস্থা । please আপনাদের Toturial post image গুলা যদি ঠিক করতেন খুবি help হত । আপনাদের whm Toturial টি দেখার জন্য অপেক্ষা থাকলাম । দয়া করে খুব সিগরই ঠিক করবে এই আসা ব্যাক্ত করছি ।

ধন্যবাদ ।