আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন যাবত ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল, ওয়েব হোস্ট ম্যানেজার(WHM) এগুলো নিয়ে কাজ করছি (টিউটোহোস্টে কাজ করার সুবাধে)। আমাদের অনেক গ্রাহক যারা রিসেলার নেন তাদের কাছে (WHM) একটি সম্পুর্ণ নতুন প্যানেল হওয়ার কারনে তাদেরকে বিভিন্ন সমস্যা পরতে হয়। WHM প্যানেল থেকে কিভাবে কি করতে হয় তারা বুঝতে পারেন না বিধায় আমাকে অনেক সময় সহায়তা করতে হয়। তো ভাবলাম ব্লগিং তো করি কিছুটা! এবার না হয় রিসেলারদের জন্য কিছু টিউটোরিয়াল লিখি! সে ভাবনা থেকেই শুরু করলাম "WHM টিউটোরিয়াল"। আশা করি সাথেই থাকবেন। আর কেমন হচ্ছে সেটা জানাবেন।
ডব্লিওএইচএম(WHM) বা ওয়েব হোস্ট ম্যানেজার (Web Hosting Manager) কি?
ডব্লিওএইচএম (ওয়েব হোস্ট ম্যানেজার) হল একটি শক্তিশালী প্রোগ্রাম যা ইন্টারনেট ওয়েব হোস্টিং সার্ভারের প্রশাসনিক কন্ট্রোল প্যানেল যেখান থেকে সকল সাইটের প্রশাসনিক কার্যাবলী নিয়ন্ত্রন করা যায়। মূলত সিপ্যানেল এবং ওয়েব হোস্ট ম্যানেজার একই ধরণের সফটওয়্যার। তবে সিপ্যানেল হল শুধু মাত্র নির্দিষ্ট একজন ব্যবহারকারীর ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল একাউন্ট এর পোর্ট ২০৮২ থেকে ২০৮৩। ওয়েব হোস্ট ম্যানেজার কন্ট্রোল প্যানেল একাউন্ট এর পোর্ট ২০৮৬ থেকে ২০৮৭। কয়েক ধরণের WHM ভার্সন থাকে।
রিসেলারদের জন্য ওবং ডেডিকেটেডদের জন্য এক রকম WHM ভার্সন ব্যবহার করা হয় এবং ভিপিএস এর জন্য অন্যরকম WHM ভার্সন ব্যবহার করা হয়।
১) টাইপ http://ip adress:2086 অথবা http://yourdomain.com:2086
আর ২০৮৭ পোর্ট হলে
http://ip adress:2087 অথবা http://yourdomain.com:2087
অথবা http://yourIPaddress/whm অথবা http://www.yourdomainname.com/whm অথবা http://whm.yourdomainname.com/
নিচের মত পেজ আসবে-
২) ইউজার নেম দিতে হবে সিপ্যানেল আর WHM ২ প্যানেলের জন্যই একই ইউজার নেম
৩) পাসওয়ার্ড দিতে হবে। সিপ্যানেল আর WHM ২ প্যানেলের জন্যই একই পাসওয়ার্ড
৪) লগ ইন বাটনে ক্লিক করুন।
নিচেরপেজগুলোর মত আসবে।
রিসেলার WHM প্যানেলে এর হোমপেজ-
ডেডিকেটেড সার্ভারের WHM প্যানেল এর হোমপেজ-
আজ এই পর্যন্ত।সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেয।
পোস্ট লিখেছেন-নিলুফার ইয়াসমিন।
একসাথে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
টিউন টির জন্য আপনাকে অনেক ধন্যবাদ মাহবুব ভাই।
আমি আপনার Hosting Service এ অনেক Satisfied.