আশার বাণী “জানতে চাই শিখতে চাই” আমি প্রফেশনাল ওয়েব Developer হতে চাই । অভিজ্ঞ টিউনার ভাইদের মতামত প্রয়োজন।

 
যে কোন বিষয়ে বিশেষ করে কোন গুরুত্বপূর্ণ কাজ হাতে নেয়ার পূর্বে যে বিষয়ে যে অভিজ্ঞ এবং সফল তাদের কাছ থেকে মতামত সেই সাথে দুয়া অবশ্যই নেয়া প্রয়োজন। আর এই দৃষ্টিকোন থেকে আমি আবারও আমি আমার অভিজ্ঞ টিউনার ভাইদের কাছ থেকে মতামত চাচ্ছি। এর পূর্বে আমি টিউনটি করেছিলাম করে রেজওয়ান ভাই এবং বিপ্লব ভাইদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাই। তার পর আবার আমি চাচ্ছি টিনটিন,মঈন,শাকিল আরফিন,হাসিব,মেহেদি,রনি,রিয়া,আমিনুল ইসলাম সজিব এই রকম অভিজ্ঞ টিউনার ভাই/বোনদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ও কার্যকারী তথ্যের আশা করছি। আর আমরা যারা প্রাতিষ্ঠানিক ভাবে শিখতে চাই আমাদের চ্যাট আইডি দিয়ে মতামত জানাই।
আমি প্রফেশনাল ওয়েব Developer হতে গেলে আমার কি কি জানা প্রয়োজন তা অভিজ্ঞদের কাছ থেকে জানতে চাই। তাই দয়া করে আমাকে এই বিষয়ে আপনাদের যতাসাদ্য চেষ্টা করবেন আশা করি। আমি Freelance সাইট গুলো থেকে ডাটা এন্ট্রির কাজ করে আসছি। কিন্তু এই কাজ খুব সময় সাপেক্ষ এবং অনেক বিরক্তিকর কাজ তা আপনারা সবাই কম বেশি জানেন। তাই আমি কয় একদিন থেকে চিন্তা করছি যে, কি ভাবে অল্প সময় ব্যয় করে Freelance থেকে টাকা ইনকাম করা যায়। আর এই চিন্তা/কল্পনা আপনাদের সাথে শেয়ার করলাম।

  • আমি অনেক সময় পত্র পত্রিকায় এবং বিভিন্ন Magazine দেখেছি যে, জুমলা এবং পি এইচ পি শিখে ফ্রিলেন্স সাইট গুলো থেকে কাজ নিয়ে সহজে টাকা ইনকাম করুন। আসলেই কি ভালবাবে জুমলা এবং পি এইচ পি শিখলে ফ্রিলেন্স সাইট গুলো থেকে কাজ পাওয়া যাবে বা আমি সঠিক ভাবে উক্ত কাজের Admin কে আকৃষ্ট করতে পারব ?
  • এছাড়া অন্য কোন ভাল কাজ আছে কি যা শিখে Freelance সাইট গুলো থেকে কাজ করে ১০০% লাভবান হতে পারব বা আমার সাথে অন্যরাও লাভবান হতে পারবে ?
  • জুমলা বা পি এইচ পি কাজ গুলো কি আমি বিডিও টিউটরিয়াল বা ধারাবাহিক পর্ব পড়ে সঠিক ভাবে শিখতে পারব ? না যে কোন ভাল প্রতিষ্ঠান থেকে শিখতে হবে তা জনতে চাই ?

আশা করি এই প্রশ্ন/সমস্যা গুলোর সঠিক উত্তর/সমাধান দিবেন অভিজ্ঞরা তাদের বাস্তব্য জ্ঞান থেকে।
আমার মনে হয় আমার সাথে আরও হাজার জনের মতের মিল পড়বে। কারন সবাই চায় তার নিজের মত পৃথিবী হক। আমাদের আশ পাশ সব ধরনের ব্যবসা চাকুরির ক্ষেত্রে এগুয়েমী চলে আসছে।

তাই বর্তমান কিছু তরুন সমাজ ইন্টারনেট ভিত্তিক ব্যবসা এবং স্বাধীন চাকুরি খুজে বেড়ায়। কিন্তু সঠিক জ্ঞান এবং সঠিক পরিচালনার অভাবে সেই সাথে পরিবেশের অভাবে তা বিকাশ ঘঠতে পারছেনা। তাই আপনাদের মধ্যে অভিজ্ঞ যারা তারা আমাদের সঠিক জ্ঞান এবং সঠিক র্নিদেশনা দিয়ে পরিচালনা করেন তাহলে একটা দেশের মধ্যে প্রযুক্তি বৈষম্যতা বাড়বে না।

একজন অভিজ্ঞ এই কাজ হাতে নিলে আমার মনে হয় অনেক অভিজ্ঞ পাশে এসে দাড়াবে। যেমনটি এই টেকটিউনস প্রাল্টর্ফম তৈরি হয়েছে অভিজ্ঞ সেই সাথে অনভিজ্ঞ দের নিয়ে। যার পরবর্তি ফলাফল খুব না হক একটু ভাল হতে পারে ই-কর্মাস এর জন্য (প্রয়োজন থেকে মানুষ আভিষ্কার করে আর আভিষ্কার করতে না পারলে বক্তব কবিতা গান সাহিৎতের মাধ্যমে আর আমরা টেকটিউন ব্লগের মাধ্যমে অভিজ্ঞদের সজাগ করে দেই)

Level New

আমি Mohi uddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সহমত………….

    Level New

    ধন্যবাদ এক্সপ্রেসজামান ভাই। আমি সেই সাথে জানতে চাই আপনি কি web এর কাজ সঠিক ভাবে শিখতে চান ?

মহি উদ্দিন ভাই আপনার পুরো টিউনটির সাথে আমি একমত। এখনি সময় এগিয়ে যাবার…..

মহি উদ্দিন ভাই এর সাথে আমিও আহ্ববান জানাচ্ছি অভিজ্ঞ ব্যাক্তিরা যেন আমাদের পাশে এসে দাড়ান

    Level New

    ধন্যবাদ এ.আর.রলিন ভাই আপনার মন্তব্যের জন্য। তবে আমরা যারা শিখতে চাই সবাই এক্ষত্রে শিখলে ভাল হত।

    ঠিক বলেছেন ভাই।

    এটা কিভাবে করা যায়?

Professional web developer হতে নিচের বিষয়গুলি শিখতে হবে-
1.HTML
2.CSS
3.JavaScript(Client Side Programming)
4.PHP(Server Side Programming)
5.My SQL(Database)
Joomla লাগবেনা যদি PHP শেখেন।My SQL এর সাথে কিভাবে PHP এর যুক্ত করতে হয় ডাটাবেসের এ ধরনের কিছু কাজ শিখতে হবে।ওয়েব সাইটের টিউটোরিয়াল থেকে শিখতে পারেন তবে সরাসরি করো হেল্প তো কিছু লাগবেই।আর বুয়েটসহ দেশে অনেক প্রতিষ্ঠান প্রশিক্ষন দিয়ে থাকে।এসব প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষন নিতে পারলে সবচেয়ে ভাল।এসব শিখতে পারলে আপনি যদি ফ্রিল্যান্সিং নাও করেন তবু দেশেই ওয়েব ডিভলপারের বেশ চাহিদা আছে।
http://www.buet.ac.bd/cse/iac/contents/Course_Content_All.pdf এখান থেকে দেখতে পারেন ঠিক কোন্ কোন্ বিষয়গুলি আপনাকে জানতে হবে ভাল ডিজাইনার হতে হলে।(Course Content:IAC-SOFT-WDAD শিরোনামে যে বক্স আছে সেটি দেখুন)

    আপনার মূল্যবান পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ
    বুয়েটে কোর্সটি করতে হবে কবে, কখন, কি যোগ্যতা লাগবে এবং কত খরচ হবে এ সম্পর্কে একটু বিস্তারিত বললে খুবই উপকৃত হতাম। এ সংক্রান্ত কোন তথ্য বুয়েটের সাইট থেকে খুজে পাইনি। প্লিজ……………

    বুয়েটের CSE ডিপার্টমেন্টের IAC তে এরুপ বেশ কয়েকটি কোর্স ইদানিং চালু করেছে।কোর্সগুলোর সময়কাল ২ মাস,নূন্যতম H.S.C পাস থাকতে হবে,কোর্স ফি ১০,০০০ টাকা,পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে,তবে CSE,EEE বা IT related কোন বিষয়ের ছাত্র হলে পরীক্ষা দিতে হবেনা।বুয়েটের টিচাররাই ক্লাস নেন,সার্টিফিকেটও CSE Dept., BUET থেকে দেয়া হয়।বুয়েটের সাইটে বিস্তারিত দেয়া আছে।http://www.buet.ac.bd/cse/iac/

    Level New

    রেজওয়ান ভাই আপনার গুরুত্ব পূর্ণ তথ্যের জন্য অশেষ ধন্যবাদ। আপনার ইমেইল এড্রেস একটু দেন প্লিজ

    Level New

    কামরুল ভাই আপনারা কিছু না হয় জানেন কিন্তু আমি এখনও জুমলা পি.এইচ.পি এসব বিষয়ে কিছুই জানিনা তাই আপনার শিখতে গেলে অবশ্যই আমাকে জানাবেন আর আপনার ই-মেইল এড্রেসটা দিবেন

Level 0

ভাইয়া
আমি PHP ভাল জানিনা ,কিন্তু আমি জুমলা আর ওয়ার্ডপ্রেস জানি। জুমলাটা DIIT (Daffodil institute of it) তে শিখেছি শুধু certificate এর জন্য । আর যে জুমলা পারবে সে এমনিতেই ওয়ার্ডপ্রেস শিখতে পারবে একটু ঘাটাঘাটি করলে। তবে হা DIIT তে জুমলা ভালো শিখায় না । ওরা Basic শিখান, মনে হয় যেন ওরা অনেক কিছু জানে আসলে তারা শুধু local computer এ জুমলা instal করা ছাড়া আর কিছুই জানেনা । আপনি আগে নিজে চেষ্টা করুন। জুমলা বা ওয়ার্ডপ্রেস এর উপর কিছু বই সংগ্রহ করেন যেমন :Dan Rahmel এর লেখা Professional Joomla এটা খিলখেতের শুধু একটা দোকানেই পাওয়া যায়। দোকানটার নাম আমার মনে নাই । আর আমার কাছে জুমলার উপরে ৩০০ মেগাবাইট এর Lynda.com – Joomla! 1.5 Essential Training টিউটোরিয়াল আছে আপনি চাইলে লিংক দিয়ে দিতে পারি । আর বাংলাদেশেও জুমলার উপর কিছু বেসিক টিউটোরিয়াল পাওয়া যায় দেখতে পারেন। আমি নিজেও জুমলা শিখায় আমার বাসায়

    ভাই লিংকটা দেন।

    Level New

    দয়া করে লিংক টা দেন। আর আপনার ই-মেইল এড্রেস সেই সাথে আপনার গুরুত্ব পূর্ণ তথ্যের জন্য ধন্যবাদ।

    ভাই লিঙ্ক আমার কাছে ও আছে। কিন্তু সমস্যা হলো রেপিড শেয়ার এর লিঙ্ক আর সাইজ অনেক বেশি।

Level 0

ভাইয়া Mohi uddin
আমি PHP ভাল জানিনা ,কিন্তু আমি জুমলা আর ওয়ার্ডপ্রেস জানি। জুমলাটা DIIT (Daffodil institute of it) তে শিখেছি শুধু certificate এর জন্য । আর যে জুমলা পারবে সে এমনিতেই ওয়ার্ডপ্রেস শিখতে পারবে একটু ঘাটাঘাটি করলে। তবে হা DIIT তে জুমলা ভালো শিখায় না । ওরা Basic শিখান, মনে হয় যেন ওরা অনেক কিছু জানে আসলে তারা শুধু local computer এ জুমলা instal করা ছাড়া আর কিছুই জানেনা । আপনি আগে নিজে চেষ্টা করুন। জুমলা বা ওয়ার্ডপ্রেস এর উপর কিছু বই সংগ্রহ করেন যেমন :Dan Rahmel এর লেখা Professional Joomla এটা খিলখেতের শুধু একটা দোকানেই পাওয়া যায়। দোকানটার নাম আমার মনে নাই । আর আমার কাছে জুমলার উপরে ৩০০ মেগাবাইট এর Lynda.com – Joomla! 1.5 Essential Training টিউটোরিয়াল আছে আপনি চাইলে লিংক দিয়ে দিতে পারি । আর বাংলাদেশেও জুমলার উপর কিছু বেসিক টিউটোরিয়াল পাওয়া যায় দেখতে পারেন। আমি নিজেও জুমলা শিখায় আমার বাসায়

    এই কোস এর খরচ কেমন ভাই?

যেকোনো আইটি বিষয়ে কাজের প্রথমে সবার উচিত ভালো কম্পিউটার জানা। অনেকে আমার সাথে একমত হবেন না জানি, কিন্তু আমার কোথা হলো আপনি যার উপর ভিত্তি করে কাজ করবেন সেটাকে প্রথমে ভালো করে জানতে হবে। এরপর আসি পরের বিষয় নিয়ে।

Web Design, Web Developing এক জিনিস না। তবে একটা আরেকটার সাথে জরিত। একজন Professional Developer হতে হলে দুইটাই ভালো করে জানতে হবে। কারণ আমাদের দেশে একটা শিখে ভালো করা যাই না। তাই আমাদের দেশে থেকে যদি ভালো কিছু করতে হয় তাহলে ALL ROUNDER হতে হবে।

এখন আসি Web Design, Web Developing শেখার জন্য কি কি শেখার দরকার।

———————— আসছে পরের পর্বে ..

আরো জানতে ভিজিট করুন…
http://pns.mehedi.com.bd
http://ojana.info

    ধন্যবাদ।আপনি ঠিকই বলেছেন।ওয়েব ডিজাইন বলতে ফটোশপ,ফ্ল্যাশ ইত্যাদি দিয়ে পেজটির ইন্টারফেস কেমন হবে এবং কোডিং এর সাথে এর সম্পর্ক নেই এসব বুঝালেও “Web Design” শব্দটি এত বহুল প্রচলিত হয়ে গেছে যে ওয়েব ডিভলপমেন্টও এর ভিতর ঢুকিয়ে শব্দদুটির শাব্দিক অর্থ লঙ্ঘন করা হচ্ছে।এমনকি প্রায় সব IT Firm গুলির যদি কোডার (ওয়েব ডিভলপার) দরকার হয় তারাও ওয়েব ডিজাইনার চাই শিরোনামে বিজ্ঞাপন দিয়ে রিকোয়ারমেন্টে PHP,JavaScript ইত্যাদি জানতে হবে উল্লেখ করে দেয়।তাই যদি বলেন আপনি ওয়েব ডিজাইনার তাহলে ধরে নেয় আপনি ডিজাইন কোডিং দুটোই জানেন।

    আমি php সেখার চেস্টা করছি।আমি html,CSS মোটামুটি পারি আর খুব সামান্ন Javascript পারি।৪,৫ দিন হল আমি joomla সিখার চেস্টা করছি।যে course এর কথা রেজয়ান ভাইয়া লিখেছেন সটা আমার জন্য অনেক costly।আমার জন্য bear করা সম্ভব হবে না।আমি যেভাবে শিখছি সেটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়না।কম খরচে কোথায় এগুলো সিখা জায় জানালে খুব উপকার হবে।যদি কোন ভাইয়া প্রাইভেট এ সিখান তো খুব ভাল হয়।যারা এই বিসয় গুলোতে দক্ষ তারা যদি একটু এগিয়া আসেন তো আমরা কখনই আটকে থাকব না।১০,০০০ টাকা দিয়া course করার সামরথো কয়জনের আসে?

BUET এর ১৬ ডিনের ক্লাসে কি web disign and developing সেখা সোমভোব ?BUET এ কি কেউ এই কোরস টা কোরেচেন ? কোরলে এক্সপেরিএনচ টা কি শেয়ার কোরবেন ?