টেক নিউস বিডি ২৪ এ সবাইকে স্বাগতম।

টেক নিউস বিডি ২৪ এ আপনাদের সবাইকে স্বাগতম এবং আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা এই ওয়েবসাইটে টেক বিষয়ক বিভিন্ন তথ্য পেতে পারেন। এখানে আপনারা লেখা দিতে পারেন। আপনারা যদি এই ওয়েবসাইটটিতে লেখা দিতে চান তাহলে এই ইমেইলেঃ [email protected] লেখা পাঠাতে পারেন। আপনারা Subject Box এ আপনাদের লেখার শিরোনাম, Message Box এ আপনাদের লেখা দিবেন। লেখার নিচে অবশ্যই আপনাদের নাম দিবেন। আপনারা এখন থেকেই লেখা পাঠাতে পারেন। আপনারা লেখা পাঠানোর পর খুব শীঘ্রই এটা আমার ওয়েবসাইটে দেখতে পারবেন। আপনারা যদি ছবি সহ লেখা পাঠাতে চান তাহলে লেখার পর যেখানে ছবি দিতে চান সেখানে ফাঁকা রাখবেন। আর ছবি কোনটার পর কোনটা বসাতে চান তার নাম্বার দিয়ে দিবেন। যেমনঃ ১,২,৩ ইত্যাদি। আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

Website: http://technewsinbd24.blogspot.com

Level 0

আমি tarek1010। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

এটি কি বাজার পেয়েছেন । আপনার ব্লগের বিগ্গাপন দিচ্ছেন

Level 0

হ ভাই। কি আর করুম।

আপনাদের মত কয়েকজন এর জন্যই টিটির সম্মানটা ক্ষুন্ন হয় ।
এই পোষ্টটি মুছে ফেলার আবেদন করছি

Level 0

কত মানুষই তো নিজের ব্লগের পোষ্ট দিচ্ছে। তাদের তো সবাই বাহবা জানায়। আমার দোষটা তাহলে কোথায়?

সবচাইতে ভাল হত আপনার ব্লগে্র ইউনিক কোন নিউজ যদি আমাদের সাথে শেয়ার করে এরপর নিচে আপনার ব্লগটির নাম শেয়ার করতেন। আর ফয়সাল ভাইয়ের যেভাবে বললেন তা করুন, তাহলে আপনাকে আর এত কষ্ট করতে হবে না!! নতুন ব্লগের জন্য শুভেচ্ছা থাকল!

Level New

গেছিলাম গিয়েই দেখি ও মা সবার আগেই পিটিসি

Level 0

VAI ptc site…………….hhhhhhhhhhhhhhhhhhhhhhhhh

৥পাগলা স্ক্যানার ভাই এর সাথে সম্পূর্ণ একমত
আমার এক বন্ধু কৃষি ডিপ্লোমাতে পড়ে তবুও তার ব্লগটা জটিল বানায়ছে : http://bangla-agriculture.blogspot.com/

ভাল লাগলো না !

Level 0

ভাই,
কষ্ট করে সাইট বানাচ্ছেন কি পিটিসি র জন্য ?এটা কী কাজ করলেন !পিটিসি র ব্যনারটা তুলে ফেলার অনুরোধ রইল ।
আপনার উদ্দ্যেগের জন্য ধন্যবাদ জানাচ্ছি ।

মাথায় কি ঘিলু কিঞ্চিৎ কম আছে ভাই। এখানে আমরা নিজেই নিজের লেখা পোস্ট করতে পারি। আপনার ফ্রি সাইটে গিয়া অত ঢং করতে যাবো কেন।

একটা জিনিষ বুঝলাম না।আমি যখন আমার নিজের ব্লগ নিয়ে এখানে রিভিউ দিলাম,কিছুক্ষনপর সেটা বন্ধ করে দেয়া হলো।এখন অনেকে নিজের সাইট এর রিভিউ এখানে দিচ্ছে,কিন্তু কারো টিউন বন্ধ করা হচ্ছে না।এটা কেমন কথা?

এদের টিউন বন্ধ করা না হলে আমার টিউন টা কেউ উন্মুক্ত করে দিতে হবে।

মুকুট ভাইয়ের সাথে আমিও একমত । কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যেটা পড়ে লোকজন উপকৃত হত নিশ্চিত, আর আমিও অনেক সওয়াব এর অংশীদার হতে পারতাম । পোস্টটি ছিল রমজান বিষয়ে, পোস্ট করার কিছুক্ষণ পরেই আমার পোস্ট পেন্ডিং করে দেয়া হযেছিল । অথচ তার কারণ আজ পর্যন্ত বুঝলামনা অথচ আরো অনেকে রমজান বিষয়ে পোস্ট দিয়েছিল তাদের কারোটাই সরানো হয়নি আমার পোস্টটি পথ হারা পথিক এর পথ প্রদর্শক হতে পারত বিজ্ঞ মডারেটর ও অনেক সওয়াব পেতেন তাতে কোনো সন্দেহ নেই প্রযুক্তির নানা পোস্ট এর পাশাপাশি এটা ছিল আমার সবার প্রতি ভালো একটি পোস্ট । সাম্প্রতিক প্রযুক্তি বিষয়ে বিভিন্ন পোস্ট ও করেছি, আমার ব্লগ টিও প্রযুক্তি বিষয়ে । নীতিমালা কেউ মেনে চললেও তাকে পেনাল্টি দেয়া হচ্চ্ছে, আর কেউ না মানলেও তাকে কিছুই বলা হচ্ছেনা, আইন সবার জন্য সমান করা উচিত ।