
প্রিয় পাঠক পাঠিকা , প্রথমে আমার আন্তরিক সালাম ও পবিত্র রমযানের শুভেচ্ছা । আশা করি সকলে আল্লাহ্ রহমতে লোডশিডিং এবং ট্রাফিক সিংনালের চেয়ে অনেক ভাল আছেন। দোয়া করি ভাল থাকেন। তবে সবার কাছে আগেই বলে রাখি, টিউনটি ছোট এবং PhpMyAdmin দের জন্য। আমি মাত্র PhpMyAdmin এর কাজ শিখতাছি। তাই শিখার পাশাপাশি আপনারদের জন্য শেয়ার করার চেষ্টা অফিসে বসে চালিয়ে যাচ্ছি। যাহারা এই PhpMyAdmin এর পারদর্শী তাহারা জানাবেন এই টিপসটি কেমন হয়েছে। আর যদি কথাও পরিবর্তন পরিবর্ধন করা লাগে তা Comment এর মাধ্যমে জানাবেন।
১। প্রথমে আপনার Hosting Account খুলন।
২। নিচের ছবির মত PhpMyAdmin সিলেক্ট করুন Databse Hosting থেকে।

৩। এখন বামপাশের সাইডবার এর Dropdown menu থেকে WordPress Database সিলেক্ট করুন। তারপর Automatically reload এবং টেবিল দেখাবে।
৪। এখানে Navigation bar থেকে SQL Tab এ ক্লিক করতে হবে।
৫। Text area তে নিচের Code টি টাইপ করুন।
UPDATE `wp_users` SET `user_pass` = MD5( "new_password_here" ) WHERE `wp_users`.`user_login` = "admin_username";

( new_passowrd_here এর যায়গায় আপনার ইচ্ছামত Passowrd দিতে পারবেন এবং admin_username এর যায়গায় আপনার ইচ্ছামত যে কোন নাম দিতে পারবেন।)
6. এখন Go button ক্লিক করুন। এখানে আপনার UserName and password পরিবর্তন করার অপশন পাবেন।
এখন থেকে আপনার WordPress এর Account টি Login করুন নতুন UserName & Password এর মাধ্যমে।
এই টিপসটি শুধু Self hosted WordPress দের জন্য।
আর যদি আপনার ওয়েব সাইটের Password ভুলে যান তাহলে মেহেদী ভাইয়ের ১৬তম টিউনটি দেখে নিতে পারেন এখানে ক্লিক করে।
আমার ভাল মন্দ আপনার Commnet এর মাধ্যমে জানাবেন, আর ৫-১০ মিনিট সময় পেলে আমার ব্লগে একবার ডু মেরে আসবেন। "মা'সালাম"
জানি সবচেয়ে কম Comment প্রাপ্ত টিউন তবু আপনারদের জন্য।
আমি মোঃ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 783 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i have not interested to give my biographical information.
🙂