আমি টেকটিউনসে পাঠক হিসেবে অনেক পুরাতন কিন্তু পোষ্ট দাতা হিসাবে একেবারে নতুন। তাই ভুল হওয়াটা স্বাভাবিক, সেজন্য ভুল হওয়ার আগেই সকল টিউনারের কাছে ক্ষমা চাইছি।
এটিই আমার লেখা জুমলার উপর এবং টেকিতে পাঠানো প্রথম ও একটি খুচরা পোষ্ট। অসুবিধা নাই, পরবরতিতে ধারাবাহিক পোষ্ট, ও বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে। এই পোষ্টটা আমার সদ্য অগ্রজমান ব্লগ থেকে আপনাদের জন্য শেয়ার করলাম, ব্লগার হিসাবেও আমি আমার ব্লগেও নতুন, তাই সকলের কাছে অনুরোধ আপনারা আমার লেখাটি কপি করে কোথাও ব্যাবহার করবেন না।
এবার দেখুন কিভাবে উপোরোক্ত কাজ টি করতে হয়, ও ভাল কথা আমি এখনই আপনাদের সাথে আমার ব্লগের লিংক টা শেয়ার করলামনা অসমপূরন হওতে।
প্রথমে C:\xampp\htdocs\joomjoom\administrator\templates\bluestork\images-এভাবে আপনার লোকাল/হোষ্ট সারভারে যেখানে আপনি জুমলা ইন্সটল দিয়েছেন সেখানে প্রবেশ করুন,আমি এখানে সবুজ joomjoom দ্বারা আমার জুমলা ডাটাবেজকে ও লাল bluestork দ্বারা জুমলার একটি ডিফল্ট administrative টেম্পেলেট কে বুঝিয়েছি, জুমলাতে সাধারনত প্রাথমিকভাবে bluestork ও hathor নামে দুটি ডিফল্ট administrative টেম্পেলেট থাকে , আপনি আপনার চাহিদামোতাবেক পরবরতিতে চেঞ্জ করে নিতে পারেন।এখানে j_login_lock.png নামে logo থাকে ,আপনি যে ছবিটিকে admin logo হিসাবে ব্যাবহার করতে চাচ্ছেন সেটিকে সেইম ফরমেটে, সাইজে ও নামে ফটোশফে এডিট করে computer এর desktop অথবা খুশিমত স্থানে save করুন , অতঃপর সেখান থেকে কপি করে উপরের দেওয়া ডিরেক্টিভ অনুযায়ী আপনার joomla data base এর image folder এ paste করুন ও replacement চাইলে replace করুন। এবার ব্রাউজার এ http://localhost/databse name/administrator- লিখে enter press করুন, দেখবেন joomla এর default logo change হয়ে আপনার replacement কৃত logo এখনে হাজির।
অন্যভাবেও করা যায় সেটি নিয়ে পরে একদিন লিখব....সেপরযন্ত ধৈরয্য ধরে অপেক্ষা করুন।
আমি এস,এম,হুমায়ুন কবীর।। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হুমায়ুন কবির, পেশায় একজন AutoCAD ডিজাইনার
সুন্দর টিপস! ধন্যবাদ। পরেরটার আশায় রইলাম…