একটি ওয়েব সাইট নির্মাণের আত্মকথা ও টেকটিউনস এর অবদান

বাংলাদেশে প্রচলিত প্রধান তিনটি শিক্ষা ব্যবস্থার অন্যতম একটি শিক্ষা ব্যবস্থা হলো কওমী মাদরাসা শিক্ষা ব্যবস্থা তথা ইসলামী শিক্ষা ব্যবস্থা। ১৮৬৭ সালে বৃটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে যার গোড়াপত্তন হয়েছিল। ইদানিং একশ্রেণীর কাণ্ডজ্ঞানহীন কিছু লোক ও মিডিয়ার অব্যাহত অপপ্রচারের ফলে সমাজে কওমী মাদরাসা শিক্ষা সম্পর্কে একটি নেতিবাচক ধারনা তৈরি হয়েছে যার সবটুকুই সত্য নয়। আর আলেম সমাজের নিজস্ব অথচ শক্তিশালী কোন মিডিয়া না থাকায় প্রকৃত সত্যটাও তুলে ধরা যাচ্ছে না।

এমতবস্থায় একটি মিডিয়ার প্রয়োজনীতা অনুভব করছিলাম অনেকদিন থেকেই। আর সেটা প্রিন্ট মিডিয়া বা ইলেক্ট্রনিক্স মিডিয়া নয় তা হবে ওয়েব মিডিয়া। যেখানে কওমী মাদরাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান তুলে ধরা হবে বিস্তারিত ভাবে। পাশাপাশি বাংলাদেশে পরিচালিত সকল কওমী মাদরাসার পরিচিতি, পাঠ্যক্রম, ও তাদের কার্যক্রম তুলে ধরা হবে, সাথে কওমী পড়ুয়া ছাত্রদের সমাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে তাদের কৃতিত্ব ও অবদান সম্পর্কিত আলোকপাত এবং কওমী মাদরাসা সংক্রান্ত প্রকাশিত-অপ্রকাশিত প্রবন্ধ-নিবন্ধ ও পর্যালোচনার সমৃদ্ধ কালেকশন। ইসলামী ও শিক্ষনীয় কবিতার বিশাল সংগ্রহ।

কিন্তু দুঃখজনক হলেও সত্য যে জেলা শহরগুলোতে এখনও পর্যন্ত ওয়েব সাইট সম্পর্কিত জ্ঞান অনেকটা দুর্লভ। তাই দীর্ঘ ৫ বছর যাবত তথ্য-প্রযুক্তির ব্যবসার সাথে সংশ্লিষ্ট থাকার পরও ওয়েবের প্রাথমিক বিষয় ডোমেইন ও হোষ্টিং সম্পর্কে পর্যাপ্ত ধারনাও ছিলনা। কিন্তু তাই বলে থেমে থাকা তাও তো হয়না। এর ওর কাছে ধরনা দিতে থাকলাম। একসময় খোঁজ পেলাম ফয়সালের (যার bbaria.com নামে নিজস্ব একটা সাইট আছে) যে কিনা আবার কওমীর ছাত্র। কিন্তু সে ব্যস্ত থাকায় আমাকে তেমন একটা সময় দিতে পারেনি। আমার অব্যাহত চাপাচাপিতে এক সময় আমাকে একটা সাইটের ঠিকানা দিয়ে বলল এখানেই আপনার সব উপকরণ পাবেন। আর কারো সাহায্য-সহযোগিতার প্রয়োজন হবেনা।

সেই থেকে শুরু। এবং খুব অল্পদিনেই কওমী ডট কমের আত্ম প্রকাশ। যার প্রায় সবটুকু অবদানই টেকিটউনস এর। স্যালুট তোমাকে হে টেকটিউনস।তুমিই বাংলাদেশের তথ্য-প্রযুক্তির উন্নয়নের সফল রাহবার। বেঁচে থাকো তুমি। বেঁচে থাকো কোটি বাঙ্গালির স্বপ্নকে বুকে ধারন করে। শুধু প্রযুক্তিতে নয় সকল ক্যাটাগরিতেই তুমি হও বাংলার নাম্বার ওয়ান।

সেই সাথে যাদের কথা না বললেই নয় তারা হলেন শাকিল ভাই ও তার আর্নহেল্প, জাকির ভাই ও তার টেকটুইটস, আমিনুল ভাই ও তার বিডিরং, টিউনারপেজ, সাইফুল ভাই, মাহবুব ভাই, বিপুল ভাই সহ টেকটিউনস এর সবার কাছে আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। তাদের লেখাগুলো আমাকে অসম্ভব সাহায্য করেছে। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যুগিয়েছে। সর্বোপরি একটি ওয়েবসাইট নির্মাণে সহযোগিতা করেছে। সবাইকে ভালোবাসা, ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনাদের সহযোগিতায় তৈরি সাইটটি একবার দেখে ভুলগুলো ধরিয়ে দিলে আরো কৃতজ্ঞ থাকবো। ভালো থাকবেন সবাই। আমার লেখায় কেউ আঘাত পেলে দুঃখিত। জীবনের প্রথম টিউনতো তাই ভুল হতেই পারে।

http://qawmee.comhttp://www.qawmi.net

Level 0

আমি qawmee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Managing Director of Shurid IT Limited


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার কিছু তথ্যে ভুল ছিল ঠিক করে দিলাম। আর শুভেচ্ছা রইলো

Level 0

ধন্যবাদ ভাই আপনার লেখাগুলোও নিয়মিত পড়ি

Level 0

থাকবে কেমনে এদের কাছে wet ,internet ,বিজ্ঞা্‌ন প্রযুক্তি,enlish শিক্ষা এখন ও হারাম ও নাপাকি কাজ
এদের এখন ও পড়াশুনার মাধ্যম ঊর্দু । এরা এখন ও ধর্মীয় গোড়ামি থেকে মুক্ত হতে পারেনি।আমি নিজে কওমী মাদ্রাসার ছাত্র।এখন চট্টগ্রাম বিশ্ববিদালয়ে পড়ছি…………

Level 0

আমার খুব দুঃখ লাগতেছে যে আপনি কওমীর ছাত্র হওয়ার পর বর্তমান অবস্থা না জেনে এমন মন্তব্য করলেন। বর্তমানে প্রায় সব মাদরাসাতেই ইংরেজি পড়ানো হয় শুধু তাই নয় অনেক মাদরাসায় রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব। তথ্য প্রযুক্তি বলেন আর নেট বলেন এখন কওমী ছাত্রদের উপস্থিতি অনেক বেশী। আশা করি কোন ব্যাপারে মন্তব্য করার পূর্বে সে সম্পর্কে যথেষ্ট খোঁজ খবর নিবেন।

Level 0

qawmee ভাই দুঃখ লাগার কিছু নেই mehadi_19 সত্য কথাটাই বলেছে। “বর্তমানে প্রায় সব মাদরাসাতেই ইংরেজি পড়ানো হয় শুধু তাই নয় অনেক মাদরাসায় রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব।” শুধু অত্যাধুনিক কম্পিউটার ল্যাব থাকলে হবেনা মন ঠিক করার ল্যাবও লাগবে মাদ্রাসা গুলোতে। আমিও কওমি মাদ্রাসার ছাত্র এখন স্টামফোর্ড ভার্সিটিতে পড়ি। এখনই সময় নিজেদের শুধ্রানোর … কওমী ডট কমের জন্য শুভ কামনা।

    Level 0

    @G-911: শুভ কামনার জন্য ধন্যবাদ। চলুন আমরা আগে নিজেদের শুধরায় এবং তাদের শুধরানোর জন্য কাজ শুরু করি। জাজাকাল্লাহ

Level 0

আপনার ওয়েব সাইটটি খুবই সুন্দর হয়েছে। অনেকে কোন প্রতিষ্ঠানে ওয়েব ডেভেলপমেন্ট শিখেও এত ভাল ওয়েব সাইট বানাতে পারে না যা আপনি শুধুমাত্র ইন্টারনেটে টিউটোরিয়াল দেখে শিখেছেন। অভিনন্দন আপনাকে।

    Level 0

    @mcb: ধন্যবাদ। আপনাদের এমন উৎসাহ আমাদের চলার পথকে আরো গতিময় করেব।

Level 0

বাংলাদেশের মুসলিমদের নিয়ে ইসলামিক কমিনিউটি ফোরামঃ আলোর নিশান ।আপনার সাইটটিও সুন্দর হয়েছে ।

    Level 0

    @jabedbd: ধন্যবাদ সুন্দর একটা ফোরামের ঠিকানা দেওয়ার জন্য।