এক মিনিটে আপনার ওয়েবসাইট/ব্লগে বিনামূল্যে একটি ফ্লাস চ্যাট রুম যুক্ত করুন

আসসালামুআলাইকুম; কেমন আছেন সবাই? আশাকরি আল্রাহর মেহেরবানীতে ভাল আছেন।

এমন অনেকেই আছেন যারা অনেক পরিশ্রম করে একটা ওয়েবসাইট/ব্লগ তৈরি করেছেন। এখন তার মধ্যে একটা ছচ্যাট রুম যুক্ত করার অনেক ইচ্ছা থাকা সত্তে ও পারছেন না । কারন চ্যাট রুম ক্রয় করতে অনেক টাকা গচ্ছা দিতে হয়। আর সে চ্যাটরুম পরিচালনা করা ও অনেক ঝামেলার। তার উপরে আছে হ্যাকারদের অত্যাচার। আজ তাই আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইট/ব্লগে বিনামূল্যে একটি ফ্লাস চ্যাট রুম যুক্ত করবেন। তা ও আবার ১মিনিটের মধ্যে। তা হলে আসুন সুরু করি।

প্রথমে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের ছবিটির মত দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার প্রয়োজন মত সবকিছু নির্ধারন করে দিবেন।

১. Chat Room Name: আপনি যে নামে চ্যাটরুম করতে চান তা এইঘরে লিখে দিবেন । আমি দিলাম Techtunes.

২. Choose Language: এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ভাষা টি নির্ধারন করে দিতে পারেন। Auto Detect নির্ধারন করলে আপনার জন্য বারতি সুবিধা হল বাংলা ব্যবহার করতে পারবেন।

৩. Choose Skin: আপনার তৈরি করা চ্যাটরুমের Background নির্ধারন করে দিন।

৪. Chat Client Width: আপনার তৈরীকৃত চ্যাট রুমের প্রসস্থতা লিখে দিতে পারেন এখানে।

৫. Chat Client Height: আপনার তৈরীকৃত চ্যাট রুমের দৈর্ঘ্য লিখে দিতে পারেন এখানে।

৬. Affiliate ID: যদি এই site এ আপনার আইডি করা থাকে তবে আপনি নস আইডি ব্যবহার বরতে পারেন বা নতুন আইডি তৈরি করে ব্যবহার করতে পারেন। এটা optional.

৭. Update: সমস্থ কিছু ঠিকঠাক করে এখানে ক্লিক করুন।

৮. Preview: আপনি ইচ্ছা করলে আপনার তৈরি করা চ্যাট রুমটা ওয়েবসাইট/ব্লগে submit করার আগে এখানে Click করে একবার দেকে নিতে পারেন।

৯. Select Code: এবার এখানে click করুন। তাহলে code select হবে । তার পর Key Board থেকে Ctrl+C চাপেন। এখন আপনার ওয়েবসাইট/ব্লগে যেখানে চ্যাট রুম যুক্ত করতে চান সেখানে কারসর রেখে Ctrl+V চাপুন। তার পর দেখেন আপনার ওয়েবসাইট/ব্লগ। এখন যত খুসি চ্যাট করুন আপনার বন্ধুর সাথে ফ্রি।

Level 0

আমি মো সোহেল রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মন্তব্য করুনইচ্ছে মত

তেমন কিছু বুজিনাই । আর বিস্তারিত বলা দরকার ছিল মনে হয় ।
ওই কোড গুলা কৈ দিমু ? ? ?

    @Hasan Rintu:আপনি যে পেজে চ্যাট রোম যুক্ত করতে চান সেখানে কোড গুলা পেস্ট করে দিন. তার পরআপনার পেজ টি save করে preview দেখেন।

Level 0

ভাই চরম একটা জিনিস দিলেন। কাজে লাগবে। ধন্যবাদ

Level 0

ভাই WordPress সাইট এ তো দিলাম কিন্তু কাজ করে না। তারা তারি উত্তর দেয়ার চেষ্টা করেন।

    @Tarcera:আপনি কোড গুলা কপি করে নিয়ে WordPress এর sorcing page এ পেস্ট করে পেজ টি সেভ করে দেন. তার পর প্রিভিও দেখেন

Level 0

ar aktu vistarito likle valo hoto…………..

Level 0

bbasujon.wordpress.com
এখানে যুক্ত করা যাবে কি না।

ভাই বললে উপকৃত হব।

মোটামুটি তবে ভাল