তারিখঃ Thursday, February 23, 2012
সময়ঃ 3:00pm until 5:00pm
স্থানঃ Bangabandhu International Conference Centre (BICC), Dhaka
কর্মশালার বিষয়ঃ Designing good API and its importance
বক্তাঃ Imran M Yousuf
The session is about the common practices for designing Application Programmers Interface (API) and its importance with respect to the engineer, company and user. It will cover guidelines on how to design, develop and expose good API; its importance and how to maintain it.
Entry Fee: Free
আমার কিছু কথা ।
APIs Design and Integration কাজটা খুব-ই গুরুত্বপুর্ণ হয়ে দাডিয়েছে আমাদের দেশের জন্য...
আমি আশা করি এই বছরের শেষের দিক থেকে বাংলাদেশে ই-কমার্স ব্যপক ভাবে শুরু হবে, আর ই-কমার্স সাইট
গুলো বিভিন্ন APIs নির্বর হয়ে থাকে । APIs Design and Integration কাজের চাহিদা এখন অনেক বেশি,
যা বাড়তে থাকবে । আমি ব্যাক্তিগত ভাবে কিছু ওয়েব ডেভেলপার ও ওয়েব ডেভেলপমেন্ট পতিষ্ঠান দেখে
খুব-ই হতাশ হয়েছি...
আসুন APIs সমর্পকে একটু বলি
Application Programmers Interface সংক্ষেপে API বলে । APIs বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, আমি আপনাদেরকে web APIs সমর্পকে কিছু বলবো । web APIs মুলত ওয়েবসাইটের বিতরে যে ওয়েব এপ্লিকেশন থাকে তাকে বুযায় । নিচে কিছু API এর তালিকা দেয়া হল যা নিয়ে কাজ করতে পারেন বাংলাদেশ এই গুলোর এখন অনেক চাহিদা ।
1) Payment Getway APIs.
2) Mobile Recharge APIs.
2) Billing APIs.
4) Ticket APIs.
আমি ইনশাআল্লাহ যোগ দিব কর্মশালায়, যারা ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং এ আছেন তারা কর্মশালায় আসতে পারেন ।
ই-কমার্স নিয়ে ধারাবাহিক লিখার ইচ্ছে আছে... সকলকে ধন্যবাদ ।
আমি G-911। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসবো কিনা জানি না। পূর্ণ সমর্থন রইলো