পিএইচপি কোচিং [পর্ব-১২] :: ভেরিয়েবল এবং অপারেটর এর প্রয়োগ

পিএইচপি কোচিং

বন্ধুরা কেমন আছেন সবাই ? পিএইচপি এর গত কয়েকটি পর্বে আমরা জেনেছি ভেরিয়েবল এবং অপারেটর সম্পর্কে। জানতে জানতে অনেকে হয়তো হাঁপিয়ে গেছেন। আসুন এই জানাটাকে আমরা এবার কাজে লাগাই প্রোগ্রাম লেখার মাধ্যমে।

নিচের কোডগুলো লক্ষ্য করুন। অবশ্য শুধু লক্ষ্য করলেই হবে না, নিজে করলে আরো ভালো।


<html>

<body>

<?php

$tm=4;

$nam="Nila";

echo "i have been waiting here for u for " . $tm ." hours. where were u ? ";

echo "</br>";

echo "i came with ".$nam;

?>

</body>

</html>

এর আউটপুট হিসেবে ব্রাউজারে নিচের মত পাবেন।

আসুন এবার কোডটা থেকে কিভাবে এমন আউটপুট পাওয়া গেল তা নিয়ে একটু আলোচনা করি।

এই কোডের পিএইচপি অংশে <?php এর মাধ্যমে প্রথমে পিএইচপি কোডের শুরু ঘোষনা করা হয়েছে।

$tm=4; এর মাধ্যমে একই সাথে $tm নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং সেই সাথে তার মান হিসেবে ৪ নির্ধারণ করা হয়েছে।

পরের লাইনে $nam="Nila"; এর মাধ্যমে আরেকটি ভেরিয়েবল($name)  ডিক্লেয়ার করা হয়েছে এবং এর মান হিসেবে "Nila" স্ট্রিং ডিক্লেয়ার করা হয়েছে।

পরবর্তী লাইনে echo "i have been waiting here for u for " . $tm ." hours. where were u ? "; এ লেখাটির ফলে ব্রাউজারে i have been waiting here for u for 4 hours. where were u ? লেখাটি পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে echo "i have been waiting here for u for " কোডটির জন্য ব্রাউজারে i have been waiting here for u for এই অংশটুকু দেখাচ্ছে। এখানেই শেষ নয়। $tm ভেরিয়েবলে সংরক্ষিত ডাটাকে("4") যোগ করা হয়েছে "." এর মাধ্যমে echo কমান্ডের মাধ্যমে প্রদর্শিত আগের লাইনের সাথে। ফলে $tm ভেরিয়েবলে সংরক্ষিত ডাটাও  ব্রাউজারে দেখা যাবে i have been waiting here for u for এই অংশের পরেই। এখানে কোডে "." যোগ করার কাজ করছে। পরবর্তীতে আবারো "." এর মাধ্যমে " hours. where were u ? " এই লেখাটিকে যোগ করা হচ্ছে যেনো এই লেখাটিও ব্রাউজারে দেখায়।

সব মিলিয়ে "i have been waiting here for u for " . $tm ." hours. where were u ? " এই অংশকে echo ফাংশন বা কমান্ডের মাধ্যমে ব্রাউজারে দেখানো হয় যার আউটপুট হয়।

i have been waiting here for u for 4 hours. where were u ?

</br> পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহার করা হয় echo "</br>"; ব্যবহারের ফলে ২য় লাইনের লেখাটি আপনারে নিচের লাইনের দেখতে পাচ্ছেন।

পরের লাইনে echo "i came with ".$nam; এই কোডটিও আগের লাইনের মতই কাজ করে।

বন্ধুরা, আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন। নিয়মিত চর্চা করতে থাকুন পিএইচপি। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bai ami tunes likte sai kinto PRI N help meeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

সময় পাইলে আপনার ক্লাসে ভর্তি হয়ে যেতাম,কিন্তু হাতে সময় নাই,ইচ্ছা থাকা সত্বেও তাই পারছি না,ধন্যবাদ টিউনের জন্য।