নিয়ে নেন ফ্রী .In ডোমেইন + হস্তিং ১ বছর এর জন্য!!

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন !

আজ আমি আপনাদের মাঝে নিয়ে এলাম কিভাবে আপনি ফ্রীতে .ইন এবং সাথে ফ্রী হস্তিং পাবেন!!

তো শুরু করা যাক?

  • তারপর আপনি হোম পেজ এ দেখতে পাবেন Yes I want Free Website! এই লেখার ওপর ক্লিক করেন !

  • তারপর আপনি ২য় পেজ এ Create My Free Website Now দেখতে পাবেন !! এইবার এটার ওপর ক্লিক করেন!
  • তারপর এন্টার ডোমেইন নেম এ আপনার ডোমেইন নেম দেন ! !

undefined

  • তারপর আপনি স্টেপ ২ তে আপনি আপনার ইনফর্মেশন দিতে হবে !
  • তারপর নেক্সট এ ক্লিক করেন
  • তারপর ফিনিশ এ ক্লিক করলে আপনি একটা মেইল পাবেন !! আপনার মেইল চেক করেন !

undefined

  • ইনবক্স/স্পাম ২ টাই চেক করেন ! !
  • আপনি আপনার মেইল এ পরবতি  পরবতি  নিদেশনা পেয়ে যাবেন !

free counters

Level 0

আমি বিডি টেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a web designer and front-end web developers. Loves iPhone hacking.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইজান।আমি কেনো একজন বাংলাদেশি হয়ে ইন্ডিয়ান ডোমেইন কিনতে যাবো? .bd অথবা অন্যকোনো ডোমেইন থাকলে দেন।মাথা ঠান্ডা রেখে কমেন্ট করতে পারলাম না দেখে দুঃখিত।

নিবেন ভালা, এক বছর পর তো ধরা খাইবেন। ফ্রি পাইলেই কি ** খাইতে হৈব?

ফ্রি 😀 চলেন তাইলে দুইখান নিয়ে ফেলি 😛 যায় হোক ডোমেইন তো নেয়া হয়ে গেল এবার দারুণ কিছু পোস্ট করি :O বাহ অনেক ভিজিটর আরে পেজ রাঙ্ক ও ৩? যাক অ্যাডসেন্স দিয়ে এবার কিছু টাকা পকেটে নিয়ে আসি। আরে আজ আমার ওয়েব সাইট ওপেন হচ্ছে না কেন? আরে দেখি মেইল এ কি বলেছে?

ফ্রি বলছেনঃ এবার আমাকে ৫০০ ইউএসডি দাও তাহলে তোমাকে আবার ডোমেইন টি ফেরত দেবো! না হলে ওটা যাবে …… তার পর কিছু করার থাকবে না।

হ্যাঁ আসলেই তাই কোন কোম্পানি ফ্রি দেয়ার আগে অবশ্যই ভেবে নেই পরে কি করতে হবে!

Level 0

ওই মিয়া এইডা তো আমাগো লাইগা না ।আমরা তো ইন্ডিয়া থাকি না ।

Level 0

কেমনে নিলেন ,বিস্তারিত দেন,সাইন আপ করতে পারতাসি না

Level 0

bdrocker.in পারছি

Level 0

amio parteci na, PAN NO. koi pai ?

Level 0

একজন বাংলাদেশী হয়ে ইন্ডিয়ান ডোমেইন কেন নিতে যাব? ভাই মাফ করবেন, আপনার এই টিউন টির কারনে কষ্ট পেলাম। বাংলাদেশী ডোমেইন থাকলে সেটা দিন।

Level 0

পুরাই অর্থহীন প্রোজেক্ট মনে হয় আমার কাছে, একবছর পর আমি রিনেউকরতে গেলেও হোস্টিঙ বা আর সবকিছুইহয়ততাদের কাছ থেকে নিতে হবে, একেবারে বাধ্য হয়ে। সার্ভার ভালো হোক না না হোক।

Level 0

বিশেষ করে ইন্টারনেট বেইজড কোন ডিইল ভারতীয়দের সাথে না করাই ভাল, ওরা নিজের স্বারথ ছাড়া কিছুই বুঝেনা। কাউকে সাহায্য করা তাদের কল্পনায়ও আসেনা।

Level 0

https://my.hostgator.in/gibo/cart.php ……………nxt a click korle blank page ase……….

VAKU!!!!!!!!!!!!! mane Varater kutta go kach theke free asha kora ta bokami……….

nice post but india…………………….