হোস্টিং কেনার সময় যা যা দেখা একান্ত প্রয়োজন

Hosting

হোস্টিং কি জিনিস আজ সেটা কম বেশি অনেকেই জানেন। তার পরও বলতে হয় তাই বলা। আমরা আজকাল এই শব্দটিকে ওয়েবের সাথেই বেশি ব্যবহার করি এবং সে ক্ষেত্রে এর ডেফিনেশন দিতে গেলে বলতে হয় - হোস্টিং এমন একটি যায়গা যেখানে ওয়েবসাইটের বিভিন্ন ফাইল, ডাটাবেস, ইমেজ ইত্যাদি রাখা হয়। এটি ওয়েব সার্ভারে থাকে এবং যখন কোন ওয়েবসাইট আমরা ব্রাউজ করি, ওয়েব সাইটের তথ্য গুল সেই ওয়েবসাইটের জন্য সার্ভারে থাকা হোস্টিং থেকে লোড হয়।

আজকাল আমরা অনেকেই ওয়েব সাইটে কাজ করি এবং এবং ওয়েব সাইটকে রান করার জন্য ডোমেইনের সাথে হোস্টিং ও কিনে থাকেন(অবশ্য অনেকেই ফ্রিও ব্যবহার করেন)। তো হোস্টিং আপনি যেখানেই কেনেন, কিছু বিষয় মাথায় রাখতে হয়। তো এবার আলোচনা করা যাক হোস্টিং কেনার সময় যা যা দেখা একান্ত প্রয়োজন।

প্রথমেই বলছি হোস্টিং স্পেস নিয়ে : আপনার সাইটটি কেমন ধরনের হবে তার উপর ঠিক করবের আপনার কতো খানি জায়গা দরকার । নিজের ব্লগ 20MB দিয়েও শুরু করা যায়, তবে 50MB বা তার বেশি হলে ভাল হয় । যদি আপনার সাইটে ভারি ভারি ফাইল যেমন, সফ্টওয়ার বা মুভী রাখেন তবে স্পেস আনলিমিটেট নেওয়াই ভাল কারন এগুলো অনেক বেশি জায়গা নেয় । যদি কোন মোবাইলের সাইট করতে চান সেক্ষেত্রে 1GB বা তার বেশি নেওযা উচিৎ কারন মোবাইলের সাইট গুলোতে অনেক ওয়ালপেপার, মোবাইল সফ্টওয়ার রিংটোন ইত্যাদি রাখতে হয় । আসলে আপনারাই ঠিক করতে পারবেন আপনার কতোখানি হোস্টিং স্পেস দরকার কারন আপনিই জানেন আপনার সাইটটি কি ধরনের এবং সেখানে কি কি থাকবে ।

এবার Bandwidth: Bandwidth সাধারনত মাসিক আকারে দেয়া হয়। আর এর উপরই নির্ভর করে আপনার সাইট মাসে কতোবার দেখা যাবে। যদি আপনার সাইটের ভিজিটর বেশি হয় তবে Bandwidth ও বেশি লাগবে । আজকাল আমরা অনেকেই ইন্টারনেটের অনেক প্যাকেজ ব্যবহার করি । কেউ হয়তো 1GB কেউবা 3 আবার অনেকে আনলিমিটেট। ঘটনাটা কি ঘটে? লিমিটেডের ক্ষেত্রে লিমিট ওভার হলেই লাইন অফ সে মাসের জন্য (যদিও আজকাল কিছু অতিরিক্ত ফির বিনিময়ে এটিকে চালু রাখাযায় আবার অনেকের লিমিটেড দিয়েই কাজ চলে )। আসলে আমরা কিন্তু নেট ব্যবহারের জন্য ইন্টারনেটের Bandwidth কিনছি বিভিন্ন কম্পানির কাছ থেকে। হোস্টিং এর ক্ষেত্রেএ একই ঘটনা ঘটে। কোন মাসের Bandwidth শেষ হলে সাইট মাস শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকে। আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি।

Email & Database: আজকাল অনেক সাইট ই তৈরি হচ্ছে বিভিন্ন CMS দিয়ে এবং এ ক্ষেত্রে ডাটাবেইস বাধ্যতামুলক। আর নিজের ডোমেইনের ইমেইল খুলতে চাইলে ইমেইল সাপর্ট অবশ্যই থাকেতে হবে হোস্টিং-এ।

FTP Accounts: FTP হচ্ছে File Transfer Protocol যেই প্রোটকল ইউজ করে হোস্টিং এ ফাইল আপলোড, ডাউনলোড ইত্যাদি করা যায়। একাধিক FTP Account করার সুযোগ থাকলে একই হোস্টিং একাধিক ইউজার ব্যবহারের সুযোগ থাকে। এ বিষয়ে হয়তো পরে আরও আলোচনা করা যাবে ।

cPanel: cPanel হচ্ছে Control Panel. এটি থাকা বাধ্যতামুলক না, আর সব হোস্টিং-এ এটি থাকেও না। আবার থাকলেও ভিন্ন ভিন্ন হয়। তবে এর সাহায্যে সহজেই হোস্টিং কন্ট্রল করা যায় এবং এতে অনেক সুবিধা থাকে। যেমন ধরুন , ইমেইল একাউন্ট তৈরি, সাবডোমেইন তৈরি, ফাইল ম্যানেজার, কোড এডিটর আরও অনেক কিছু।

Price: এটা আসলে বলা মুশকিল, একেক কম্পানি একেক রকম দামে তাদের প্রডাক্ট বিক্রি করে। আপনারা বিভিন্ন ডোমেইট হোস্টিং কমপানির সাইট ঘাটলেই বুঝতে পারবেন এ বিষয়টি। আমার Hosting Plans ঘুরে আসতে পারেন চাইলে। আলোচনার বিষয়টি অনেক বড়। চেষ্টা করেছি আপনাদের কিছু অংশ জানাতে। আশা করছি সামনে আরও নতুন কিছু নিয়ে হাজির হব । ভাল খাকবেন ...

Level 2

আমি শাহরিয়ার সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে ও জানাতে চলে আসুন আমার সাইট কিভাবে,কম ( https://kivabe.com ) এ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল লাগল।

কয়েকবার পরলাম ও পুরোপুরি বোঝার চেষ্টা করলাম। আসলে হোস্টিং এর ব্যাপারটি আমার a 2 z জানা ছিল না !
ধন্যবাদ আপনাকে ।।

খুব সুন্দর হয়েছে ভাই। আমি একটা ডোমেইন অ্যান্ড হোস্টিং কিনতে চাই।

আপনাদের সবায়কে ধন্যযোগ

@ সুমন আহাম্মেদ, ঘুরে আসুন burhanbd.com, পছন্দ হলে জানাবেন। আর একটি বিষয়, ডোমেইন নাম কি ঠিক করলেন সেটা কেনা না হওয়া পর্যন্ত সবার সাথে শেয়ার করার দরকার নাই কেননা এক্ষেত্রে আপনার আগেই আপনার পছন্দ করা নাম টি কেউ কিনে নিতে পারে! তবে যার কাছ থেকে কিনবেন তাকে তো বিশ্বাস করতেই হয়।

আপনার ওয়েব সাইট দেখলাম। আপনি ওয়েব হস্টিং বিজনেস এ নামছেন। অথচ আপনার কাস্টমার মেনেজ সিস্টেম মানে বিলিং পেনেল টা ২ নম্বর। ২ নম্বর জিনিজ দিয়ে বিজনেস করা ঠিক? কেউ জেনে শুনে তো আপনার হস্ট নিবে না। যার নিঊ তারা নিবে। অবশ্য বিলিং এর সাথে হস্টিং এর সম্পর্ক মুখ্য না। তবে বিজনেস এ সব রিয়াল হওয়াই ভাল। আশাকরি অরজিনাল টা নিয়ে নিবেন।

    @জোবায়ের: আমার বিলিং পেনেলটি সম্পর্কে আপনার ধারনাটা আসলে কি? একটা পেইড জিনিস ব্যবহার করছি আর সেটা আপনার কাছে ২ নম্বর মনে হল? ভাই, আমরা এখানে কেউ কাউকে আক্রমনে নামি নাই, তবে কেউ যদি না জেনে অযথা আক্রমণাত্মক কথা বলে তাহলে আমাদের ও বলতে হয়। অবশ্য যারা সবসময় পাইরেটেড জিনিস ব্যবহার করে তাদের কাজ সব জয়গায় পাইরেসির গন্ধ পাওয়া। আপনি কোন মাপকাঠিতে আমা্র পেনেল ২ নম্বর বলছেন? তাহলে আপনার মাপকাঠির ১ নম্বরটা কি একটু জানান। আমরা উপকৃত হব।

    আপনি আমার আগের পোস্টে বলেছেন, আমি টিউনের মান নষ্ট করছি। একটি ইউনিক টিউনকে আপনার কাছে মান সম্পূর্ণ মনে হলনা। আপনার মান সম্পূর্ণ টিউনের লিংক গুলো একটু দিবেন, টিউনের মান সম্পর্কে অভিজ্ঞতা নিতাম।

ভাই আক্রমনে এ নামলে আপনারে না যানিয়েই রিপুর্ট করে দিতাম। এন্ড আপনার ও এতোখনে পেনেল ডিলেট দিয়ে দিতে হত। আমি তা করিনি। আমি জাস্ট আপনাকে বলছি যেন থিক করে নেন। আপনি ১ নম্বর কি না ২ নম্বর ব্যবহার করছেন তা হয়তো জানেন ই না। অথবা বিজনেজ এর জন্য অসীকার করছেন। আর হা আপনার পেইড জিনিজ টা ১০০% ২ নম্বর তার প্রমান আমি দিয়ে দিচ্ছি। http://www.whmcs.com/members/verifydomain.php দেখেনিন। প্রমান টা আমি আমার প্রথম কমেন্ট এই দিতে পারতাম। কিন্তু আপনার সার্থেই দিয়েছিলাম না। কারন কেউ রিপুর্ট দিলে আপনি আর ব্যবহার করতে পারবেন না। না বুজলে সীকার করবেন যে আপনি জানেন না। কিন্তু আকামা তর্কে জরালে আপনারই লস।

@জোবায়ের>>
আপনার লিঙ্কটা দেখলাম। যারা ডোমেইন এবং হোস্টিং নিয়ে কাজ করেন তারা মনে হয় সবাই এই লিঙ্কটার কথা জানেন। যাই হোক একটা কথা বাংলাদেশের কথা বিবেচনা করলে প্রতি মাসে $15.95 করে দেওয়া কারো পক্ষে মনে হয় একটু কঠিনই। আর ব্যক্তিগত ভাবে ডোমেইন এবং হোস্টিং সেল করলে আমি দেখেছি প্রায় ৮০% বাংলাদেশিরা এই প্যানেলটি প্যাচ করা ইউজ করেন। যদিও এটা ঠিক নয় তবুও আমাদের দেশের প্রেক্ষাপট বিবেচনা করে আমি খারাপ কিছু দেখছিনা, মূল কথা হল আসলে সার্ভিস কেমন দিচ্ছেন তা নিয়ে। এই প্যানেলটি তো ডোমেইন বা হোস্টিং এ কোন ইফেক্ট ফেলে না। এটা তো শুধু অর্ডার নেবার জন্য ব্যবহার করা হয়। তবে আমিও সাজেস্ট করব শাহরিয়ার ভাইকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি পেইড জিনিস ব্যবহার করেন। আপনার সহমর্মিতার জন্য ধন্যবাদ।

    @Liton-Online.com: @Liton-Online.com: প্যাচ করা সফটওয়্যার বা এপলিকেশন বা স্কিপ্ট যাই বলেন তাতে কিন্তু সিকিউরিটি দুর্বল থাকে এন্ড নতুন নতুন সিকিউরিটি আপডেট ও থাকে না। এন্ড এই কারনে আপনার বিলিং পেনেল অন্য একজনের নিয়ন্রনে যেতে পারে। তখন সে কিন্তু আপনার কাস্টমার একাউন্ট তথ্য চুরি করে অনায়ায়েসে কাস্টমার সাইট হেক বা নিয়ন্ত্রনে নিতে পারবে। এমন কি কাস্টমার একাউন্ট ডিলেক্ট দিয়ে দিতে পারে। তবে কি আপনি বলবেন – প্যানেলটি তো ডোমেইন বা হোস্টিং এ কোন ইফেক্ট ফেলে না??

    @Liton-Online.com: ব্যবসা করতে যদি টাকা না থাকে তাহলে ব্যবসায় আসার দরকার কি? চোরাই জিনিস ব্যবহার কেমন সার্ভিস দিবে সবাই একটু চিন্তা করলেই বুঝা যাবে। আর আপনি বলছেন প্যানেল প্রভাব ফেলে না? Nulled WHMCS এ backdoor কোড থাকে জানেন? এবং সম্প্রতি দুইটা সিকিউরিটি সমস্যা দেখা দিয়েছে। খুব সহজেই বিলিং প্যানেল হ্যাক করা যাবে। আর এজন্য WHMCS প্যাচ ছেড়েছে। উনি তো এই প্যাচ ব্যবহার করতে পারবেন না। এখন কাস্টমারদের একাউন্ট হ্যাক হয়ে সব ডাটা মুছে গেলে দায়িত্ব উনি নিবেন? ব্যবসা করতে সততার দরকার আছে। অসৎ উপায়ে ব্যবসা যারা করে তারা কাস্টমারদের ভাল সার্ভিস দিবে না।

কিন্তু আমি তো জানতাম আমি পেইড জিনিসই ব্যবহার করছি। দেখি হর্তা কর্তা দের সাথে যোগাযোগ করে, কি সমা্ধান দেয়।

    @শাহরিয়ার: পেইড জিনিস যদি অরজিনার সোর্স থেকে না নিয়ে থাকেন এন্ড আপনি যদি লাইছেন্স না নিয়ে টাকা বাচাতে প্যাচ করা টা নিয়ে থাকেন তাহলে তো সমস্যা হবেই।

https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/76835/

আমার এ লেখাটি সবার কাজে দিবে। সবাই দেখবেন আশাকরি।

jene rakhlam kaje lagbe
my new blog latest movie. latest movie history and music 320kbps always found here

DELTAHOSTLAB এর “Student Pakege” নিন মাত্র ১০০০টাকায়। এই pakege এ পাবেন a (.com/.net/.org/.info/.biz)domain + 150MB hosting with full control and protection! বিস্তারিত=> http://www.blog.deltahostlab.com
join our Facebook group=> https://facebook.com/groups/296509447106124