
ওয়েবসাইট তৈরি করতে চান কিন্তু হোস্টিং কিনতে টাকা নাই? (চিন্তার হোনো হারন নাই আরি আই আছি ত এডে 😁🤣) আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ৬টি বিশ্বস্ত ফ্রি ওয়েব হোস্টিং সার্ভিসের ডিটেইলস, যেগুলো ব্যবহার করে আপনি সহজেই আপনার ওয়েবসাইট চালু করতে পারবেন।
শুরু করার জন্য: 000webhost বা InfinityFree
ব্লগারদের জন্য: AwardSpace বা FreeHostingNoAds
প্র্যাকটিসের জন্য: XSL.tel বা BitByHost
মনে রাখবেন, ফ্রি হোস্টিং সার্ভিসে কিছু লিমিটেশন থাকবেই। ট্রাফিক বাড়লে পেইড সার্ভিসে আপগ্রেড করার পরামর্শ দেই।
সর্বশেষ আমার টিউন দ্বারা উপকৃত হলে আলহামদুলিল্লাহ। আর কষ্ট পেলে দয়াকরে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করেছি ১০০% ফ্রি হোস্টিং সার্ভিস দেয় এমন ওয়েবসাইট আপনাদের সামনে তুলে ধরতে কিন্তু করতা পেরেছি তা আপনারাই বলতে পারবেন।
আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ওমর ফারুক। আমি প্রোগ্রামিং ভাষা শিখতে আগ্রহী এবং ইতিমধ্যে stlight(https://bdxroot.github.io/stlight/index.html) নামে একটি প্রোজেক্ট সম্পন্ন করেছি। বর্তমানে আমি Barrister Sultan Ahmed Chowdhury Degree College-এ পড়াশোনা করছি।