বিনামূল্যে ওয়েবসাইট হোস্টিং চান? এই ৬টি সার্ভিস দিচ্ছে ফ্রি সেবা!

বিনামূল্যে ওয়েবসাইট হোস্টিং চান? এই ৬টি সার্ভিস দিচ্ছে ফ্রি সেবা!

ওয়েবসাইট তৈরি করতে চান কিন্তু হোস্টিং কিনতে টাকা নাই? (চিন্তার হোনো হারন নাই আরি আই আছি ত এডে 😁🤣) আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ৬টি বিশ্বস্ত ফ্রি ওয়েব হোস্টিং সার্ভিসের ডিটেইলস, যেগুলো ব্যবহার করে আপনি সহজেই আপনার ওয়েবসাইট চালু করতে পারবেন।

১. 000webhost (২০০৭ সাল থেকে সেবা দিচ্ছে)

অফিসিয়াল ওয়েবসাইট

  • স্টোরেজ: ১.৫ জিবি SSD স্পেস
  • ব্যান্ডউইথ: ১০০ জিবি প্রতি মাসে
  • ডাটাবেইজ: ১টি MySQL ডাটাবেইজ
  • ইমেইল অ্যাকাউন্ট: ২টি পর্যন্ত তৈরি করতে পারবেন
  • SSL: ফ্রি SSL সার্টিফিকেট
  • আপটাইম: ৯৯.৫% গ্যারান্টি

২. InfinityFree (২০১৫ সাল থেকে সেবা)

অফিসিয়াল ওয়েবসাইট

  • স্টোরেজ: ৫ জিবি ডিস্ক স্পেস
  • ব্যান্ডউইথ: আনলিমিটেড ট্রাফিক
  • সিপ্যানেল: ফুল কন্ট্রোল প্যানেল
  • PHP ভার্সন: ৭.৪ পর্যন্ত সাপোর্ট
  • সাইট লিমিট: ৪০০টি ফাইল পর্যন্ত

৩. AwardSpace (২০০২ সাল থেকে সেবা)

অফিসিয়াল ওয়েবসাইট

  • স্টোরেজ: ১ জিবি ওয়েব স্পেস
  • ট্রাফিক: ৫ জিবি প্রতি মাসে
  • ইমেইল: ৩টি অ্যাকাউন্ট
  • ডোমেইন: ফ্রি সাবডোমেইন
  • সিকিউরিটি: বেসিক DDoS প্রোটেকশন

৪. FreeHostingNoAds (২০১০ সাল থেকে সেবা)

অফিসিয়াল ওয়েবসাইট

  • স্টোরেজ: ১ জিবি ডিস্ক স্পেস
  • ট্রাফিক: ২০ জিবি মাসিক
  • PHP: সর্বশেষ ভার্সন সাপোর্ট
  • এফটিপি: সম্পূর্ণ এক্সেস
  • সিকিউরিটি: বেসিক ফায়ারওয়াল

৫. XSL.tel (২০১৮ সাল থেকে সেবা)

অফিসিয়াল ওয়েবসাইট

  • স্টোরেজ: ৫০০ এমবি ডিস্ক স্পেস
  • ব্যান্ডউইথ: ১ জিবি প্রতি মাসে
  • ডাটাবেইজ: ১টি MySQL
  • SSL: ফ্রি Let's Encrypt SSL
  • সাপোর্ট: বেসিক ইমেইল সাপোর্ট

৬. BitByHost (২০১২ সাল থেকে সেবা)

অফিসিয়াল ওয়েবসাইট

  • স্টোরেজ: ২ জিবি ডিস্ক স্পেস
  • ব্যান্ডউইথ: ১০ জিবি মাসিক
  • ইমেইল: ২টি অ্যাকাউন্ট
  • সফ্টাকিউলাস: ১০০+ স্ক্রিপ্ট
  • আপটাইম: ৯৯% গ্যারান্টি

কোন সার্ভিস কাদের জন্য উপযুক্ত?

শুরু করার জন্য: 000webhost বা InfinityFree

ব্লগারদের জন্য: AwardSpace বা FreeHostingNoAds

প্র্যাকটিসের জন্য: XSL.tel বা BitByHost

মনে রাখবেন, ফ্রি হোস্টিং সার্ভিসে কিছু লিমিটেশন থাকবেই। ট্রাফিক বাড়লে পেইড সার্ভিসে আপগ্রেড করার পরামর্শ দেই।

 

সর্বশেষ আমার টিউন দ্বারা উপকৃত হলে আলহামদুলিল্লাহ। আর কষ্ট পেলে দয়াকরে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করেছি ১০০% ফ্রি হোস্টিং সার্ভিস দেয় এমন ওয়েবসাইট আপনাদের সামনে তুলে ধরতে কিন্তু করতা পেরেছি তা আপনারাই বলতে পারবেন।

Level 2

আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ওমর ফারুক। আমি প্রোগ্রামিং ভাষা শিখতে আগ্রহী এবং ইতিমধ্যে stlight(https://bdxroot.github.io/stlight/index.html) নামে একটি প্রোজেক্ট সম্পন্ন করেছি। বর্তমানে আমি Barrister Sultan Ahmed Chowdhury Degree College-এ পড়াশোনা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস