দেখলাম যে টেকটিউনে শেষ টিউন লিখেছিলাম ২৩ জুলাই। দীর্ঘ বিরতি দিয়ে আজ আবার লিখছি এই দীর্ঘ বিরতির কারণ নিয়েই।আগেই বলে নেই,আমি হয়তো খুব বেশি আমি,আমার এইগুলা বলব।সুতরাং বিরক্ত লাগার কারন হলে আগেই মাফ চেয়ে নিচ্ছি।
পেপারে ও ওয়েবে ওয়েবসাইট বানিয়ে টাকার বস্তা বাসায় নিয়ে আসার মতো চটকদার সব বিজ্ঞাপন দেখে নিজেই একসময় বিরক্ত(!) হয়ে একটা ব্লগ খুলে বসলাম!দেখি না ব্যাপারটা কেমন।হ্যা টেকটিউন ও অন্য কিছু বাংলা সাইটে বিভিন্ন অভিজ্ঞজনদের পোস্ট পড়েই সাহস করে শুরু করে আগানো শুরু করলাম জুলাই এর মাঝামাঝি থেকে।
আর এই সাইট করা এবং তার বর্তমান অবস্থা নিয়ে কিছু কথা সবার সাথে শেয়ার করার জন্যই আজ আবার টেকটিউনে পোস্ট করছি। আজই কেন করছি?দেখলাম যে আজ ২ মাস পর এসে পরপর ২ টা ব্লগ লিখে পোস্ট করার আড়াই থেকে তিন মিনিটের মাথায় গুগলের প্রথম পেজে তা চলে আসছে আমার ব্লগ টাইটেলের সাথে কাছাকাছি শব্দ দিয়ে সার্চ করেই!আর টাইটেলের সাথে সঙ্গতিপূর্ণ শব্দের কথা বাদই দিলাম।

পথচলার শুরুতে অনেকের অনেক কথা জানলাম।এই সাইট,সেই সাইট,এই ফোরাম,ঐ ব্লগ পড়ে।এডসেন্স,সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন,কন্টেন্ট,লিঙ্ক আরো কতোকি!এখনো পড়ে যাচ্ছি প্রতিনিয়ত।সাফল্যের কত কাহিনী কত নিয়ম।কিন্তু আমার মাথায় শুরু থেকেই একটা কথা ঘুরপাক খাচ্ছিলো।গত ১২ বছর ধরে আমি নেটের সাথে আছি।আর গত ৫ বছরে এমন কোনো মাস নেই যেই মাসে ইন্টারনেটের পেছনে কোনো না কোনোভাবে কমপক্ষে হাজার দুয়েক টাকা ব্যয় করিনি।সুতরাং কিভাবে কি দিয়ে সাইট বানালে ভাল বা মানুষ কি চায় তা আমার অন্যদের কাছ থেকে শিখতে হবে কেন?
সুতরাং আগে লাগবে ভিজিটর,সাইট র্যাঙ্ক ভালো করা,পরে টাকা।আর সাইটে ভিজিটর আনার জন্য প্রথম আলোর প্রথম পাতায় একদিন বিজ্ঞাপন দেবার জন্য গুগলের প্রথম পাতাটাই বেশি আকর্ষনীয় মনে হলো আমার কাছে।তারপর টাকার কথা।

টাকা আসবে কোত্থেকে?বিজ্ঞাপন থেকে।সুতরাং শুরুতেই টার্গেট করলাম আমেরিকান ভিজিটর।আমেরিকান ভিজিটর টার্গেট করে তো আর বসে থাকলে চলবে না।তাই না?এবার তাহলে দেখি আমি কি জানি।
এইবার আরকি?এইগুলাকে ঘেটেঘুটেই দেখিনা কিছু একটা করা যায় কিনা।
যেটি কিনা বের করে উইন্ডোজ সেভেন টপিকে নাম্বার ১ আনঅফিশিয়াল ওয়েবসাইট windows7news.com এ পাঠিয়েছিলাম লেখক হিসেবে একটা আবেদনপত্রের সাথে। ১০০% নতুন লিখা হতে হবে সেটাই ছিল শর্ত।এরপর থেকে আস্তে আস্তে শুরু।প্রথমদিকে উইন্ডোজ সেভেনের লেটেস্ট খবরাখবর দিয়েই চালাতে লাগলাম। আস্তে আস্তে ফর্মুলা ওয়ান,মাইকেল শ্যুমাখার,ফেরারি,হ্যারি পটার এন্ড দা হাফ ব্লাড প্রিন্স মুভি,উইন্ডোজ,এক্সপি,ভিসতা,ছোটোখাটো টিপস আর ডাউনলোড লিঙ্ক এসব দিয়েই চালানো।এবং হ্যা অবশ্যই উইন্ডোজ ৮।গর্বের সাথেই আমি বলব এখন পর্যন্ত পুরা নেট ঘেঁটে আপনি এই টপিকে যেসব সত্যিকারের খবর পাবেন তার সবই আমার সাইটে একসাথে আছে।

এইতো গেলো কন্টেন্ট নিয়ে কথা।কন্টেন্ট কপি বা রিরাইট করে ব্লগিং (যেহেতু আমি নিউজকে বেশি গুরুত্ব দিয়েছি) করতে আর কতোক্ষণ?কাজ তো অন্য জায়গায়!আমার পেজের প্রচারনা।সারাক্ষন খেটে যাচ্ছি।যত সাইট,ফোরাম ডিরেক্টরি সম্ভব সব জায়গায় পোস্টিং।
এতো দিন ধরে এসব করে আজ মনে হয় তার সুফল পাচ্ছি।দেখলাম যে আমার ব্লগের প্রতিটা লিখাই বিশ্বের বড়বড় অনেক সাইটই সোর্স আর আমার নামসহ কপি করে,তাদের বিভিন্ন সেকশনে আমার সাইটকে রেফার করে।
প্রতি মিনিটেই আমাকে ভিজিটর দিচ্ছে।টপিক অবশ্যই উইন্ডোজ ৭ বা ৮।
আর গত কয়েকদিন ধরে দেখছি যে এমনো কিছু পেজ আছে(বাংলাদেশী টপিক নিয়ে লিখা) যা পোস্ট হবার মিনিট পাঁচেকের মধ্যেই গুগলের ১ম পেজে চলে আসছে।এবং সংখ্যায় যাই হোক বাংলাদেশ থেকে ভিজিটর তো আসছে।কিন্তু এসব পেজ নিয়ে আমি তো কোনো কাজই করিনি।
যদি এখনো ধৈর্য্য সহকারে এই লিখাটি পড়ে থাকেন তাহলে আপনার কাছে আমি কৃতজ্ঞ।
জুলাই ১০ এ শুরু করে প্রথম ১০০ ভিজিট(দৈনিক) এর মাইলস্টোন আমি পার হই ২০ জুলাই,এরপর জুলাই ২২ এ ৫০০ দৈনিক ভিজিট,জুলাই ৩১ এ প্রথম ১০০০ ভিজিট,অগাস্ট ২ এ ২০০০ ভিজিট,অগাস্ট ২০ এ ৫০০০ ভিজিট,সেপ্টেম্বর ২ এ ৭০০০ ভিজিট এভাবেই চলছে।আমি দিনকয়েক না থাকলেও ২০০০+ ভিজিট/দৈনিক পাচ্ছিই।

ভিজিটরের এই সংখ্যা বেশি না হলেও হয়তো খারাপো না।তাই না?এর কারন কি?হ্যা বলতে দ্বিধা নেই এখন পর্যন্ত আমার সাইটে লাখেরও উপরে যেই ভিজিট হয়েছে তার ৯৫% ই আমার ৮৯ ব্লগের মধ্যে মাত্র ৩টা ব্লগে।আর তারমধ্যে এই একটি পেজেই হয়েছে ৬০০০০+ ভিজিট গত দেড় মাসে।
হ্যা ভিজিটরের সাথে তাতো কিছু আসবেই।তবে এখনি আমি টাকা নিয়ে ভাবছি না।ঐটা অনেক পরের চিন্তা।আর ইতোমধ্যেই নিজস্ব ডোমেইন ও হোস্ট কেনা হয়ে গেছে।ঈদের পর ইনশাল্লাহ কাজ শুরু হবে।হ্যা উইন্ডোজ আমার প্রধান চিন্তা।আপাতত উইন্ডোজ ৭ কে পুঁজি করে এবং উইন্ডোজ ৮ কে টার্গেট করে আগাচ্ছি।

আচ্ছা কাজের কথা কি বললাম?জানি না এই পোস্ট করে কার কি উপকার হলো।তবে এখন কিছু কথা বলি,আমার নিজের অভিজ্ঞতা থেকে।ওয়েবসাইট খুলবেন ভালো কথা,কিছু জিনিস মেনে চলবেন।
যেমন একটা কথা বলি। আগেই বলেছি আমার প্রধান টার্গেট ছিল আমেরিকা।তাই যেমন ১ মাস এগে কোনো একদিন দেখলাম যে ঐ রাতে মহিলা বিভাগে বক্সিং-এর জাতীয় চ্যাম্পিয়নশীপের ফাইনাল ম্যাচ।সাথে সাতেহ দুই প্রতিযোগীর নাম ,জীবনী ও ৩টা সাইট যারা ঐ ম্যাচটা ইন্টারনেটে লাইভ দেখাবে তাদের লিঙ্ক।এবং সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন।কিছু ভিজিটর পেলাম কিনা বলেন?কারন আমার সাইটের অধিকাংশ ভিজিটরি তো ঐ দেশের।২ দিন পরেই পেজটা ডিলিট।
এই টিউন লিখা শুরু করার আগে উইন্ডোজ ৮ লেটেস্ট ওয়ালপেপার নিয়ে একটা লিখা লিখলাম ব্লগে।তার ঘন্টা চারেক আগেই বিশ্বে বড়বড় কয়েকটি সাইটে (গুগল র্যাঙ্কে ১০০র মধ্যে) ব্যাকলিঙ্ক পোস্ট করা হয়েছে আমার ঐ ক্যাটাগরির।দিলেই তো আর সাথে সাথে ভিজিট হবে না।তাই ঐ লিঙ্ক দেয়া এবং তার পরে ব্লগ লিখা,সময়ের সর্বোচ্চ সদ্ব্যব্যবহার হলো বলেই আমার বিশ্বাস।

যানিনা লিখাটি আপনার কোনো কাজে আসলো কিনা।তবে আমার আসবে।কেননা এই লিখায় আমার সাইটের এড্রেস আমি দিয়েছি,এইটাই আমার লাভ!!!!!!সত্যি বলতে দোষ নাই।
আর আমি ওয়েবসাইট মেকিং ও এডসেন্সে নতুন।সুতরাং আমি যা বলেছি সেগুলা আমি করেছি, জিনিসটা এমন নয় যে আমি সঠিকটাই করেছি ।তাই না?
আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 17 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...
ভাল হয়েছে