ব্লগিং করে টাকা ইনকাম মাসে ২৫-৩০ হাজার

টিউন বিভাগ ওয়েব ডিজাইন
প্রকাশিত
জোসস করেছেন

ব্লগিং করে টাকা ইনকাম বা লেখা লেখি করে ইনকাম। আমাদের এই ব্লগ আর্টিকেলে আপনাকে স্বাগতম! আপনার কাছে যদি ১৫ মিনিট সময় থেকে থাকে তাহলে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়া শুরু করুন।

অনলাইনে ইনকাম! কথাটা শুনলেই কেমন একটা সুন্দর প্রশান্তি লাগে নিজের মধ্যে, তাইনা?

অনলাইনে আয়ের অনেক মাধ্যম রয়েছে তবে ব্লগিংটা কেন করবেন, ব্লগিং করে টাকা ইনকাম এর উৎস কি, কিভাবে ব্লগিং শুরু করবেন বা ব্লগিং করে মাসে কত টাকা আয় করা যায় এসকল আরো অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের আজকের এই পর্বে।

প্রথমেই আমি একটা গল্প দিয়ে শুরু করব,  এই গল্পটা এমন একজনের সম্পর্কে যেকিনা এসইও(SEO) এবং ডিজিটাল মার্কেটিং এর বস বলা চলে। তবে তার শুরুটা হয়েছিল এই ব্লগিং থেকেই। তার নাম Neil Patel, লন্ডনে জন্ম হলেও তার পিতা ২ বছর বয়সেই তাদের নিয়ে আমেরিকায় পারি জমায়।

তার জীবন থেকে নেয়া, সে যখন ১৬ বছরের যুবক ও একজন ছাত্র। তখন ২০০১ সালে সে তার প্রথম ওয়েবসাইট তৈরি করে এবং তার ক্যারিয়ার শুরু করার কথা চিন্তা করে। এবং ডিজিটাল মার্কেটিং এর উপর ট্রেনিং করে। তারপর সে তার নিজের শিক্ষা ও জ্ঞানটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এর উপর সেবা ও ব্লগিং লেখা শুরু করলেন।

কারন সে টিন্তা করেছিলেন যে, তার জ্ঞানটা সবার মাঝে বিলিয়ে দিবেন। তারপর সে আস্তে আস্তে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠলেন এই ডিজিটাল মার্কেটিং ও ব্লগার হিসেবে। এখন তার ওয়েবসাইটের প্রতিদিনের ভিজিটর কয়েক লাখেরও বেশি। কিন্তু তার এই পথচলাটা অনেক বেশি সহজ ছিল না।

এছাড়াও নিল প্যাটেল এর মত আরো অনেক সফল ব্লগার আছেন যেমন – ড্যারেন রোজ, সৈয়দ বালখি, এবং জেফ বুলাস ইত্যাদি। তারা সকলেই জিরো থেকে শুরু করেছিল। কিন্তু তারা হাল ছাড়েনি তারা হয়তো জানতো যে এই কাজে সফলতা তার আসবেই। এজন্যই মনের জোরটা অনেক বেশি জরুরি নতুন উদ্যোক্তাদের জন্য।

একটা কথা সব সময় মনে রাখবেন, আপনি যখনই কোন একটা কিছু শুরু করতে যাবেন বা শুরু করার পরে সেটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক বাধা আসবে।

তবে এর মধ্যে আপনাকে ধৈর্যহারা বা হতাশাগ্রস্থ হলে চলবে না। প্রথম দিকে ব্লগারদের সবথেকে বড় হতাশার কারন হচ্ছে তার লেখার অর্গানিক ভিজিটর খুব কম থাকে। এসকল খুটিনাটি আরো অনেক সমস্যার সমাধান আমরা নিচে আলোচনা করছি সামনে এগিয়ে যান।

আপনি যদি ডিসিশন নিয়েই থাকেন যে আপনি একজন ব্লগার হবেন তাহলে নিচের প্রশ্নগুলো আপনার জন্য।

আপনি কি এটাকে পেশা হিসেবে বেছে নিতে চান? আপনি কি একজন ছাত্র? আপনি কি চাকুরির পাশাপাশি এই ব্লগিং করতে চান? আপনি কি এটার জন্য প্রতিদিন ২ ঘন্টা সময় দিতে পারবেন? অথবা আপনি কি ব্লগিং করে অনেক বেশি আয় করতে চান?

উপরের এই সকল প্রশ্নের মধ্যে যদি যেকোন একটার উত্তর হ্যা হয় তাহলেই হবে। আপনি পারবেন। প্রথমেই একটা কথা ক্লিয়ার করে দেই। এই ব্লগিং করতে আপনার পূর্ব কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধু মাত্র একটি ডোমান যার দাম ১৫০ থেকে ১০০০ টাকা ও blogger theme bangla version যার দাম ৫০০ থেকে ১০০০ টাকা সব মিলিয়ে ১০০০ থেকে ২০০০ টাকা হলে আপনি শুরু করতে পারবেন ছাইলে আপনি ফ্রীতে  ও শুরু করতে পারবেন ফ্রীতে ব্লগিং করতে গেলে একটু সময় লাগবে

আপনারা ছাইলে আমার একটি bangla version theme আছে  সেটিও কিনতে পারেন  Theme link

Theme টি কিনতে ছাইল যোগাযোগ করুন 01687296683 Theme Price 500 টাকা।

Level 1

আমি জামিল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস