সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-১১] :: আপনার ব্লগস্পট ব্লগে ব্যবহার করুন সিনট্যাক্স কোড হাইলাটার

সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ

আসসালামালাইকুম।

কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই ভালো এবং সুখে শান্তিতে আছেন।

আমি এই আর কি আছি কোন রকম।

তো আবার চলে এলাম আপনাদের মাঝে আমার চেইন টিউনের ধারাবাহিকতায়। সবাই দোয়া করবেন যাতে এই ধারাবাহিকতা সব সময় বজায় রাখতে পারি।

আসুন তবে আমারা আজকের পর্ব শুরু করি। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ব্লগে সিনট্যাক্স কোড হাইলাটার ব্যবহার করবেন।

নতুনরা অনেকেই হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন না। তাহলে নিচের স্কিনশট দুটি দেখলেই আর ব্যবহার সম্বন্ধে বুঝতে পারবেন।


এই ছবিটি কোড হাইলাটার ব্যবহার করার আগে।

আর এই ছবিটি কোড হাইলাটার ব্যবহার করার পর।

আশা করি আবার এর ব্যবহার সম্পর্কে বুঝতে পেরেছেন।

আর হ্যাঁ,  আর একটি কথা আমি এই টিউনটি এখনই করতাম না, করার একমাত্র কারন হল আমাদের টিটির জনপ্রিয় টিউনার  মিনহাজুল হক শাওন ভাই আমাকে এটি নিয়ে পোস্ট করতে বলেছেন তাই।  আর উনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই টিউনটি এত দেরিতে করা।

আর আশা করি এই টিউনটি অনেকেরই কাজে লাগব।

আর একটি কথা মনে রাখবেন এই পোস্টটি কিন্তু অনেক বড় তাই দেখেই ঘাবড়ে যাবেন না, আস্তে ধীরে ঠাণ্ডা মাথায় করুন একে বারে সহজেই পারবেন।

আপনাদের আমার একটি ছোট বেলার ঘটনার কথা বলি, আমি কোন পড়া যদি একটু বড় হত দেখেই ভয় পেয়ে যেতাম। তখন আম্মু বলত দেখেই যদি ভয় পেয়ে যাস তাইলে পরবি কিভাবে  ??? তাই আপনাদের এই কথা বললাম।

যাক আবার কাজের কথায় আছি, অনেক লেকচার দিলাম আজ। তাই সবাই মাফ করবেন।

এবার তাহলে আসুন শুরু করি।

  • প্রথমে আপনার ব্লগে লগ ইন করুন
  • তারপর Deshboard>Design>Edit HTML এ ক্লিক করুন
  • তারপর Ctrl+F দিয়ে এটি  <b:skin><!--[CDATA[/* অথবা <b:skin><![CDATA[ (এক টেম্পলেটে একটি কাজ করবে)। কোডটি পেলে নিচের কোডগুলি এর ঠিক নিচে বসিয়ে দিন।
.dp-highlighter
{
	font-family: "Consolas", "Monaco", "Courier New", Courier, monospace;
	font-size: 12px;
	background-color: #E7E5DC;
	width: 99%;
	overflow: auto;
	margin: 18px 0 18px 0 !important;
	padding-top: 1px; /* adds a little border on top when controls are hidden */
}

/* clear styles */
.dp-highlighter ol,
.dp-highlighter ol li,
.dp-highlighter ol li span
{
	margin: 0;
	padding: 0;
	border: none;
}

.dp-highlighter a,
.dp-highlighter a:hover
{
	background: none;
	border: none;
	padding: 0;
	margin: 0;
}

.dp-highlighter .bar
{
	padding-left: 45px;
}

.dp-highlighter.collapsed .bar,
.dp-highlighter.nogutter .bar
{
	padding-left: 0px;
}

.dp-highlighter ol
{
	list-style: decimal; /* for ie */
	background-color: #fff;
	margin: 0px 0px 1px 45px !important; /* 1px bottom margin seems to fix occasional Firefox scrolling */
	padding: 0px;
	color: #5C5C5C;
}

.dp-highlighter.nogutter ol,
.dp-highlighter.nogutter ol li
{
	list-style: none !important;
	margin-left: 0px !important;
}

.dp-highlighter ol li,
.dp-highlighter .columns div
{
	list-style: decimal-leading-zero; /* better look for others, override cascade from OL */
	list-style-position: outside !important;
	border-left: 3px solid #6CE26C;
	background-color: #F8F8F8;
	color: #5C5C5C;
	padding: 0 3px 0 10px !important;
	margin: 0 !important;
	line-height: 14px;
}

.dp-highlighter.nogutter ol li,
.dp-highlighter.nogutter .columns div
{
	border: 0;
}

.dp-highlighter .columns
{
	background-color: #F8F8F8;
	color: gray;
	overflow: hidden;
	width: 100%;
}

.dp-highlighter .columns div
{
	padding-bottom: 5px;
}

.dp-highlighter ol li.alt
{
	background-color: #FFF;
	color: inherit;
}

.dp-highlighter ol li span
{
	color: black;
	background-color: inherit;
}

/* Adjust some properties when collapsed */

.dp-highlighter.collapsed ol
{
	margin: 0px;
}

.dp-highlighter.collapsed ol li
{
	display: none;
}

/* Additional modifications when in print-view */

.dp-highlighter.printing
{
	border: none;
}

.dp-highlighter.printing .tools
{
	display: none !important;
}

.dp-highlighter.printing li
{
	display: list-item !important;
}

/* Styles for the tools */

.dp-highlighter .tools
{
	padding: 3px 8px 3px 10px;
	font: 9px Verdana, Geneva, Arial, Helvetica, sans-serif;
	color: silver;
	background-color: #f8f8f8;
	padding-bottom: 10px;
	border-left: 3px solid #6CE26C;
}

.dp-highlighter.nogutter .tools
{
	border-left: 0;
}

.dp-highlighter.collapsed .tools
{
	border-bottom: 0;
}

.dp-highlighter .tools a
{
	font-size: 9px;
	color: #a0a0a0;
	background-color: inherit;
	text-decoration: none;
	margin-right: 10px;
}

.dp-highlighter .tools a:hover
{
	color: red;
	background-color: inherit;
	text-decoration: underline;
}

/* About dialog styles */

.dp-about { background-color: #fff; color: #333; margin: 0px; padding: 0px; }
.dp-about table { width: 100%; height: 100%; font-size: 11px; font-family: Tahoma, Verdana, Arial, sans-serif !important; }
.dp-about td { padding: 10px; vertical-align: top; }
.dp-about .copy { border-bottom: 1px solid #ACA899; height: 95%; }
.dp-about .title { color: red; background-color: inherit; font-weight: bold; }
.dp-about .para { margin: 0 0 4px 0; }
.dp-about .footer { background-color: #ECEADB; color: #333; border-top: 1px solid #fff; text-align: right; }
.dp-about .close { font-size: 11px; font-family: Tahoma, Verdana, Arial, sans-serif !important; background-color: #ECEADB; color: #333; width: 60px; height: 22px; }

/* Language specific styles */

.dp-highlighter .comment, .dp-highlighter .comments { color: #008200; background-color: inherit; }
.dp-highlighter .string { color: blue; background-color: inherit; }
.dp-highlighter .keyword { color: #069; font-weight: bold; background-color: inherit; }
.dp-highlighter .preprocessor { color: gray; background-color: inherit; }
  • এবার Crtl+F দিয়ে এই কোডটি সার্চ করুন </head> । কোডটি পেলে নিচের কোডগুলি ঠিক এর উপরে বসিয়ে দিন।
  1. <!-- Add-in CSS for syntax highlighting --></li>
    	<li><script src='http://syntaxhighlighter.googlecode.com/svn/trunk/Scripts/shCore.js' type='text/javascript'></script></li>
    	<li><script src='http://syntaxhighlighter.googlecode.com/svn/trunk/Scripts/shBrushCpp.js' type='text/javascript'></script></li>
    	<li><script src='http://syntaxhighlighter.googlecode.com/svn/trunk/Scripts/shBrushCSharp.js' type='text/javascript'></script></li>
    	<li><script src='http://syntaxhighlighter.googlecode.com/svn/trunk/Scripts/shBrushCss.js' type='text/javascript'></script></li>
    	<li><script src='http://syntaxhighlighter.googlecode.com/svn/trunk/Scripts/shBrushDelphi.js' type='text/javascript'></script></li>
    	<li><script src='http://syntaxhighlighter.googlecode.com/svn/trunk/Scripts/shBrushJava.js' type='text/javascript'></script></li>
    	<li><script src='http://syntaxhighlighter.googlecode.com/svn/trunk/Scripts/shBrushJScript.js' type='text/javascript'></script></li>
    	<li><script src='http://syntaxhighlighter.googlecode.com/svn/trunk/Scripts/shBrushPhp.js' type='text/javascript'></script></li>
    	<li><script src='http://syntaxhighlighter.googlecode.com/svn/trunk/Scripts/shBrushPython.js' type='text/javascript'></script></li>
    	<li><script src='http://syntaxhighlighter.googlecode.com/svn/trunk/Scripts/shBrushRuby.js' type='text/javascript'></script></li>
    	<li><script src='http://syntaxhighlighter.googlecode.com/svn/trunk/Scripts/shBrushSql.js' type='text/javascript'></script></li>
    	<li><script src='http://syntaxhighlighter.googlecode.com/svn/trunk/Scripts/shBrushVb.js' type='text/javascript'></script></li>
    	<li><script src='http://syntaxhighlighter.googlecode.com/svn/trunk/Scripts/shBrushXml.js' type='text/javascript'></script>
  • এবার Crtl+F দিয়ে এই কোডটি খুঁজুন </body>। কোডটি খুজে পেলে নিচের কোডগুলি এর ঠিক আগে বসিয়ে দিন
<!-- Add-in Script for syntax highlighting -->

<script language='javascript'>

dp.SyntaxHighlighter.BloggerMode();

dp.SyntaxHighlighter.HighlightAll('code');

</script>
  • এবার প্রিভিউ দিয়ে দেখুন যে আপনার টেম্পলেট ঠিক আছে কিনা, ঠিক থাকলে এবার টেম্পলেট সেইভ করুন।
  • আপাতত আসল কাজ শেষ। এবার আসুন পোস্ট করার সময় কিভাবে কোড এর কজ করবে
  • আপনার ব্লগের নতুন পোস্টে ক্লিক করুন। যা লিখবার লিখুন, যখন কোড বসাবেন তখন নিচের কাজটি করতে হবে।
<pre name="code" class="cpp">

...Your html-escaped code goes here...

</pre>
  • For Ex: 
    <pre name="code"> ...javascript-<!-- Add-in Script for syntax highlighting --> <script language='javascript'> dp.SyntaxHighlighter.BloggerMode(); dp.SyntaxHighlighter.HighlightAll('code'); </script>... </pre>

একটি পোস্ট পাবলিশড করে মজা দেখুন।

lang এর ভ্যালু যে গুলো হতে পারবে তা দেখতে এখানে  ক্লিক করুন।  লিস্টের "Brush aliases" এর ভ্যালু গুলো lang ভেল্যু হিসাবে ব্যবহার করা যাবে।

আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোথায় বুঝতে অসুবিধা হলে আমাকে জানাতে ভুলবেন না।

এর এই পোস্টটি করতে আমার ২ ঘণ্টার মত লেগেছে, ভালো লাগলে বাঃ উপকারে লাগলে কমেন্ট করতে ভুলবেন না। এর কমেন্ট না করলে আমি  মনে খুব কষ্ট পাবো।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসাসহ আপনাদেরই সাব্বির আলম। আল্লাহ্‌ হাফেজ

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 869 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারণ টিউন। খুব ভালো লাগলো টিউনটা দেখে। লিখে যাও আপন গতিতে। শুভ কামনা। 😀

আপনাকে অনেক অনেক ধন্যবাদ । টিউনটি আপনার কাছে অসাধারন এবং ভালো লেগেছে জেনে আসলেই আমার খুব ভালো লাগছে । আবারো ধন্যবাদ , সুমন ভাই

Level 0

everything is good. but i cannot write Bengali. please give me any solution.

    আপনি avro ডাউনলোড করে বাংলা ব্যবহার করতে পারেন ।

Level 0

আমার ব্লগে আমি জা পোস্ট করি তা একি পেইজ এ থাকে
আমি চাই পোস্ট গুলা শিরোনাম এর মত থাকবে তাতে ক্লিক করলে পুরা পোস্ট দেখা যাবে
http://habibdigital.blogspot.com/ আমি যা করেছি সব আপনার/ https://www.techtunes.io এর অবদান
হেল্প করেন কিভাবে ব্লগ আর সুন্দর জরতে পারি

ভাল হইতেছে চালিয়ে যান,শুভ কামনা রইল আপনার জন্য্ ধন্যবাদ।

    ভাই মনে কষ্ট পাইলাম, আপনি আমাকে সামনের বার থেকে তুমি তুমি করে বলবেন ? আপনাকেও অনেক ধন্যবাদ @আতাউর রহমান: ভাই

ইহাই খুজতেছিলাম। ধন্যবাদ দেওয়ার ভাযা নেই।

সাব্বির ভাই আরেকবার এলাম, ধন্যবাদ জানাতে এবং কাজ হয়েছে সেটা বলতে। এখানে দেখুন 🙂

    তবে আরেকটা কথা, ব্লগে পোস্ট পাবলিশ হয় HTML আকারে, যে কোড লিখতে হবে সেটা প্রথমে HTML ESCAPE হিসেবে কনভার্ট করে নিচে হচ্ছে। এরকম একটা সাইট আছে। এখানে কোড দিয়ে সেটা ব্লগারে পেস্ট করলেই হল। ইয়া….মুডে আছি 😀

ভাই, এই পোস্টটি আমার ও খুব দরকার ছিল। অবশেষে পেয়ে গেলাম। কিন্তু একটি জিনিষ জানতে পারলে ভাল হত। তা হল : আমি কিভাবে সিনট্যাক্স কোড হাইলাটার এর Height টা কমাতে পারি Scroll যুক্ত করে। আপনার উপরের পোস্টে শুধুমাত্র Weight এ Scroll দেখা যাচ্ছে, Height এ দেখা যাচ্ছে না।
আপনার উত্তরের অপেক্ষায় আছি।
অশেষ ধন্যবাদ টিউনটির জন্য।

Level 0


.post {
margin: 0 0 40px 0;
width: 90%
}

code gulu Ctrl+F paini help me plz.