আসুন শিখি HTML [পর্ব-১১]

***কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজকে আপনাদের সাথে html এর নতুন একটা বিষয় নিয়ে আলোচোনা করব।

bgcolor (ব্যাকগ্রউন্ড কালার) ট্যাগঃ

আপনি নেট এ কোন ওয়েব সাইট এ গেলে যে পেজ ওপেন হয় সে পেজ এর যে কালার থাকে সেটাই ব্যাকগ্রাউন্ড কালার।ব্যাকগ্রাউন্ড কালার এর উপর একটি ওয়েব সাইট এর সুন্দরতা নির্ভর করে।

***bgcolor এর ট্যাগ এর গঠন হচ্ছেঃ

<body bgcolor =যেকোন কালার এর নাম বা কালার এর কোড>.....................</body>

***এখানে আপনি যে কালার এর নাম দিবেন ওয়েব পেজ এর ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সেই কালার দেখাবে।

কালার এর কোড নিচের ইমেজ থেকে দেখে নিন।


<html>

<head>

<title>

লেখাপড়া করি।

</title>

</head>

<body bgcolor=grey>

<h1>আমাদের শিক্ষাব্যাবস্থা</h1>

আমাদের বাবা-মা এর একটা ধারনা হল যেভাবে হোক যেভাবেই হোক ছেলে-মেয়েকে মেডিকেল,ইঞ্জিনিয়ারিং পড়াতে হবে।<br>

একজনের বাবা-মা সিদ্ধান্ত নেয় ছেলেকে ডাক্তারি পড়াবে,তার যদি ইঞ্জিনিয়ারিং পড়তে ইচ্ছে হয় কোন লাভ নেই।<br>

আমাদের বাবা-মা দের উচিত ছেলে মেয়ে কোথায় পড়তে চায় তা জানা।<br>

আর আমাদের শিউর হতে হবে যে আমি এই শাখায় গেলে ভাল করতে পারব।<br>

তারপর লক্ষ্য ঠিক করে ঝাপিয়ে পড়তে হবে।<br>

তাহলে সফলতা আসবেই।<br>

আর আমাদের উচিত আমাদের লক্ষ্যের কথা আমাদের বাবা-মাদের সুন্দর করে বুঝাতে হবে,নাহলে আমাদের কথায় তারা রাগ করতে পারে।<br>

</body>

</html>

***তারপর আপনি afr.html নামে সেভ করে double click করে ওপেন করুন।

***blockquote ট্যাগঃ

আসুন আমরা আরেকটা ট্যাগ এর ব্যাবহার শিখি।

ধরুন আপনি একটি লেখা লিখছেন।যেমন গ্রীষ্মকাল বিষয়ে।এখানে আপনি হঠাথ করে একটি উদ্ধিতি দিতে চাইলেন।মানে ধরুন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার “পার হয়ে যায় গরু পার হয় গাড়ী.....................” এই লাইনটি দিতে চান উদ্ধিতি আকারে,তখন এই ট্যাগ ব্যাবহার করতে হয়।

ট্যাগটির গঠন হলঃ  <blockquote>………………………………………………….</blockquote>

***আসুন একটা উদাহরন দেখি।


<html>

<head>

<title>

গ্রীষ্মকাল

</title>

</head>

<body>

গ্রীষ্মকাল এ খালি গরম আর গরম।আমরা সবাই গ্রীষ্মকাল কে বড়ই অপছন্দ করি।কিন্তু আমার খুব ভাল লাগে।অনেকের বর্ষাকাল খুব পছন্দ।আমারো পছন্দ।তবে গ্রীষ্মকাল বেশি পছন্দ।সবচেয়ে বড় কথা এই বর্ষাকাল না থাকলে আমরা আম,কাঠাল,লিচু এসব খেতে পারতাম না।আর কৃষ্ণচূড়া ফুল কিন্তু এই গ্রীষ্মকাল এ ফুটে।আর সবার মত আমারো আমিও মানি বর্ষাকাল সেরা,কিন্তু আমার গ্রীষ্মকাল বেশি ভাল লাগে।<br>

আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার এক কবিতায় লিখেছিলেন

<blockquote>

পার হয়ে যায় গরু,পার হয় গাড়ি।দুইধার উঁচু তার ঢালু তার পাড়ি।চিকচিক করে বালি,কোথাও নেই কাদা...........................................................................................................................

</blockquote>

</body>

</html>

***তারপর তা সেভ করে ওপেন করুন।

সবাই ভাল থাকবেন।আমার জন্য দোয়া করবেন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার জন্য দোয়া করি। ধন্যবাদ।

Level 0

Onek valo
Thanks.

Level 0

অনেক অনেক ধন্যবাদ। চালিয়ে যান অনেক সুন্দর হচ্ছে।

Level 0

very good,,,,
many many thnx bhaya …….

Level 0

Thank you so much for your tutorial, ami er age onek bar html shekhar chesta korechi, kintu beshi dur agate parini, either boring lagto or bujtam na……apner protita tutorial ami mon diye porechi …..ebong niyomito practice korechi….din din amar coding shikhar agroho bereche….apner notun tutorial er jonno opekhay achi…please tara tari post korun….apner jonno onek doya kori….thanks

Level 0

thats good.

Nice. Next Tune কবে পাবো?

সুন্দর হইয়াছে… 😛

Level 0

Nice. Thanks

ধন্যবাদ