ওয়েব হস্টিং এর প্রতি আগ্রহ

ওয়েব হস্টিং নিয়ে কার কততা আগ্রহ আমি জানি না। তবে আমার আগ্রহ প্রথম থেকেই অনেক বেশী। কিভাবে একটি সার্ভার কাজ করে? সার্ভার কিভাবে বিক্রি হয়? ডাটা সেন্টার কি? এসব নিয়ে আমার আগ্রহ টা অনেক বেশী। হয়তবা শুধুমাত্র সেই আগ্রহের জন্যেই আজ আমি একটি ডাটা সেন্টার এর মালিক। আজ আমি ওয়েব সার্ভার এর সামান্য কিছু বেসিক জিনিষ নিয়ে আলোচনা করব। আমার জানার ঝুলি খুব বেশী না তবে যেটুকু জানি সেটুকু আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে। খুব সাধারণ ভাষায় আমি আলোচনা করব।

ওয়েব সার্ভার কি?

ধরে নেই “জামান” আমার ছোট ভাই। আমি জামান কে বলে দিলাম আমি যখন তোমাকে ডাকব তখন তুমি আমাকে ফিল্টার থেকে এক গ্লাস পানি দেবে। যেই কথা সেই কাজ । আমি জামান বলে ডাক দেয়ার সাথে সাথে জামান আমাকে এক গ্লাস পানি ফিল্টার থেকে এনে দিল। ঠিক সেভাবেই “ডোমেইন” হচ্ছে একটা নাম আর ওয়েব হস্টিং হচ্ছে একটি ফিল্টার। আমি যখন facebook.com এ নোক করব তখন facebook.com  একটি ওয়েব সার্ভার এ রাখা ছবি, বা কিছু জিনিষ আমাকে দেখাবে। যেখানে আমরা ওয়েব সাইট রাখি সেটাকেই ওয়েব হস্টীং বলা হয়ে থাকে।  এখন কিভাবে facebook.com বুঝবে কোন ওয়েব সার্ভার থেকে ছবি দেখাবে? ধরি “x” আমার সার্ভার আর facebook.com আমার ডোমেইন। প্রতিটা ওয়েব সার্ভার এ এক একটি আইপি আর নেম সার্ভার নিয়ে সেট করা হয়। ধরি আমার “x” সার্ভার এর আইপি বা নেম সার্ভার “T”। আমি এখন facebook.com এ “t” টা সেট করে দিলাম। তাহলে কি হবে? ফেইসবুকে যখনি কেউ হিট করবে, তখনি facebook.com খুজবে “t” নামের সার্ভার কোনটা? তখন সে আমার “x” সার্ভার পেয়ে যাবে। আর আমার “x” সার্ভার থেকে ছবি দেখানো শুরু করবে।

হস্টিং কি কি ধরনের হয়?

আমরা সবাই সাধারনত শেয়ার হস্টিং কিনি। কিছু ফিক্সড যায়গা আর ব্যান্ডওয়াইড এর হস্টিং একাউন্ত কিনি। এর উপরে অনেকেই কিছু জানে না।

Dedicated server( Data centre)

VPS

Reseller

Shared hosting

উপরের সিরিয়াল দেখেই হয়ত অনেক কিছুই বুঝে গেছেন।

আগামী পোস্টে আমি reseller, shared hosting, vps সম্পর্কে বলব আর কিভাবে vps সার্ভার সেট আপ করতে হয় সেটা বলব। তার পর শেষ পোস্ট এ সার্ভার এর খুটিনাটি আলোচনা করব। এই পোস্ট টা দিয়ে আমি দেখতে চাই সার্ভার নিয়ে আসলে কারো আগ্রহ আছে কি না।

একটা ছোট্ট ঘোষনা দেই। শুধুমাত্র টেক টিউন্স এর ইউজার দের জন্য আমি প্রতিমাসে ১০০ টাকায় 2Gb space ar 10 Gb ব্যান্ডওয়াইড এর হস্টিং দেব। প্রথম ১০ জন কে। একবারে এক বছরের টাকা দিতে হবে না। প্রতিমাসে দিয়ে আপ্নারা চালিয়ে যান আপনাদের ওয়েব ডেভেলোপিং। ফ্লেক্সিলোডের মাধ্যমেও হস্টিং কিনতে পারেন। যোগাযোগ করুন [email protected] এ। শুধুমাত্র ১০ জন এর জন্য।

দ্বিতীয় খন্ড

https://www.techtunes.io/web-development/tune-id/79187/

Level 0

আমি spondonradio.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

C.E.O of http://spondonradio.com Buy Hosting and domain at cheap rate....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার টিউন, আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম ! 🙂

ভাল হয়েছে। আগামি দুটি পর্বের অপেক্ষায় রইলাম। আর ওয়েব হোস্টিংয়ের আইডিয়াও দারুন। আমার লাগবে মনে হয়। টেস্ট করে দেখি।

Level 0

ভাইয়া আমি কি জুমলা তে কাজ করে এখানে হস্টিং করতে পারব ??? একটু জানাবেন ।। আমি আগ্রহী ।

Level New

আমার হোস্টিং দরকার ।আপনাদের সার্ভিস যদি সত্যি ভালো হয় মোবাইল নাম্বারটা দিয়েন।
[email protected]

Amar to pura agroho, ey bishoy gula nia. Chaliye jan. Ami asi 🙂 (Via Mobile)

"শুধুমাত্র সেই আগ্রহের জন্যেই আজ আমি একটি ডাটা সেন্টার এর মালিক " ভাই আপনার ডাটা সেন্টার এর নাম জানতে পারি??

    Level 0

    amio jante chai. amio to 1ta Mobile Phone companyR malik…. bt naam ta zamate parsi na :S

Level 0

জোবায়ের ভাই এর মত আমারও একই প্রশ্ন ।

Level 0

আমার মনে হয় আপনি Dedicated Server এর মালিক কিন্তু Data Center এর নয় । এবং আমার মনে হয় আপনার Server টি limestonenetworks.com থেকে নেয়া ।

    ভাই নিজের এ ধারনা কম আবার আইছে সার্ভার কি তা বুজাতে।

    জোবায়ের says:
    ৮ জুলাই, ২০১১ at 4:31 অপরাহ্ন

    ভাই নিজের এ ধারনা কম আবার আইছে সার্ভার কি তা বুজাতে।

    ভাই কিছু মনে করবেন না। ওনি আমাদের বেসিক ধারনা টা খুব ভাল ভাবে দিতে পারছেন আমার মনে হয়। কিন্তু আপনি হয়ত ওনার চেয়েও ভাল পারেন তাতে কি???? যদি আমাদের বিষয়টা ভাল ভাবে বুজাতে চান তবে আশা করব রিপ্লায় দিয়া বুজাইয়া দিবেন।

    @শরিফ,
    এই পোস্টে কিসের বেসিক ধারণা পেলেন? ওয়েব সার্ভার বুঝাতে গিয়ে উনি নেম সার্ভারের কথা বলেছেন কিন্তু নেম সার্ভার জিনিসটা কি? আইপি জিনিস টা কি? এগুলো না জেনেই পাঠক সার্ভারের বেসিক বুঝে ফেলল?

    Level New

    @ জোবায়ের
    মনে হচ্ছে এই ব্যাপারটায় এই টিউনারের চেয়ে আপনি ভালো ধারনা রাখেন। আপনার মত এতো বড় ইন্জিনিয়ার থাকতে এতোদিন এটা নিয়ে টিউন হয় নাই কেন ?
    নিজে কিছু জানলে তা সবার সাথে শেয়ার করেন।না হয় অন্য কেউ ভুল করলে শুধরে দিন।আর তাও যদি না পারেন তাহলে খিচ মেরে বসে থাকেন।
    এইরকম আজে বাজে কমেন্টের কারনে অনেক টিউনার টিউন করা ছেড়ে দেয়।
    উস্কানিমূলক কমেন্ট করে কাউকে আঘাত করার কোন দরকার নাই।।।

    Level New

    @ জোবায়ের
    মনে হচ্ছে এই ব্যাপারটায় এই টিউনারের চেয়ে আপনি ভালো ধারনা রাখেন। আপনার মত এতো বড় ইন্জিনিয়ার থাকতে এতোদিন এটা নিয়ে টিউন হয় নাই কেন ?
    নিজে কিছু জানলে তা সবার সাথে শেয়ার করেন।না হয় অন্য কেউ ভুল করলে শুধরে দিন।আর তাও যদি না পারেন তাহলে খিচ মেরে বসে থাকেন।
    এইরকম আজে বাজে কমেন্টের কারনে অনেক টিউনার টিউন করা ছেড়ে দেয়।
    উস্কানিমূলক কমেন্ট করে কাউকে আঘাত করার কোন দরকার নাই।।।

    Level New

    @ DHmart.info
    নিজে কিছু জানলে তা সবার সাথে শেয়ার করেন।না হয় অন্য কেউ ভুল করলে শুধরে দিন।

    @Rakhal,

    না জানা খারাপ কিছু না কিন্তু জানার ভান করা অনেক খারাপ জিনিস। এই রকম আজে বাজে টিউন দিয়ে মানুষকে ভুল শিক্ষা দিয়ে বিভ্রান্ত করার কোন মানে নাই। তার চেয়ে টিউন না হওয়াই ভাল। ডাটাসেন্টার কি জিনিস আর কয় মিলিয়ন টাকা ইনভেস্ট করলে এর মালিক হওয়া যায় সে সম্পর্কে ধারণা নেই টিউনারের। কিন্তু উনি ডাটাসেন্টারের মালিক দাবি করে বসলেন। উনার সাইটগুলো একটা ডেডিকেটেড সার্ভারেও না, একটা ভিপিএসে হোস্ট করা মাত্র। আশাকরব ভুলে ভরা টিউন করতে কাউকে উৎসাহী করবেন না।

    @DHmart.info
    খুব সাবলিল ভাষায় নতুনদের জন্য এর থেকে ভালো ভাবে কেউ হয়ত বুঝাতে পারে নি। কিন্তু আপনি ডাটা সেন্টার নিয়ে এত লাফালাফি করতেছেন কেনো? এটা সবাই জানে ডাটা সেন্টার কি জিনিষ। টিউনার ডাটা সেন্টার এর মালিক বলতে হয়ত বুঝিয়েছেন ডাটা সেন্টার এর ডেডিকেটেড সার্ভার কে। আর একটা ডাটা সেন্টার এর একটা সার্ভার থাকলে সেই ডাটা সেন্টার কে নিজের ডাটা সেন্টার ই সবাই বলে। আমি আর আমার খালুর যে ফার্ম আছে সেখানে আমার ৩০% শেয়ার। আমিও সেই ফার্মের মালিক বলেই দাবী করি। এই সামান্য বিষয় নিয়ে আপনি এভাবে টিউনার কে দোষারপ করতেছেন কেন বুঝতেছি না। এটা কি নিছক আপনার ব্যাবসায়ীক ক্ষতির বহিঃপ্রকাশ?
    আমি amaderadda.net এর এডমিন। এবার আপনি আমার সার্ভার নিয়ে কি কি গুজব ছড়াবেন বলেন। মানুষের সভাব এমন কেন বুঝি না।
    আর আপনি যে কি করে ব্যাবসা করেন আমরা webhosttalk এর সবাই জানি। তাই আপনাকে নতুন করে চিনাতে আইসেন না।

    নিজের বাসার পিসিকে সার্ভার বানালে সেটা ডাটাসেন্টার হয়ে যায় না। নিজের ভাষায় ভুল জিনিস দাবি করলে সাধারণকে ভুল মেসেজ দেয়া হলো না? মানুষ যদি মনে করেন ডাটাসেন্টার কি জিনিস জানে তাহলে ওয়েব হোস্টিং ও বুঝার কথা তাই না?

    আমি এখানে ব্যবসায়িক কোন আলাপ করতে আসিনি। টিউন দেখে যে প্রশ্নের উদয় হয়েছে তাই মন্তব্য করেছি।

    ওয়েব হোস্ট টক নামের কোন সাইটের কথা এর আগে শুনিনি। তবে ওয়েব হোস্টিংটকে আমি নিয়মিত যাতায়াত করি। আপনি যদি সেটার কথা বুঝিয়ে থাকেন তাহলে সেখানে কি ব্যবসা করি টেকটিউনসের সবাইকে জানালে খুশি হব।

    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

    Level 0

    @amader adda,

    আপনি কিভাবে বুঝলেন ডেডিকেটেড সার্ভারকে উনি ডাটাসেন্টার বুঝিয়েছেন? উনিতো এখন পর্যন্ত যে দুইজন ব্লগার প্রশ্ন করেছেন তাদের উত্তর দেন নাই। উনি যে ভুল করছেন তাও স্বীকার করে টিউনটি সম্পাদনা করছেন না। ১টা সার্ভার এর মালিক মানে ডাটাসেন্টারের মালিক ভালই বলছেন। আজ পর্যন্ত শুনলাম তাদের একটা সার্ভারের জন্য ডাটাসেন্টার দাবি করতে। বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সার্ভার থাকে তাদের সকল কাজ স্টোর করে রাখার জন্য। তাহলে সেগুলো ও একটা একটা ডাটাসেন্টার।

Level 0

খুবই ভাল, চালিয়ে যান। সাথে আছি।

অনেক ভাল লিখেছেন,
আগামি পর্বে অপেক্ষায় রইলাম-ধন্যবাদ।

Level New

আমার দুটা জিনিস শিখার খুবই প্রয়জন, ১, CCNA ২। Webs hosting and desine আপনি যদি Webs hosting এর ধারাবাহিক টিউন করেন তাহলে মনে হয় আমার একটা কাজ শেষ করতে পারব। আমি আপনার টিউনগুলো এখন থেকে আপনার Webs hosting এর উপর টিউনগুলো দেখতে হবে যদি আপনি ধারাবাহিক ভাবে টিউন করেন ।

আপনার পোস্ট ভাল লাগলো দেখি যদি কিছু জানতে পারি আপনার কাছে তবেই খুশি হব।

ভাই আপনি কোন ডাটাসেন্টারের মালিক? কয়েক হালি সার্ভার নিতে পারতাম যদি জানতাম।

    @ Dhmart
    সব সময় মানুষের পিছনে লেগে থাকতে আপনার এত ভালো লাগে? আগে একটা ডেডিকেটেড সার্ভার কিনে কথা বলেন। কয়েক হালি কিনতে আপনার সিলেট কে বিক্রি করতে হবে।

    আপনি কোন ডাটা সেন্টার এর মালিক যে আপনি ডেডিকেটেড সার্ভার বিক্রি করেন? কিভাবে করেন? ফাইজলামোর সিমা থাকা উচিৎ

    @amader adda,
    যা আমার নাই তা নিয়ে তর্ক করতে যাই না। আশাকরি কি বুঝাতে চেয়েছি বুঝতে পারছেন। আর আমি কারো পিছনে লেগে থাকি না। টিউন থেকে মন্তব্য করি যা সত্য তাই বলে ফেলি।

    কয়েক হালি ডেডিকেডেট সার্ভার কিনতে সিলেট বিক্রি করা লাগবে না। সিলেটের দাম আপনার দ্বারা বুঝা সম্ভব না।
    আমি কোন ডাটাসেন্টারের মালিক না। ডেডিকেটেড সার্ভার অন্যের ডাটাসেন্টার থেকে বিক্রি করি। এবং ডাটাসেন্টার যে দামে বিক্রি করে তার ৪০/৫০ ডলার কমেই বিক্রি করি।
    কিভাবে ডেডিকেটেড সার্ভার বিক্রি করি তা উপরেই বলে দিলাম।

    আর সবশেষে অনুরোধ করব ব্যক্তিগত আক্রমণ না করে যুক্তি দিয়ে উত্তর দিবেন।
    ধন্যবাদ আপনাকে।

@ amader adda

ব্যক্তিগত আক্রমণ কোন সুস্থ ব্লগিং নয়। তাই আপনাকে ব্যক্তিগত আক্রমণ পরিহার করার আহবান জানাচ্ছি।

Level 0

ভাই আমি হোস্টিং করতে চাই। আমাকে কি করতে হবে? আমার ইমেইল: [email protected]

আমার হোস্টিং দরকার nhp24.com yellowfriend.net rajdhaniholdings.com newsnokkhorto.com qeeby.com জন্য খুবই প্রয়জন 1G per domain।আপনাদের সার্ভিস যদি ভালো হয় মোবাইল নাম্বারটা দিয়েন।
+8801915822266