নতুন বছরে ডিজিটাল নববর্ষের শুভেচ্ছা কার্ড বানান বাংলা ভাষায়

পুরাতন কে বিদায় জানাতে ও নতুন কে স্বাগত জানাতে বছর ঘুরে আবার ও এলো পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৯।
সাধারণত ইংরেজী এপ্রিল মাসের মাঝামাঝি অর্থাৎ ১৪, ১৫ তারিখের দিকে বাংলা বৈশাখ মাস আসে। এ দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। পহেলা বৈশাখ বাঙালির সর্ববৃহৎ সার্বজনীন লোকউৎসব। পৃথিবীর সর্বত্রই নববর্ষ একটি প্রচলিত সংস্কৃতিধারা।

 

১লা বৈশাখ ঃ ১লা বৈশাখ বাংলা ক্যালেন্ডারের ১ম সনের ১ম দিন, ১ম মাস। এ দিনকে কেন্দ্র করে সকল বাঙালিরা বিভিন্ন উৎসব আনন্দ করে থাকে ও নতুন বছরকে বরন করে নেয়। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হল ১লা বৈশাখ। অতীতের দুঃখ, বেদনা, ভুলত্রুটি মুছে নতুনের দিকে সাড়া দেয়ার মধ্যদেয়া এ দিনটি উদযাপন করা হয়। চৈত্রমাসের শেষ দিনের সূর্যাস্তের পর রাতের শেষে নতুন সূর্য উদয়ের মধ্য দিয়ে নতুন বছর শুরু হয়। নববর্ষ ঐতিহ্যের ধারক।

পোস্টটি প্রথম প্রকাশিত  নতুন বছরে নববর্ষের শুভেচ্ছা কার্ড

নববর্ষের শুভেচ্ছা কার্ডঃ আধুনিক সময়ে বিভিন্ন মাধ্যমে পছন্দের মানুষকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন মাধ্যম অনুসরন করা হয়ে থাকে তার মধ্যে জনপ্রিয় মাধ্যম হল গিফট কার্ড। বিভিন্ন উৎসব ও দিনকে শুভেচ্ছা জানাতে এ কার্ড টি ফ্রিতে পাঠাতে পারবেন।

আপনি আপনার বার্তা দিয়ে আপনার পরিবার, বন্ধু বা যে কাউকে শুভেচ্ছা জানাতে পারেন। শুধু আপনার উপহারের কার্ডটি বেছে নিন এবং নাম আথবা শুভেচ্ছাটি লিখুন। এবার create ক্লিক করুন ৷ এতে আপনার নাম আথবা শুভেচ্ছা মেসেজটি একটি কার্ড হয়ে যাবে। এটি একটি চমৎকার উপহার কার্ড তৈরি করবে এবং আপনি আপনার ফেসবুক, হোয়াটস্যাপ, টুইটার বা লিঙ্কডিন সরাসরি শেয়ার করতে পারবেন | অথবা আইকন ক্লিক করে লিংকটি কপি করে যেকোনো জায়গায় শেয়ার করে দিতে পারবেন।

ফ্রিতে জন্মদিন, দোয়া, শুভেচ্ছা, ইদ, নববর্ষ সহ যেকোনো বিশেষ দিনের মেসেজ পাঠান

নববর্ষ জীবনকে নতুনভাবে উদ্দীপ্ত করে আনন্দের স্পর্শ এনে দেয়। কবির ভাষ্যে - "নব আনন্দে জাগো আজি নব রবিকিরণে শুভ সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে "

Level 2

আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Professional Web Developer


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস