সুপ্রিয় পাঠকগণ, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশাকরি ভাল আছেন। আমিও আপনাদের দোওয়ায় ভাল আছি। আমি আবারও আপনাদের কাছে নিয়ে এলাম নতুন আরো একটি টিউন। আজ আমি একটা ভিন্ন একটি ট্রিক নিয়ে কথা বলবো। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করবেন এবং সেখান থেকে আর্নিং। করবেন একটি টিউনে এ পুরো পার্ট দিতে গেলে আপনাদের আর্টিকেল পড়া হয়তো ধৈর্য্য হারিয়ে যেত।
তাই আমি এই আর্টিকেলটি কে দুই ভাগে ভাগ করেছি। আমি আমার এই আর্টিকেলের দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ফ্রীতে একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন এবং আমি পরের পর্বে দেখাবো কিভাবে আপনি ওয়েব সাইটটি দিয়ে ইনকাম করবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তার আগে একটা কথা না বললেই নয়। যদি এ টিউনে আমার কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। কারণ মানুষ মাত্রই ভুল। তাই আমারও ভুল হতে পারে।
আর যদি টিউনটি ভালো লাগে, যদি আপনার কোন উপকার হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে এই টিউনটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো আর কথা বাড়িয়ে লাভ নেই। চলুন শুরু করা যাক।
আমরা জানি ব্লগার, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো যায়। কিন্তু সেখান থেকে আর্নিং করতে হলে হোস্টিং, ডোমেইন এগুলো কিনতে হয়। কিন্তু আমি আজকে যে প্রক্রিয়াটি বলব সে প্রসেসে কাজ করলে আপনি ফ্রিতে একটি ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে আর্নিং করতে পারবেন। হ্যাঁ, ফ্রিতে। 100 % ওয়ার্কিং।
১. এর জন্য আপনাকে যা করতে হবে তা হল প্রথমে আপনি আপনার ক্রোম কিংবা গুগল ব্রাউজার এ যাবেন তারপর সেখানে সার্চ করবেন http://www.wapkiz.com। তারপর প্রথম লিঙ্কে প্রবেশ করবেন। তারপর আপনি ওই ওয়েবসাইটে প্রবেশ করার পর ওইখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনার ওইখানে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগইন করবেন।
২. এবার একটু নিচে দেখবেন লেখা আছে Create Your Own Website। ঐখানে ক্লিক করবেন।
৩. তারপরে আপনি আপনার ওয়েবসাইটের নাম লিখবেন এবং আপনি কোন কোয়ালিটির ওয়েবসাইট বানাতে চান তাও লিখবেন। আপনি যদি টেকটিউনসের মত ব্লক ওয়েবসাইট বানাতে চান তাহলে সেখানে আপনি ব্লক সিলেক্ট করবেন। তারপর ক্রিয়েট লেখায় ক্লিক করবেন।
ব্যাস হয়ে গেল আপনার নিজের ওয়েবসাইট তাও আবার ফ্রিতে।
৪. এখন আপনার ওয়েবসাইটিকে আরও উন্নত করতে হলে, আরো দেখতে ভালো করতে হলে, একটি সৌন্দর্য আনতে হলে আপনার ওয়েবসাইটের জন্য একটি থিম দরকার এই থিমটি পাওয়ার জন্য আপনি আপনার গুগলের সার্চ করবেন http://www.anusrat.wapkiz.com। তারপর আপনি একটি সাইটে প্রবেশ করবেন।
৫. তারপর আপনি ওয়েব সাইটটিতে একটি থিম দেখতে পাবেন। ওই থিমটি ডাউনলোড করে নেবেন।
৬. এখন আপনাকে ঐ থিমটি আপনার ওয়েবসাইটে লাগাতে হবে। থিম কিভাবে লাগাবেন তা আমি একটু বলে দিচ্ছি -থিম লাগানোর জন্য প্রথমে আপনি আপনার বানানো ওয়েবসাইটে যাবেন। তারপর দেখবেন লেখা আছে প্যানেল। ওইখানে ক্লিক করবেন
৭. তারপর নিচে এসে দেখবেন লেখা আছে reset your theme। ওইখানে ক্লিক করবেন।
৮. তারপর আপনার ডাউনলোড করা থিমটি সেখানে সিলেক্ট করে দেবেন। তারপর ওকে তে ক্লিক করে দেবেন।
ব্যাস হয়ে গেল থিম লাগানো। এখন আপনি আপনার ওয়েবসাইটে যেকোনো ধরনের টিউন করতে পারবেন। আপনার করা টিউন গুলো বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন।
বানানো ব্লগ সাইটটির কিছু স্ক্রিনসট।
আমি যে টিমটা কথা আপনাদের বললাম ওই থিমটা বেশ উন্নত। আপনি ওই থিমটা নিলে আপনার সাইটটি কেউ দেখতে অনেক ভালো লাগবে। তাই আপনি ওই থিমটা নিবেন। আমি ওই থিমটা আপনার জন্য সাজেস্ট করলাম। তাছাড়া আপনি অন্য থিম নিতে পারেন। আপনি অন্য থিম নেওয়ার জন্য গুগল থেকে অনেক ধরনের থিম পেয়ে যাবেন আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু এমন ধরনের থিমগুলো নিবেন যেগুলো ওয়াপকিজ ডটকম ওয়েবসাইটে বানানো ওয়েবসাইট গুলোর জন্যে সাপোর্ট করবে।
তো আজ এ পর্যন্তই রইল। এর পরের পর্বে আমি দেখে নিব কিভাবে আপনি আপনার বানানো ওয়েবসাইটটি দিয়ে ইনকাম করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেকটিউনসের সাথে থাকুন যদি টিউন নিয়ে আপনাদের কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই টিউমেন্টে জানাবেন।
আসসালামু আলাইকুম।
আমি মো: আহাসানুল কবির। ওয়ার্ড কাউন্সিলর, ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 6 টিউনারকে ফলো করি।
নির্দেশনা [০৪]
প্রিয় ট্রাস্টেড টিউনার,
আপনার টিউনটি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউন’ এর জন্য প্রসেস হতে পারছে না।
কারণ:
টিউনের ‘টিউন থাম্বনেইল’ এর শিরোনাম সঠিক হয়নি।
করণীয়:
টিউনের ‘টিউন থাম্বনেইল’ এর শিরোনাম হিসেবে নিচে উল্লেখিত শিরোনামটি সেট করুন:
“ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে ইনকাম করুন [পর্ব-০১]”
আপনার পরবর্তি টিউন গুলোতে যেন এই একই ভুল না হয় সে দিক পূর্ণ সতর্ক থাকুন।
খেয়াল করুন: আপনার এই টিউন সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি টিউন সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই টিউন টি ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য প্রসেস হবে না এবং ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য বাতিল হবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।
উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।
খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।