ব্লগার কিংবা ওয়াপকিজে ইউটিউব ভিডিও ডাউনলোডিং সাইট বানান

বিসমিল্লাহির রহমানির রহিম

 

ব্লগারে ইউটিউব ভিডিও / অডিও ডাউনলোডিং সাইট  তৈরিঃ

ডেমোঃস্ক্রিনসট

ডেমো লিংকঃ LINK

এমন একটা সাইট তৈরির কোডই আপনাদের সাথে এখন শেয়ার করব।  তো প্রথমে আপনার ব্লগারে গিয়ে একটা নতুন সাইট তৈরি করুন। তারপর থিম/ Theme এ ক্লিক করুন  এখন html Edit আপশনে ক্লিক করুন। যে কোড গুলো দেখতে পাচ্ছেন সব সিলেক্ট করে কেটে দিন। এখন নিচে থেকে টেক্স ফাইলটি ডাউনলোড করে সব কোড কপি করে ব্লগারে  পেস্ট করে দিন। এখন wap4dollar এর এড কোড গুলোর জায়গায় আপনার এডকোড দিয়ে দিন। ওকে এবার উপরে ডান পাশে মেমোরি আইকনের উপর ক্লক করে সেভ করে দিন। এখন আপনার সাইট তৈরি।

কোড ডাউনলোড করুন link

ওয়াপকিজ সাইটে একই কোড ব্যবহার করে সাইর বানানো যাবে। স্ক্রিনসট -


ডেমো লিংকঃ LINK

ওয়াপকিজ দিয়ে বানানো সাইটই দেখতে ভালো মনে হইছে।

ওয়াপকিজ সাইটের জন্য.Wapkiztpl এ ফাইল ডাউনলোড করুন- LINK

ওয়াপকিজ সাইটের এডমিন প্যানেলে গিয়ে থিমটি আপলোড করে দিন।

আচ্ছা টিউন শেষ এখন কখা হলো ব্লগার বা ওয়াপকিজে কি এমন একটা সাইট বানানো যায়।  নাহ।  সত্যিসত্যিই যায় না। আসলে এই কোড বা স্ক্রিপ্টটিতে আইফ্রেম ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে সেই কোডটি কপি করে যেকোনো ওয়েবসাইট বা ওয়েবপেইজে ঐকোড টুকু দিয়ে এমন সাইট বানাতে পারবেন।

এর জন্য  আপনার বানানো সাইট বা  ndvidloader.wapo.mobi এ গিয়ে লিংক এর সামানে (view-source:) বসিয়ে ইন্টার দিন। example (view-source:ndvidloader.wapo.mobi) এখন ক্রম ব্রাউজারে থ্রি ডট এ ক্লিক করে (find in page)  এ ক্লিক করে <iframe> লিখে সার্চ করুন। এখন

<iframe> থেকে </iframe> পর্যন্ত কপি করে নিন এই কোডটি যেকোনো ওয়েবপেইজ এ বসিয়ে দিয়ে ভিউ করুন।

ধন্যবাদ।

মোঃ নাদিম মাহমুদ বরাত

 

Level 0

আমি নাদিম মাহমুদ বরাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস