ডাউনলোড করে নিন ব্লগার ব্লগের Magone এর পেইড থিম

টিউন বিভাগ ওয়েব ডিজাইন
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। চলুন কথা না বাড়িয়ে সোজা চলে যাই টিউটোরিয়ালে।

আজকের টিটোরিয়ালে Magone নামক একটি পেইড ব্লগার থিম/টেমপ্লেট শেয়ার করবো যেটার মূল্য প্রায় ২৩$.আজকে এই পেইড থিমটি আমি ফ্রী তে শেয়ার করলাম। সবকিছুই আনলক পাবেন এই থিমে। এই থিমটি টিপস৪বিডি.কম সাইট ব্যবহার করে। তবে থিমটি তাদের বানানো নয়। শুধমাত্র তারা থিমে কিছু টা মডিফাই করেছি।

কি কি আছে এই থিমে

টিকবিডি ও টেকটিউনস এর মত সর্বশেষ টিউন স্টাইল,
স্টাইলিশ 3 ডট মেনুবার,
টিউনের মাঝখানে রিলেটেড টিউন লিঙ্ক,
টিউনের শেষে বিবি কোড এর মত লিঙ্ক শেয়ার অপশন,
স্টাইলিশ টিউমেন্ট অপশন,
নিউজলেটার অপশন,
গুগল এডসেন্স & সিও ফ্রেন্ডলি,
কাস্টম 404 পেজ,
স্টাইলিশ সোসিয়াল বাটন।
বাকীটা জানতে ডেমু দেখে নিন।

চলুন এক নজরে থিমটার স্কিনশট দেখে নেই।

এই থিমের লাইভ ডেমো এখান থেকে দেখে নিন।

এই থিম টি ডাউনলোড করতে এখানে

আজ এই পর্যন্তই। পরবর্তী তে দেখা হবে নতুন কোন টিউনে।
এই টিউন সর্বপ্রথম প্রকাশিত হয় টিপস৪বিডি.কমে।
তাই কেউ কপি করবেন না, কপি করলে অবশ্যই ক্রেডিট দিবেন।

Level 0

আমি পিপড়ার ডাক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস