আপনার ওয়েবসাইটটি কি ঠিক মত সেল জেনারেট করছে? আপনার ভিজিটরদের কাস্টমারে রূপান্তর করতে পারছে? যদি না পেরে থাকে তাহলে কি আপনার সময় এবং টাকা দুটোই নষ্ট হচ্ছে না? বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুকে বুস্ট করে সরাসরি সেলস জেনারেট করা একটি সাধারণ বিষয়। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে ফেসবুকে এগ্রেসিভ মার্কেটিং এর অসুস্থ্য প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে আপনি আপনার ব্র্যান্ড ভেল্যু নিয়ে কাজ করতেই ভুলে গিয়েছেন! ফেসবুকে সরাসরি সেল করতে যেয়ে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটটির সাথেই ক্রেতাদেরকে পরিচয় করাতে পারেননি। হয়ত কিছু সেল পাচ্ছেন, কিন্তু তারা কি আর আপনাকে মনে রাখবে বলে আপনার মনে হয়? এমন কত টিউন/ভিডিও তারা প্রতিদিনই টাইমলাইনে দেখে। আর তাদের কী করবেন, যারা এই মুহুর্তে ইন্টেরেস্টেড নয় বলে আপনার বুস্ট করা টিউন এড়িয়ে গেছেন? হয়ত দুদিন বাদে তার মনে পড়বে আপনার প্রোডাক্টের কথা, কিন্তু আপনি কি তাকে নিয়ে ভেবেছিলেন? ভাবেননি! কারণ আপনি ইনস্ট্যান্ট সেল করতে চেয়েছিলেন! আর এটিই মূল কারণ যেটি আপনার ব্যবসাকে সামনে এগুতে দিচ্ছে না।
আমরা টিম ওয়ালিবিডি, শুধুমাত্র ওয়েবসাইটই তৈরি করি না! ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে তৈরি করি আপনার জন্য সেলস ফানেল। আপনার যদি ইতোমধ্যেই একটি ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেটিকে সম্পূর্ণ ভাবে ডিজিটাল মার্কেটিং ফ্রেন্ডলি অপ্টিমাইজ করে আপনাকে কাস্টমার এনে দেব আমরা। আর আপনার ওয়েবসাইট না থাকলেও আমরা এই সার্ভিসের আওতায় আপনার জন্য একটি ডিজিটাল মার্কেটিং অপ্টিমাইজড ওয়েবসাইট তৈরি করে দেব। যেখানে আপনার প্রস্পেক্টিভ কাস্টমার/ক্লায়েন্ট আপনার পন্য/সেবা সম্পর্কে শুধু জানবেই না. প্রয়োজনের সময় ঠিকই পণ্য বা সেবাটি নিতে আবারো আপনার ওয়েবসাইটেই আসবে। আপনি শুধু তাকে ডিল করে সেলস কনভার্ট করবেন।
এমন একটি অসাধারণ এবং ভেল্যু প্যাকড সার্ভিস আপনি পাবেন খুবই কম্পিটেকটিউনসভ প্রাইসে। মাসে মাত্র ২০, ০০০/- টাকা থেকে শুরু!
আরো জানতে কল করুনঃ 01946-366448
অথবা ভিজিট করুনঃ https://walibd.com/digital-marketing-bangladesh/
আমি ওয়ালিউর রহমান। Founder & CEO, WaliBD, Uttara। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একাডেমিকভাবে একজন এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। তবে ওয়েব ডেভেলপমেন্ট থেকেই উপার্জনের হাতেখড়ি। এ ব্যাবসায় জড়িত আছি সেই ২০০৮ সাল থেকে। এখনো আছি...। নিজ প্রতিষ্ঠান WaliBD.Com এর মাধ্যমে তাই চেষ্টা করছি ডিফরেন্ট কিছু করবার। যে কোন ধরনের ওয়েবসাইট তৈরির জন্য যোগাযোগ করুন: ০১৯৪৬-৩৬৬৪৪৮