আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে যোগ করুন ফুটার বার ৷

সাধারনত আমরা অনেকেই আমাদের ব্লগে wibiya এর টুলবার যোগ করি৷ কারন তাতে অনেক টুলস থাকে যার সাহায্যে ব্লগের ভিজিটর তার পছন্দের পোস্ট শেয়ার করতে পারে৷এর ফলে আঙাদের ব্লগে ভিজিটর বাড়ে৷ তাই আমি চাইছিলাম এইরকম কিছু একটা আমার ব্লগেও যোগ করি৷কিন্তু আমি wibiya টুলবার যোগ করতে চাইছিলাম না৷কারন তাতে wibiya এর বিজ্ঞাপন থাকে৷তাছাড়া আমি টুলবারে একটা বাংলা কিবোর্ড ও যোগ করতে চাইছিলাম৷তাই নেটে সার্চ করতে থাকলাম কিভাবে এইরকম একটা টুলবার আমার ব্লগ বা সাইটে যোগ করতে পারব৷ খুজতে খুজতে পেয়ে গেলাম আমার কাঙ্খিত ঠিকানা৷ এবং পেয়ে গেলাম এই রকম একটা টুলবার তৈরি করার টিউটোরিয়াল৷ টিউটোরিয়াল টি ফলো করে বানিয়ে ফেললাম আমার প্রয়োজনীয় জিনিষটা৷
এবং সারিমের জাভাস্ক্রিপ্ট কিবোর্ডটাও এর সাথে জুড়ে দিলাম৷

এই টুলবারের সাহায্যে আপনার ব্লগের ভিজিটর আপনার ব্লগে নিচের টুলবার থেকে বাংলা কিবোর্ড সিলেক্ট করে বাংলায় কমেন্ট করতে পারবে৷ এবং বিভিন্ন সোশ্যাল শেয়ারিং সাইটে পছন্দের পোস্ট শেয়ার করতে পারবে৷ টুলবার টি আপনার ব্লগে যোগ করতে নিচের ধাপ গুলো অনুসরন করুন৷

১|নিচের লিঙ্ক থেকে .rar ফাইলটি ডাউনলোড করুন৷
লিঙ্ক-> http://www.mediafire.com/?of6qaqq94min371

২|এবার ফাইলটি আনকমপ্রেস করলে toolbar নামে একটি ফোল্ডার পাবেন৷ এই ফোল্ডারটি আপনার ব্লগের রুট ডিরেক্টরিতে আপলোড করুন৷

৩|এখন আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যান এবং সেখান থকে থিম এডিটরে যান৷

৪|থিম এডিটরে গিয়ে আপনি আপনার ওয়ার্ডপ্রেস থিমের footer.php ফাইলটি এডিট করার জন্য সিলেক্ট করুন৷

৫|এবার আপনার footer.php ফাইলটির একেবারে নিচের দিকে নিচের দুইটি লাইন খুজুন

৬|এবার এখানে এই দুইলাইনের ঠিক আগে অর্থাৎ এর আগে নিচের লিঙ্কোকের টেক্সট ফাইলে থাকা কোডটুকু কপি-পেষ্ট করুন৷
কোডের টেক্সট ফাইল

এখানে কোডটাতে http://yourdomain.com/ এর জায়গায় আপনার ডোমেইন এড্রেস দিবেন তাহলেই কাজ হবে৷

৭|সবকিছু ঠিকমত করতে পারলে নিচের ছবির মত একটা টুলবার যুক্ত হবে৷

আর টুলবারটির লাইভ ডেমো দেখতে চাইলে এই লিঙ্কে গিয়ে দেখতে পারেন৷

এই লিখাটি পূর্বেআমার ব্লগে প্রকাশিত হয়েছে৷

Level 0

আমি হাসিবুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি নিত্তান্তই একজন সাধারন মানুষ।ভালবাসি আমার লো-কোয়ালিটির কম্পিউটারটাকে।এছাড়া ভালবাসি ব্লগিং করতে।আমার ওয়েব সাইটঃ- http://hasibulhasan.info/ http://www.hostfunbd.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ওহ কাজের টিউন। আমি এইটাই খুজছিলাম।
অনেক ধন্যবাদ।

অনেক কাজের একটা টিউন।ধন্যবাদ।

দারুন!! পাশাপাশি দুটা জরুরী টিউন। 🙂 ধন্যবাদ ভাই।

কোডের টেক্সট ফাইল error. link ta thik koren plz